Advertisment

কোহলিকে চোখের দেখা দেখতে বিশ্বকাপে চিনা সমর্থক! স্পষ্ট হিন্দিতে জানালেন ভালবাসা, ভিডিও দেখুন

কোহলিকে সমর্থন করতে বিশ্বকাপে চিন থেকে হাজির সমর্থক, দেখুন ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

গোটা বিশ্বেই ছড়িয়ে রয়েছে বিরাট কোহলির ফ্যান। বিশ্বের যেখানেই খেলতে গিয়েছেন, সেখানেই এই উন্মাদনা টের পেয়েছেন কিং কোহলি। বিশ্বকাপেও সেই ট্রেন্ড অব্যাহত। কোহলিকে সমর্থন করার জন্য চিন থেকে এবার সমর্থক হাজির এডিলেডে। বাংলাদেশ ম্যাচের আগেই ভাইরাল সেই চিনা সমর্থক।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিনিধির সঙ্গে চুটিয়ে কথা বললেন ঝরঝরে হিন্দিতে। চিনা হলেও তিনি এডিলেড বিশ্ববিদ্যালয়ে ভাষা বিভাগের ছাত্র। সেই সূত্রে আপাতত থাকেন অস্ট্রেলিয়াতে। ভারতীয় সংস্কৃতির প্রতি ভাললাগা থেকেই ব্যক্তিগত উদ্যোগে শিখেছেন হিন্দি।

আরও পড়ুন: ব্যাটে রানের বন্যা, তবু বারবার বাদ জাতীয় দলে! মেজাজ হারিয়ে ক্ষোভে ভাসলেন পৃথ্বী শ

ইন্ডিয়ান একপ্রেসের সঙ্গে অল্প আলাপে ভিডিওর সামনে হিন্দিতে বলে গেলেন, "আমি ভারতীয় ক্রিকেট দলের বড় সমর্থক। ভারতীয় সংস্কৃতি ভীষণ ভালোবাসি।"

রানের খরা কাটিয়ে চলতি বিশ্বকাপে কোহলিকে পুরোনো অবতারে দেখা যাচ্ছে। ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকও এই মুহূর্তে তিনি। তিন ম্যাচেই কিং কোহলির নামের পাশে দুটো ফিফটি। টি২০ ওয়ার্ল্ড কাপের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০০০ রানের গন্ডিও পেরিয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকা ম্যাচে। গত বছর বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন। তার সামনে সুযোগ রয়েছে মাহেলা জয়বর্ধনেকে (১১১৬ রান) পেরিয়ে টি২০ ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে যাওয়ার।

আরও পড়ুন: অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন রায়না, টি২০ বিশ্বকাপের মধ্যেই বিরাট ঘোষণায় সুপারস্টার

যাইহোক, ভারত বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাটিং করছে। ভারতীয় দলের একাদশে একটাই পরিবর্তন হয়েছে। দীপক হুডার জায়গায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে অক্ষর প্যাটেলকে। আগের ম্যাচে চোটের শিকার হওয়ার পর ভাবা হয়েছিল দীনেশ কার্তিককে বিশ্রাম দিয়ে পন্থকে খেলানো হবে। তবে পন্থ নন, বাংলাদেশের বিরুদ্ধে দল ঘোষণার পর দেখা গিয়েছে, কার্তিককেই খেলানো হচ্ছে প্ৰথম এগারোয়।

ভারতের প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, আর্শদীপ সিং

Virat Kohli Cricket World Cup china ICC Cricket World Cup Indian Cricket Team T20 World Cup
Advertisment