scorecardresearch

মাস্ট উইন জিম্বাবোয়ে ম্যাচে ভারতীয় ১১-য় হয়ত বড় বদল! বাদ-বিশ্রামে ৩ তারকা

জিম্বাবোয়েকে হারালেই ভারতের সেমিফাইনাল নিশ্চিত, কেমন দল সাজাচ্ছে টিম ইন্ডিয়া

মাস্ট উইন জিম্বাবোয়ে ম্যাচে ভারতীয় ১১-য় হয়ত বড় বদল! বাদ-বিশ্রামে ৩ তারকা

রবিবার গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবোয়েকে হারালেই ভারতের সেমিফাইনাল নিশ্চিত। তবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে পা হড়কে হঠাৎ বিশ্বকাপ বিপর্যয় যেন নেমে না আসে, সেই বিষয়ে ভারত একদম সজাগ। পাকিস্তানকে জিম্বাবোয়ে হারালেও তারপর থেকে সিকান্দার রাজারা একদমই শোচনীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন। সেমিফাইনালের আগে ভারতের লক্ষ্য বেশ কিছু বিষয়ে ফাইন-টিউন করা এবং কয়েকজন নিয়মিত তারকাকে বিশ্রাম দেওয়া। সেক্ষেত্রে ভারতীয় দলে রবিবার বেশ কিছু বদল আসতে পারে।

রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় চাহাল: রবিবারই কি চলতি বিশ্বকাপে চাহালের প্ৰথম ম্যাচ হতে চলেছে? সেমিফাইনাল ম্যাচের আগে অশ্বিনকে বিশ্রাম দিলে শিকে ছিঁড়তে পারে চাহালের। যদি চাহাল খেলেন তাহলে নিজেকে এমসিজিতে প্রমাণ করার জন্য বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। কারণ মেলবোর্নের পিচ বরাবর ব্যাটিং সহায়ক। স্পিনারদের জন্য কার্যত কোনও রসদই থাকে না।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া! নাটকীয় জয়ে শেষ চারে পৌঁছল ইংল্যান্ড

দীনেশ কার্তিকের জায়গায় ঋষভ পন্থ: ব্যাটসম্যান এবং কিপার হিসাবে ধারাবাহিকভাবে জঘন্য পারফরম্যান্স করে বসেছেন দীনেশ কার্তিক। এতেই ভারতীয় ক্রিকেট সার্কিটে পন্থকে খেলানোর দাবি জোরালো হয়েছে। দক্ষিণ আফ্রিকা ম্যাচে কার্তিকের ইনজুরিতে ভাবা হয়েছিল বাংলাদেশ ম্যাচে হয়ত সুযোগ পাবেন পন্থ। তবে সকলকে অবাক করে দিয়ে পন্থের জায়গায় বর্ষীয়ান কিপারকে রেখেই দল সাজায় ভারত। তবে বাংলাদেশের বিরুদ্ধেও ব্যাট হাতে ৭ রানের বেশি করতে পারেননি। জিম্বাবোয়ে ম্যাচ তাই পন্থের প্রত্যাবর্তনের পক্ষে আদর্শ।

অর্শদীপ সিং অথবা মহম্মদ শামির জায়গায় হর্শল প্যাটেল: মহম্মদ শামি অথবা আর্শদীপ সিংকে বিশ্রাম দিয়ে জিম্বাবোয়ে ম্যাচে খেলানো হতে পারে হর্শল প্যাটেলকে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী রান তুলতে পারেন। লোয়ার মিডল অর্ডারকে আরও শক্তিশালী করার জন্য হর্শল প্যাটেলকে টিম ম্যানেজমেন্ট খেলানোর পথে হাঁটতে পারে। এমসিজিতে হর্ষলের স্লোয়ার ম্যাচের ফারাক গড়ে দিতে পারে। তাছাড়াও বাউন্সও আদায় করে নিতে পারবেন।

আরও পড়ুন: ভারতকে হারালেই জিম্বাবোয়ানদের বিয়ের লোভ! পাকিস্তানকে সেমিতে তুলতে এবার ‘মাঠে’ পাক অভিনেত্রী

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:
কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ/দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, হর্শল প্যাটেল/মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন/জুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Bengali App.

Web Title: T20 world cup 2022 team india predicted playing xi against zimbabwe yuzvendra chahal harshal patel ravichandran ashwin mohd shami