Advertisment

ভারতের পর পাকিস্তান ম্যাচেও নাকি অন্যায়ের শিকার! সাকিবের বিতর্কিত আউট ঘিরে তোলপাড় বাংলাদেশ

পাকিস্তানের কাছে হারতেই অন্যায়ের কাহিনী নিয়ে সোচ্চার বাংলাদেশ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বাংলাদেশ ম্যাচে যেন আম্পায়ারিং বিতর্ক পিছু ছাড়ছে না। ভারত ম্যাচে ভেজা আউটফিল্ড, কোহলির ফেক থ্রো নিয়ে সরব হয়েছিল বাংলাদেশ শিবির। কোহলির কাণ্ডে আইসিসির কাছে যাওয়ারও হুমকি দিয়েছে বাংলাদেশ।

Advertisment

ভারত ম্যাচের পর এবার পাকিস্তান ম্যাচেও নাকি অবিচারের শিকার হল বাংলাদেশ। অন্তত এমনটাই দাবি করা হচ্ছে। তীব্র অবিচারের শিকার নাকি ক্যাপ্টেন শাকিব আল হাসান। রবিবার হঠাৎ করেই বাংলাদেশের সামনে সেমিফাইনালে যাওয়ার মওকা হাজির হয়েছিল। চিরকালীন 'চোকার্স' তকমা ঝেড়ে ফেলতে না পেরে সাত সকালেই দক্ষিণ আফ্রিকা অবিশ্বাস্যভাবে হেরে বসেছিল নেদারল্যান্ডসের কাছে। যাতে তিন এশীয় প্রতিবেশি দেশেই সেলিব্রেশনের বাতাবরন তৈরি হয়। ভারত জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগেই সেমিফাইনালে পৌঁছে যায় গ্রুপের প্ৰথম দল হিসেবে। পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ হয়ে দাঁড়ায় নকআউট। যে দল জিতবে, সেই দলই সেমিতে পৌঁছবে এমন সমীকরণ হাজির হয়েছিল গুরুত্বপূর্ণ ম্যাচে।

আরও পড়ুন: ভারতের সঙ্গে সেমিতে পাকিস্তানই! শাহিন আফ্রিদির পেসে হড়কে গেল বাংলা টাইগাররা

এতে হঠাৎই করেই পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে চরম উত্তেজনার সঞ্চার হয়। টসে জিতে এডিলেড ওভালে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্ৰথমে ব্যাটিং নেয় বাংলাদেশ। ভারতকে কাঁপুনি ধরিয়ে দেওয়া লিটন দাসকে শুরুতেই ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি। এরপরে সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত হাফসেঞ্চুরি পার্টনারশিপে দলকে ভালোই টানছিলেন।

তবে ১১তম ওভারে ম্যাচের গতিপথই বদলে দেন শাদাব খান। ওভারের পঞ্চম এবং ষষ্ঠ বলে পরপর তিনি ফিরিয়ে দেন সৌম্য সরকার এবং সাকিব আল হাসানকে। প্ৰথম বলেই আউট হয়ে যান বাংলাদেশ ক্যাপ্টেন।

আরও পড়ুন: হল্যান্ডের কাছে অঘটনের হার দক্ষিণ আফ্রিকার! ভারত-পাকিস্তান দু-দলের কাছেই চরম সুসংবাদ

আর সাকিবের আউট নিয়েই তীব্র বিতর্ক দানা বেঁধেছে। শাদাব খানের ফ্লাইট সাকিবের প্যাডে আছড়ে পড়ার পরেই আম্পায়ার বোলারের আবেদনে সাড়া দিয়ে আউট দিয়ে দেন। সঙ্গেসঙ্গেই রিভিউ নেন সাকিব। রিপ্লেতে দেখা যায়, বল প্যাডে লাগার আগে কোনও কিছুর সঙ্গে একটা সংযোগ ঘটেছে। আল্ট্রা-এজের স্পাইকেই তা স্পষ্ট হয়ে যায়। তবে আম্পায়ারের ধারণা বল মোটেই ব্যাটে লাগেনি, বরং সাকিবের ব্যাট মাটিতে স্পর্শ করার জন্যই স্পাইক দেখা যাচ্ছে। তৃতীয় আম্পায়ার অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখেন।

তবে সাকিব আম্পায়ারের সিদ্ধান্তে স্পষ্টতই ক্ষুব্ধ হন। ম্যাচের ধারাভাষ্য করছিলেন প্রাক্তন বাংলাদেশ তারকা আতাহার আলি খান। তিনিও কমেন্ট্রি করার সময়ে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেই দেন, ব্যাট-মাটির সংস্পর্শ নয় বরং বল ব্যাটে সংযোগ ঘটানোয় আল্ট্রা-এজে স্পাইক দেখা যাচ্ছে।

আরও পড়ুন: জিম্বাবোয়ের কাছে হারলেও সেমিতে পৌঁছবে ভারত! কোন পথে, কোন অঙ্কে, হিসেব মিলিয়ে নিন সরাসরি

সাকিব আউট হয়ে যাওয়ার পরে বাংলাদেশ ইনিংস বেলাইন করে দেয় শাহিন আফ্রিদির স্পেল। লোয়ার অর্ডারে একাই ভাঙচুর চালিয়ে শাহিন আফ্রিদি ১২৭-এ থামিয়ে দেন বাংলাদেশ ইনিংস। সেই রান চেজ করে পাকিস্তান জয় পায় প্রায় দু ওভার বাকি থাকতে, হাতে পাঁচ উইকেট নিয়ে।

অল্প রানের টার্গেট চেজ করতে নেমে পাকিস্তান দেখে শুনে ইনিংসের সূচনা করে। বাবর আজম (৩৩ বলে ২৫), মহম্মদ রিজওয়ান (৩২ বলে ৩২) ওপেনিং পার্টনারশিপে ৫৭ তুলতেই লাগিয়ে দেন প্রায় ১১ ওভার। পরপর দু-ওভারে দুই ওপেনার আউট হয়ে যাওয়ার পরে কিছুটা হলেও চাপে পড়ে যায় পাকিস্তান। তবে মহম্মদ হ্যারিস (১৮ বলে ৩১) এবং শন মাসুদের ব্যাট (১৪ বলে ২৪) কোনও অঘটন ঘটানোর সুযোগই দেয়নি।

T20 World Cup Shakib Al-Hasan Bangladesh Cricket ICC Cricket World Cup Cricket World Cup Pakistan Cricket
Advertisment