নেদারল্যান্ডস: ৯১/৯
পাকিস্তান: ৯৫/৪
ডু অর ডাই ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল-আশা বজায় রাখল পাকিস্তান। প্ৰথমে ব্যাটিং করে নেদারল্যান্ডস ৯১/৯-এর বেশি তুলতে পারেনি স্কোরবোর্ডে। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান সেই রান চেজ করল ৩৭ বল এবং ৬ উইকেট হাতে নিয়ে।
পাক বোলারদের সামনে এদিন কার্যত ব্যাট হাতে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি নেদারল্যান্ডস। মহম্মদ নওয়াজ বাদে পাক বোলারদের সকলেই উইকেট পেয়েছেন। সফলতম শাদাব খান। ৪ ওভারে ২২ রানের বিনিময়ে শাদাব নিয়েছেন ৩ উইকেট। মহম্মদ ওয়াসিম ২ উইকেট পেয়েছেন। শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ একটি করে উইকেট দখল করেছেন।
নেদারল্যান্ডস ব্যাটসম্যানদের মধ্যে মাত্র ২জন দুই অংকের রানে পৌঁছেছেন। ২৬/৩ হয়ে যাওয়ার পরে দলকে কিছুটা টানেন একেরম্যান (২৭ বলে ২৭) এবং শন এডওয়ার্ডস (২০ বলে ১৫)। একসময় ৬১/৩ ছিল ডাচরা। সেখান থেকে মাত্র ৩০ রান যোগ করার ফাঁকে বাকি সাত উইকেট হারায় অরেঞ্জ আর্মি।
সহজ টার্গেট কতক্ষণে পাকিস্তান তোলে, সেটাই ছিল দেখার। বাবর আজম এদিনও ব্যর্থ। ৫ বলে ৪ রান করে আউট হয়ে যান তিনি। এদিনই সুযোগ পেলেন ফখর জামান। ১৬ বলে ২০ করলেন তিনি। মহম্মদ রিজওয়ান ৩৯ বলে ৪৯ করে ম্যাচ একদম জলবৎ তরলং করে দেন।