Advertisment

বাংলাদেশ ম্যাচে বিরাট বদল টিম ইন্ডিয়ার ১১-য়! টাইগারদের 'বিড়াল' বানাতে কেমন দল নামাচ্ছেন রোহিতরা

বাংলাদেশ ম্যাচে ভারতের বড়সড় পরিবর্তন ঘটিয়ে নামতে পারে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

পারথের পিচে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকান পেসারদের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে। পারথের পর এবার ছবির মত সুন্দর এডিলেড ওভালে ভারত নামছে। প্রতিপক্ষ বাংলাদেশ। পারথ থেকে এডিলেড তিন ঘণ্টার বায়ুপথে জার্নি। সেই সময়ে টিম ম্যানেজমেন্ট নিশ্চয় ভারতের প্রথম হার নিয়ে কাটাছেঁড়া করেছে।

Advertisment

বাংলাদেশের বিরুদ্ধে একটা ছোটখাটো অঘটন ভারতের বিশ্বকাপ যাত্রায় ফুলস্টপ ফেলে দিতে পারে। তাই কোনওরকম সংশয়ের অবকাশ না রেখে পূর্ণ শক্তির দল নামাতে চাইছে ভারত। আপাতত যে চারছাড়ল নির্বাচন টিম ম্যানেজমেন্টের চিন্তার বিষয়-

আরও পড়ুন: বাংলাদেশ মোটেও বিশ্বকাপ জিততে আসেনি! ভারত ম্যাচের আগেই বোমা টাইগার-ক্যাপ্টেন সাকিবের

পন্থ বনাম কার্তিক:

কার্তিক দক্ষিণ আফ্রিকা ইনিংস চলাকালীন চোট পেয়েছিলেন পিঠে। তারপরে তিনি আর খেলতে পারেননি। বাংলাদেশ ম্যাচে কার্তিকের নামার সম্ভবনা কার্যত নেই। দ্রাবিড় সাংবাদিক সম্মেলনে ম্যাচ-ডে'র সকাল পর্যন্ত অপেক্ষা করার কথা বললেও জানা যাচ্ছে পন্থ চলতি বিশ্বকাপে প্ৰথমবার খেলতে নামবেন বাংলাদেশের বিপক্ষে।

এমনিতেই ব্যাট হাতে একদমই ফর্মে নেই কার্তিক। আইপিএল-এর ফর্ম দেখার পর টি২০'তে ম্যানেজমেন্ট ভরসা রেখেছিলেন বর্ষীয়ান তারকার ওপর। তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর কার্তিকের সীমিত ওভারের ক্রিকেট কেরিয়ারে পাকাপাকিভাবে পূর্ণচ্ছেদ পড়তে চলেছে। পাক ম্যাচে স্ট্যাম্প আউট হওয়ার পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও বাউন্স সামলাতে হাবুডুবু খেয়েছিলেন তারকা। জোড়া ব্যর্থতার পর এমনিতেই কার্তিক হঠাও দাবি উঠে গিয়েছিল। কার্তিকের চোট সেই অর্থে টিম ম্যানেজমেন্টের কাজ অনেকটাই সহজ করে দিল।

আরও পড়ুন: বারবার বঞ্চিত, অবশেষে বাংলাদেশ ম্যাচেই টিম ইন্ডিয়া একাদশে বিধ্বংসী সুপারস্টার

রাহুল নাকি ওপেনিংয়ে অন্য কেউ:

কেএল রাহুল চলতি বিশ্বকাপে চূড়ান্ত হতাশ করেছেন। বিশ্বকাপে খেলতে নামার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং প্রস্তুতি ম্যাচে টানা চারটে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তবে বিশ্বকাপে এখনও পর্যন্ত ভয়ডরহীন ব্যাটিং করতে পারেননি তারকা। তিন ম্যাচে এখনও পর্যন্ত তাঁর রানসংখ্যা ৪, ৯ এবং ৯। যেভাবে খোলসের মধ্যে ঢুকে গিয়ে ব্যাটিং করছেন, তাতে তাঁর ক্রিকেট মানসিকতা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। গাভাসকার যে কারণে দুষছেন মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটনকে।

তবে ঘটনা হল, কেএল রাহুল অফফর্মে থাকলেও টিম ম্যানেজমেন্ট পুরোপুরি তারকার পাশে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগের দিন স্বয়ং ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েছিলেন, স্রেফ দু-একটা খারাপ পারফরম্যান্সের জন্য কেএল রাহুলকে বাদ দেওয়া সম্ভব নয়। বাংলাদেশ ম্যাচের আগে হেড কোচ রাহুল দ্রাবিড়ও জানিয়ে গেলেন, টিমের পূর্ণ আস্থা রয়েছে রাহুলের ওপর। তাই ফর্ম হারানো রাহুলকে নিয়েই ভারত বাংলাদেশ-যুদ্ধে নামবে। গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচেই দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে নামছে ভারত। বুধবারের বাংলাদেশের পর শেষ ম্যাচে ভারতকে খেলতে হবে জিম্বাবোয়ের বিরুদ্ধে। টিম ম্যানেজমেন্টের আশা দুর্বল দুই দলের বিরুদ্ধে রান পেয়ে রাহুল সেমিফাইনালের আগে মানসিকভাবে চাঙ্গা হওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুন: একের পর এক ম্যাচে জঘন্য পারফরম্যান্স! বিশ্বকাপের মাঝেই ছাঁটাই টিম ইন্ডিয়ার দুই সুপারস্টার

দীপক হুডা নাকি অক্ষর প্যাটেল:

দক্ষিণ আফ্রিকা ম্যাচে হঠাৎ করেই ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য নিয়ে আসা হয় দীপক হুডাকে। বসতে হয়েছিল অক্ষর প্যাটেলকে। তবে সেই ফাটকা কাজে আসেনি। ব্যাট হাতে কোনও রান না করেই বিদায় নিয়েছিলেন দীপক হুডা। পরে বল হাতেও তাঁকে দেখা যায়নি। তবে ঘটনা হল, এডিলেড ওভালের পিচ মোটেও পারথের মত নয়। যেখানে শেষ কথা বলবে পেসাররাই। স্পিনাররা কার্যত পাত্তাই পাবেন না। সেই হিসাবে হুডাকে আরও একটা ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে।

রবিচন্দ্রন অশ্বিন নাকি জুজবেন্দ্র চাহাল:

প্ৰথম দুই ম্যাচেই প্রভাব ফেলেছেন দক্ষিণী অফস্পিনার। তবে দক্ষিণ আফ্রিকা ম্যাচ এলোমেলো করে দিয়েছে অশ্বিনের প্ৰথম একাদশের জায়গা। তবে ঘটনা হল, পারথে ম্যাচ ভুলে এডিলেড ওভালে টিম ম্যানেজমেন্টের পছন্দ জুজবেন্দ্র চাহাল নন, রবিচন্দ্রন অশ্বিনই।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং

T20 World Cup Bangladesh Cricket ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team
Advertisment