Advertisment

কোহলি-রোহিতদের কুৎসিত অপমান পাক প্রধানমন্ত্রীর! পাল্টা তোপ দেগে বিস্ফোরণ পাঠানের

পাক প্রধানমন্ত্রীকে পাল্টা সবক শেখালেন ইরফান পাঠান

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সেমিফাইনালে ভারতের হতাশাজনক হারের পর ভারতকে ব্যাপক বিদ্রূপে ভরিয়ে দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারত হারতেই পাক প্রধানমন্ত্রীর টুইট করেছিলেন, “তাহলে এই রবিবার ১৫২/০ বনাম ১৭০/০।” প্রধানমন্ত্রীর মত দেশের সর্বোচ্চ সিংহাসনে বসে কোনও রাষ্ট্রনায়ক কীভাবে কটূক্তি করতে পারেন, তা নিয়ে রীতিমত সরব হয়েছিল ক্রিকেট মহল।

Advertisment

পাকিস্তান এর আগে ওপেনিং জুটিতে ভারতের বিরুদ্ধে বিনা উইকেটে ১৫২ তুলেছিল। গত টি২০ বিশ্বকাপে ভারতের ১৫২ রানের টার্গেট চেজ করতে নেমে পাকিস্তানের হয়ে দুই ওপেনার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান করে যান যথাক্রমে ৬৮ এবং ৭৯।

আরও পড়ুন: পাক সমর্থকদের হাতে তীব্র আক্রান্ত পাঠান! কুরুচির পরিচয় দিয়ে শোয়েবের নিশানাতেও ভারতীয় তারকা

সেই একই কাণ্ডের পুনরাবৃত্তি ঘটেছে এবারের কুড়ি কুড়ি বিশ্বকাপে। সেমিতে ভারতের ১৬৯ রানের টার্গেট ছেলেখেলা করে তুলে দিয়েছেন দুই ইংরেজ ওপেনার জস বাটলার (৪৯ বলে ৮০) এবং আলেক্স হেলস (৪৭ বলে ৮৬)। চার ওভার বাকি থাকতেই ভারতীয় বোলারদের তুলোধোনা করে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দিয়েছেন দুই ইংরেজ ওপেনার।

পাক প্রধানমন্ত্রী সেই লজ্জাজনক কাণ্ডের দিকেই ইঙ্গিত করেছেন নিজের টুইটে। তবে পাক-প্রধানমন্ত্রীর এমন টুইটের পরেই পাল্টা দিলেন ইরফান পাঠান। রীতিমত তোপ দেগে পাঠান পাল্টা লিখে দেন, "এখানেই আপনাদের সঙ্গে আমাদের তফাৎ। আমরা নিজেদের কীর্তিতে খুশি হই। আর আপনারা অন্যের কষ্টে খুশি হন। এই কারণেই নিজের দেশের উন্নতিতে আপনি মনোযোগ দিতে পারছেন না।"

একজন প্রধানমন্ত্রী স্তরের এক ব্যক্তি যেভাবে ভারতের হারে কুৎসিত টুইট করেছেন, তাতে ক্যাপ্টেন বাবর আজমকেও ফাইনালে নামার আগে প্রশ্নের মুখে পড়তে হয় শনিবার। তিনি অবশ্য সেফ খেলেছেন। বলে দেন, "দুঃখিত, আমি কোনও টুইট দেখিনি। তাই আমার এই সম্পর্কে কোনও ধারণাই নেই।"

আরও পড়ুন: পাকিস্তানিদের ব্যবহারে ব্যাপক ক্ষুব্ধ পাঠান! বাবররা ফাইনালে উঠতেই বোমা ফাটালেন তারকা

পাক প্রধানমন্ত্রীর টুইট যে বাবর আজমদেরও অস্বস্তিতে ফেলে দিয়েছে, তা বলাই বাহুল্য।

T20 World Cup ICC Cricket World Cup Cricket World Cup Irfan Pathan pakistan Indian Cricket Team Pakistan Cricket
Advertisment