আইসিসি পক্ষপাতিত্ব করে ভারতকে খেলাচ্ছে, এমনই বড়সড় অভিযোগ এবার তুলে দিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা শাহিদ আফ্রিদি। সামা টিভিতে বিষ্ফোরকভাবে আফ্রিদি জানিয়ে দিয়েছেন, "সকলেই দেখেছে মাঠ কতটা ভিজে ছিল। তবে আইসিসি বরাবর ভারতের দিকে ঝুঁকে থাকে। যে কোনও মূল্যে ভারত সেমিফাইনালে পৌঁছক, সেটাই ওঁরা চাইছে। ভারত-পাকিস্তান ম্যাচে যাঁরা আম্পায়ারিং করেছিল তাঁরাও একই। ওঁরাই সেরা আম্পায়ারের পুরস্কার পাবে।"
বুধবার বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ভারত বাংলাদেশকে ৫ রানে হারানোর পর দুই প্রতিবেশি দেশ থেকেই তীব্র প্রতিক্রিয়া ভেসে এসেছে। প্ৰথমে ব্যাটিং করে ভারত ২০ ওভারে ১৮৪/৬ তুলেছিল। সেই রান চেজ করতে নেমে বাংলাদেশ লিটন দাসের ২১ বলে হাফসেঞ্চুরিতে ভর করে ভারতের নাভিশ্বাস তুলে দিয়েছিল। তবে ৭ ওভারে বাংলাদেশ ৬৬/০-এ পৌঁছনোর পর বৃষ্টিতে সাময়িক খেলা বন্ধ হয়ে যায়। পরে খেলা শুরু হলে বাংলাদেশের কাছে সংশোধিত টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১৫১।
আরও পড়ুন: কোহলির কাণ্ডে বিরাট অভিযোগের পথে বাংলাদেশ! বিষ্ফোরণ ঘটিয়ে মুখ খুললেন এবার বিসিবি কর্তা
ক্ষিপ্ত আফ্রিদি পাক টিভিতে বলে দিয়েছেন, "যে পরিমাণ বৃষ্টি হল, তারপরে সঙ্গেসঙ্গেই কেন খেলা চালু করা হল? এতেই স্পষ্ট বহু বিষয় জড়িত রয়েছে। ম্যাচে ভারত খেললে আইসিসির ওপর আলাদা চাপ থাকে। তবে লিটন দুর্ধর্ষ ব্যাটিং করেছে। ৬ ওভার পর মনে হচ্ছিল, বাংলাদেশ যদি সামনের ২-৩ ওভারে আর উইকেট না হারায়, তাহলে ম্যাচ হয়ত জিতে যাবে। সবমিলিয়ে, ভারত-বাংলাদেশ লড়াই জোরদার হয়েছে।"
আরও পড়ুন: কোহলির চাপে নুইয়ে পড়ছেন আম্পায়াররা! নখ-দাঁত বের করে বিরাটকে এবার আক্রমণ ইউনিসের
বৃহস্পতিবার পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে। তবে ভারত রবিবার জিম্বাবোয়েকে হারালেই সেমিতে ওঠা নিশ্চিত করে ফেলবে। পাকিস্তানকে শেষ ম্যাচে বাংলাদেশকে হারানোর পরেও বাকি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। দক্ষিণ আফ্রিকাও একই দিনে নামছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। পাকিস্তান চাইবে, ভারত অথবা দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনও একটি দল অঘটনের শিকার হোক, তাহলে পাকিস্তানের সেমিতে ওঠার সম্ভবনা বাড়বে।