Advertisment

বোলিংয়ের জন্যই ভরাডুবি! লজ্জার হারের পরেই ভুবি-শামিদের দিকে বিষ্ফোরক আঙুল রোহিতের

হারের পরেই দলের সতীর্থদের একহাত নিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

২০১৩ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তারপরে আইসিসি পর্যায়ের টুর্নামেন্টে নকআউট পর্বে টানা সাত নম্বর হার হজম করল ভারত। আর নিকৃষ্টতম পারফরম্যান্সের পর রোহিত শর্মা বড় টুর্নামেন্টের চাপ সহ্য না করতে পারাকেই দায়ী করছেন।

Advertisment

ম্যাচের পর রোহিত শর্মা পুরস্কার বিতরণী মঞ্চে বলে গেলেন, "স্রেফ গিয়ে সবাইকে চাপ সহ্য কীভাবে করতে হয়, তা শেখানো সম্ভব নয়। আইপিএলে অনেকেই চাপের মুখে খেলে। এর মধ্যে অনেকেই চাপ সহ্য করতে পারে। নকআউট পর্বে মাথা ঠান্ডা রাখাটা বিশেষ জরুরি।"

আরও পড়ুন: দ্রাবিড়ের সান্ত্বনাতেও থামল না চোখের জল! হেরে কেঁদে ভাসালেন রোহিত, দেখুন মনখারাপের ভিডিও

রোহিত ম্যাচে হারের জন্য বোলিংকে দায়ী করছেন। বলে দিচ্ছেন, দুই দলের বোলিংই ফারাক গড়ে দিয়েছে। "স্লগ ওভারে আমরা ভালো ব্যাটিং করেছি। তবে বল হাতে আমরা মোটেই ভালো করতে পারিনি। এমন উইকেটে যেখানে বিপক্ষ দল ১৭ ওভারে ম্যাচ জিতে যাচ্ছে। বল হাতে স্রেফ নিজেদের মেলে ধরতেই পারিনি আমরা।"

"বোলিংয়ের শুরুতে আমরা বেশ নার্ভাস ছিলাম। চেয়েছিলাম ভুবি টাইট লেংথে বোলিং করুক। এডিলেডে সবসময় স্কোয়ার উইকেটে সব দল রান করে। আমরা এটা নিয়ে আলোচনাও করি। তবে ম্যাচে পরিকল্পনা ঠিকঠাক খাটল না।"

আরও পড়ুন: ভারত-পাকিস্তান দেখা হল না! হেলস-বাটলার ঝড়ে ছেলেখেলা করে ফাইনালে উঠল ইংল্যান্ড

টসে হেরে ভারতকে প্ৰথমে ব্যাট করতে পাঠানো হয়েছিল। ২০ ওভারে টিম ইন্ডিয়া ১৬৮/৬ তুলেছিল। জবাবে ইংল্যান্ড দুই ওপেনার জস বাটলার (৪৯ বলে ৮০) এবং আলেক্স হেলসের জোড়া হাফসেঞ্চুরির সৌজন্যে (৪৭ বলে ৮৬) ১৭ ওভারে ম্যাচ জিতে যায়। রবিবার মেলবোর্নে আপাতত ইংল্যান্ড ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে।

Rohit Sharma England Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team T20 World Cup
Advertisment