দীর্ঘদিন জাতীয় দলের টি২০ একাদশের বাইরে ছিলেন। সুযোগই পাচ্ছিলেন। সেই ঋষভ পন্থই শেষমেশ ফিরতে চলেছেন বাংলাদেশের বিরুদ্ধে সুপার-১২'এর গুরুত্বপূর্ণ ম্যাচে। দীনেশ কার্তিক আইপিএলে দুর্ধর্ষ ফর্ম দেখিয়ে জাতীয় দলে পন্থের জায়গায় খেলছিলেন। ফিনিশারের ভূমিকাতেও রাখা হয়েছিল তাঁকে।
তবে দক্ষিণ আফ্রিকা ম্যাচে লোয়ার ব্যাক অংশে চোট পেয়ে মাঠ ছাড়েন তারকা। তিনি এখনও ছিটকে যাননি টুর্নামেন্ট থেকে। মঙ্গলবারেও অনুশীলনে হাজির হয়েছেন। তবে বাংলাদেশ ম্যাচে তাঁর খেলার সম্ভবনা কার্যত নেই। কার্তিকের বদলেই একাদশে খেলবেন এতদিন বাইরে বসে থাকা ঋষভ পন্থ। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে। বাংলাদেশ ম্যাচই চলতি বিশ্বকাপে পন্থের প্ৰথম ম্যাচ হাতে চলেছে।
আরও পড়ুন: একের পর এক ম্যাচে জঘন্য পারফরম্যান্স! বিশ্বকাপের মাঝেই ছাঁটাই টিম ইন্ডিয়ার দুই সুপারস্টার
প্রবল সমালোচিত কেএল রাহুলকেও নামানো হবে বাংলাদেশ ম্যাচে। এমনটাই জানানো হচ্ছে ইন্ডিয়ান একপ্রেসের প্রতিবেদনে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষের দিকে চোটের শিকার হন কার্তিক। ১৬তম ওভারে হঠাৎ দেখা যায় পিঠ ধরে যন্ত্রণায় কাতরাতে। তারপরে পরিবর্ত হিসাবে বাকি সময় উইকেটকিপার হিসাবে মাঠে নামেন পন্থ।
বাংলাদেশ ম্যাচের আগে কার্তিকের চোটের প্রসঙ্গে বলতে গিয়ে হেড কোচ রাহুল দ্রাবিড় জানান, "বলের জন্য ঝাঁপ দিতে গিয়ে খারাপ ভাবে মাটিতে ল্যান্ড করেছিল। তারপরই যন্ত্রণা শুরু হয়েছিল। এখন ও ঠিকঠাক রয়েছে। অনুশীলনও করেছে জাতীয় দলের সঙ্গে। সকালে ওঁকে নিয়ে পর্যালোচনা করে তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"
আরও পড়ুন: পাকিস্তানকে ছিটকে দিতে ইচ্ছাকৃত ম্যাচ হেরেছে ভারত! কোহলিদের বিতর্কের বারুদে ঠুসলেন কিংবদন্তি
দ্রাবিড় কার্তিককে নিয়ে সংশয়ের অবকাশ জারি রাখলেও জানা যাচ্ছে, টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই কার্তিককে বিশ্রাম দিয়ে পন্থকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ব্যাট হাতে সেভাবে নজর কাড়তে পারেননি দক্ষিণ আফ্রিকা ম্যাচে। তারপরে এমনিতেই তাঁকে সরিয়ে পন্থকে খেলানোর দাবি জোরালো হয়ে উঠেছে। পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ২ বল খেলে মহম্মদ নওয়াজকে সুইপ করতে গিয়ে স্ট্যাম্প আউট হয়ে যান। দক্ষিণ আফ্রিকার উচ্চ মানের পেস বোলিংয়ের সামনে ১৫ বল টিকলেও কখনই স্বচ্ছন্দে ছিলেন না।
বিশ্বকাপের পরেই ভারত দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশে যাবে সীমিত ওভারের সিরিজ খেলতে। দুই ট্যুর থেকেই বাদ পড়েছেন কার্তিক। বাংলাদেশ ম্যাচে দুর্বল বোলিংয়ের সামনে ব্যাট হাতে নির্বাচকদের আস্থা দেখানোর সুযোগ ছিল কার্তিকের। তবে সেই সুযোগ না পেয়ে তিনি আপাতত হতাশ। পন্থ অন্যদিকে, সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়ে থাকবেন।
আরও পড়ুন: একী পারফরম্যান্স কোহলির! মাঠেই বিরক্তি প্রকাশ রোহিত-অশ্বিনের, দেখুন বিষ্ফোরক ভিডিও
আইপিএল-এর ফর্ম দেখেই কার্তিককে টি২০ স্কোয়াডে।নিয়মিত খেলানো হচ্ছিল। ফিনিশারের ভূমিকায় নির্বাচকরা আস্থা রেখেছিলেন ৩৭ বছরের তারকার ওপর। ডেথ ওভারে আরসিবির হয়ে নিয়মিত রান পেয়েছেন তিনি। তবে এবার বাদ পড়ার পরে তিনি আর জাতীয় দলে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। ২০১৯-এর বিশ্বকাপের পর ওয়ানডে দলে থেকে ব্রাত্য হয়ে গিয়েছেন। ২০২২ টি২০ বিশ্বকাপ কার্তিকের শেষ আন্তর্জাতিক টি২০ টুর্নামেন্ট হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।