নিউজিল্যান্ডকে হারিয়ে ১৩ বছর পর বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। আর তার পরেই ভারতের উদ্দেশ্যে হুমকি দিয়ে রাখলেন শোয়েব আখতার। সটান জানিয়ে দিলেন, ফাইনালে দেখা হচ্ছে! ১৯৯২ সালে মেলবোর্নে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই একই ভেন্যুতে এবার ভারতকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে পাকিস্তান। বলে দিচ্ছেন পাকিস্তানি সুপারস্টার।
পাকিস্তান-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের পরেই শোয়েবের গলায় হুমকির সুর, "ভারত, আমরা পৌঁছে গেলাম। তোমরা কি প্ৰস্তুত? আবার এমসিজিতেই খেলা হবে। ১৯৯২ সালের বিশ্বকাপের পুনরাবৃত্তি হতে পারে। আমি চাই ভারত ফাইনালে উঠে পাকিস্তানের মুখোমুখি হোক।"
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে পাকিস্তান! বাবর-রিজওয়ানের ব্যাটে কিউয়িদের দুরমুশ করল সবুজ জার্সি
পাকিস্তানের জয়ে আপাতত গোটা দেশেই বাঁধনছাড়া সেলিব্রেশন। সেই হুল্লোড়ে মেতেছেন শোয়েব নিজেও। নিজের ইউটিউব চ্যানেলে স্পিডস্টার জানিয়ে দিয়েছেন, "পাকিস্তান, তোমাদের শুভেচ্ছা। পাকিস্তানি সমর্থকদের প্রার্থনা পূরণ হয়েছে। কারণ আমি নিজেই ভাবতে পারিনি পাকিস্তান টিম গ্রুপ পর্বের গন্ডি পেরোবে। জিম্বাবোয়ের কাছে পাকিস্তান হারার পরে ভেবেছিলাম নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকার হার কার্যত অসম্ভব। ধন্যবাদ পাকিস্তান। তোমাদের জন্যই এখন বিশ্বাস হচ্ছে, এখন কোনওকিছুই পাকিস্তানকে থামাতে পারবে না।"
আরও পড়ুন: রোহিতকে ছাড়াই কি ভারত নামবে সেমিফাইনালে! বড় দুঃসংবাদের ইঙ্গিত মিলল মঙ্গলবার
সেই সঙ্গে শোয়েবের আরও সংযোজন, "কামব্যম করা আমাদের অভ্যেস হয়ে গিয়েছে। ক্রিকেট বরাবর চরিত্রের পরীক্ষা নেয়। পাকিস্তান সেমিফাইনালে সেই চরিত্র দেখিয়েছে। নিউজিল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি।"
সেমিফাইনাল ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস জানিয়েছেন, "টসে হারাটা পাকিস্তানের কাছে শাপে বর হয়েছে। বল সহজে ব্যাটে আসছিল না। তাছাড়া পেস ম্যানেজ করাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছিল। নিউজিল্যান্ড বড় শট হাঁকানোর চেষ্টা করছিল। তবে তা হচ্ছিলই না। সন্ধের দিকে বল স্কিড করছিল। সেভাবে সিম মুভমেন্ট হচ্ছিল না। তাই পাকিস্তান সহজেই ম্যাচে কামব্যাক করতে পেরেছিল। বল পড়ে ব্যাটে আসছিল। যার পুরো ফায়দা তুলল পাকিস্তানি ওপেনাররা। ওঁরা দুজনই ফর্মে ফিরে এল। সেই হিসাবে বলতে হবে নিউজিল্যান্ডের হারের জন্য দায়ী ভুল সিদ্ধান্ত এবং খারাপ অধিনায়কত্ব।"