Advertisment

বিশ্বকাপ চাই না, কোহলিকে দাও! পাকিস্তানি সমর্থকের কাতর আর্তিতে তোলপাড় দুনিয়া, দেখুন ভিডিও

বিশ্বকাপ নয়, কোহলি যেন পাকিস্তানের হয়ে খেলুন, চাইছেন পাক সমর্থকরা, রইল ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিরাট কোহলি বর্তমান ক্রিকেটের সবথেকে বড় আইকন। গ্লোবাল সুপারস্টার। বিশ্বের বিভিন্ন প্রান্তে অজস্র ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর। অদ্ভুত হলেও বিরাট কোহলির ভক্তদের মধ্যে এক বড় অংশই চিরপ্রতিদ্বন্দি পাকিস্তানিরা। বারবার পাকিস্তান ক্রিকেট দল বিরাট কোহলির ব্যাটে শাসিত হলেও কোহলি বন্দনায় কখনই ভাঁটা পড়েনি সমর্থনের। বিশ্বকাপের শুরুতেই দুই দল মোকাবিলা করেছিল মেলবোর্নে। সেই ম্যাচে কোহলি একার হাতে ভারতকে জিতিয়ে দেন ৫২ বলে ৮৩ রানে রোমাঞ্চকর ইনিংস খেলে। কোহলির বিরাটত্বে প্রশংসায় ভাসিয়ে দিয়েছিলেন ওয়াসিম আক্রম, শোয়েব আখতারের মত পাক কিংবদন্তিরা।

Advertisment

অতীতে পাক সমর্থকরাই স্লোগান তুলেছিলেন, কাশ্মীর চাই না, শচীনকে দিয়ে দাও। সেই সুরেই এবার পাকিস্তানি সমর্থকরা বলছেন টি২০ বিশ্বকাপের ট্রফি চাই না। কোহলিকে দিয়ে দেওয়া হোক পাকিস্তানকে।

আরও পড়ুন: পাকিস্তানিদের ব্যবহারে ব্যাপক ক্ষুব্ধ পাঠান! বাবররা ফাইনালে উঠতেই বোমা ফাটালেন তারকা

ভারতের হায়দরাবাদ থেকে সম্প্রতি এক ব্যক্তি পাকিস্তান গিয়েছিলেন কন্যার টেনিস ম্যাচের জন্য। সেখানেই অবিশ্বাস্য ঘটনার সম্মুখীন হলেন তিনি। এক পাকিস্তানি তাঁকে গাড়িতে লিফট দিলেন। দুর্ধর্ষ আতিথেয়তার নজির গড়ে বিরিয়ানিও খাওয়ালেন।

সেই সময়েই ভারত-পাক দুই ব্যক্তির আলাপচারিতায় উঠে আসে চলতি টি২০ বিশ্বকাপের প্রসঙ্গ। ক্রিকেট নিয়ে আলোচনার সময়েই সেই পাকিস্তানি ব্যক্তি মজা করে বলে দেন, "আপনারা বিরাট কোহলিকে এদিকে দিয়ে দিন। ট্রফি আপনারা নিয়ে যান।"

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পাকিস্তানি সাংবাদিক ইস্তিহাম উল হক। সঙ্গেসঙ্গেই সেই ভিডিও ভাইরাল। ভারতীয় ব্যক্তি পরে জানান, পাকিস্তানে এসে কখনই বিদেশ বলে অনুভব করেননি। মনে হয়েছে, ঘরেই যেন রয়েছেন।

যাইহোক, ২৪ ঘন্টা আগেই পাকিস্তান নিউজিল্যান্ডকে প্ৰথম সেমিতে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিতে ভারতের হাতে ইংল্যান্ড বধ হলেই রবিবার স্বপ্নের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

আরও পড়ুন: ইন্ডিয়া রেডি থেকো! পাকিস্তান ফাইনালে উঠতেই ভারতকে শাসানি শোয়েবের, দেখুন ভিডিও

সেমিতে নিউজিল্যান্ড সিডনির স্লো পিচে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের সামনে। প্ৰথমে ব্যাট করে কিউইরা ড্যারেল মিচেলের হাফসেঞ্চুরি এবং কেন উইলিয়ামসনের ৪৬ রানে ভর করে ১৫২/৪-এর বেশি তুলতে পারেনি। জবাবে দেড়শোর সামান্য বেশি রান তাড়া করতে নেমে ম্যাচ প্ৰথমেই খতম করে দেন দুই পাক ওপেনার বাবর আজম, মহম্মদ রিজওয়ান। দুজনেই হাফসেঞ্চুরি হাঁকিয়ে যান। ১০৫ রানের ওপেনিং পার্টনারশিপ গড়ার পরে পাকিস্তানের হারার কথা নয়। তা হয়ওনি।

Virat Kohli ICC Cricket World Cup Pakistan Cricket T20 World Cup
Advertisment