Advertisment

দ্রাবিড়ের সান্ত্বনাতেও থামল না চোখের জল! হেরে কেঁদে ভাসালেন রোহিত, দেখুন মনখারাপের ভিডিও

কেঁদেকেটে ডাগ-আউট ভাসিয়ে দিলেন রোহিত শর্মা, থামালেন দ্রাবিড়

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কোহলি পারেননি ক্যাপ্টেন হিসাবে। ভারতীয় সমর্থকদের আশা ছিল হয়ত রোহিত আইপিএল-ভাগ্যে বলীয়ান হয়ে দেশকে বিশ্বকাপ জেতাবেন। তবে অস্ট্রেলিয়ার মাটিতে সেই হতাশাই সঙ্গী হল রোহিতের। স্কোরবোর্ডে ভারত ১৬৮ তুললেও, তা কার্যত ছেলেখেলা করে ৪ ওভার বাকি থাকতে তুলে দেন দুই ইংরেজ ওপেনার- আলেক্স হেলস এবং জস বাটলার।

Advertisment

আর বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পরই রোহিত ডাগ-আউটে ভেঙে পড়লেন। সামলাতে পারলেন না আবেগ-হতাশা। কান্নায় ভেসে গেলেন। সঙ্গে ছিলেন ঋষভ পন্থও। রোহিতকে স্বান্ত্বনা দিতে দেখা যায় স্বয়ং কোচ রাহুল দ্রাবিড়কে। তিনি রোহিতের পাশেই বসে ছিলেন। পিঠে আলতো চাপড় দিয়ে রোহিতকে সামলাতে দেখা যায় দ্রাবিড়কে। ইংল্যান্ডের দুই ওপেনার বিধ্বংসী মেজাজে রান তাড়া করার সময়ে স্টেডিয়াম থেকেও ধীরে ধীরে ভারতীয় দর্শকরা বেরিয়ে যাচ্ছিল। শেষ বল হওয়ার বহু আগেই ভারতীয় সমর্থকরা মাঠ ছাড়লেন। তারপরে কার্যত ফাঁকা স্টেডিয়ামে ক্যামেরায় ধরা পড়লেন বিধ্বস্ত রোহিত।

আরও পড়ুন: ভারত-পাকিস্তান দেখা হল না! হেলস-বাটলার ঝড়ে ছেলেখেলা করে ফাইনালে উঠল ইংল্যান্ড

ব্যাট হাতে আশা জাগিয়েও কিছু করতে পারেননি রোহিত। পাওয়ার প্লে-র ফায়দা নিতে পারেননি তিনি। কেএল রাহুল আউট হয়ে যাওয়ার পর রোহিত ২৮ বলে ২৭ করে আউট হয়ে যান। ভারত পাওয়ার প্লে-তে তুলল মাত্র ৩২। প্ৰথম ১০ ওভারে ভারতের স্কোর ৬২। শেষ ১০ ওভারে যতই হার্দিক ঝড় তুলুন না কেন, প্ৰথম ১০ ওভারে ভারতের স্লো ব্যাটিংয়ের ফায়দা পুরোপুরি তুললেন হেলস-বাটলার।

১৬৮ রানের মত মাঝারি রান তাড়া করতে নেমে যেভাবে ভারতীয় বোলাররা একজন ইংরেজ ব্যাটারদেরও আউট করতে পারলেন না, তা আরও বেশি হতাশার। অন্তত ক্যাপ্টেন রোহিতের কাছে। শামি, ভুবনেশ্বর, আর্শদীপ, হার্দিক হোক বা অক্ষর-অশ্বিনের মত স্পিনার ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে কেউই ছাপ ফেলতে পারেননি। একপেশেভাবে ম্যাচ জিতে এবার ফাইনালে নামছে ইংল্যান্ড।

আরও পড়ুন: এমন রেকর্ড আগে কারোর নেই, বিশ্বকাপের এডিলেডে সেই কীর্তিই গড়লেন কিং কোহলি

ইংল্যান্ড এবার বিশ্বকাপ অভিযানে নেমেছে চোট-আঘাতকে সঙ্গী করে। জনি বেয়ারস্টো যেমন চোটে আগেই ছিটকে গিয়েছেন কুড়ি কুড়ি বিশ্বকাপ থেকে। সেমিতে খেলতে পারেননি মার্ক উড, দাভিদ মালানের মত দুই নির্ভরযোগ্য তারকা। তাতেও ভারতকে বিধ্বস্ত করে হারাতে সমস্যা হল না ইংল্যান্ডের। রবিবার তুখোড় ফর্মে থাকা পাকিস্তানকে হারালেই এবার ট্রফি নিয়ে দেশে ফিরবেন বাটলাররা।

Rahul Dravid Rohit Sharma England Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team T20 World Cup
Advertisment