Advertisment

টি২০ বিশ্বকাপে একনম্বরের সিংহাসনে কোহলিই! ভেঙেচুরে একাকার করলেন কিংবদন্তির রেকর্ড

শ্রেষ্ঠত্বের সিংহাসনে আরও একবার বিরাট কোহলি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মাহেলা জয়বর্ধনেকে পেরিয়ে টি২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে গেলেন বিরাট কোহলি। গ্রুপ-২'এ বাংলাদেশের বিরুদ্ধে কোহলি ব্যক্তিগত ১৬ রানে পৌঁছতেই মাহেলা জয়বর্ধনেকে পেরিয়ে শীর্ষস্থানের সিংহাসন দখল করে নেন।

Advertisment

৩১টি টি২০ বিশ্বকাপ ম্যাচে এর আগে মাহেলা জয়বর্ধনে ১০১৬ রান করেছিলেন। ২৩ তম বিশ্বকাপ ইনিংসেই সেই রান পেরিয়ে গেলেন কিং কোহলি।

আরও পড়ুন: কোহলিকে চোখের দেখা দেখতে বিশ্বকাপে চিনা সমর্থক! স্পষ্ট হিন্দিতে জানালেন ভালবাসা, ভিডিও দেখুন

২০১৪ সালের বিশ্বকাপে কোহলির ৩১৯ রান ভারতকে ফাইনাল পর্যন্ত পৌঁছে দিয়েছিল। যদিও ফাইনালে সেবার শ্রীলঙ্কা বাজিমাত করে। ২০১৬ টি২০ বিশ্বকাপের সংস্করণে ভারত সেমিফাইনালের বেশি উঠতে পারেনি। সেবারও কোহলি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন।

চলতি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জার্সিতে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে সেরার সেরা ৫২ বলে ৮৩ রানের ইনিংস খেলার পর নেদারল্যান্ডস ম্যাচেও হাফসেঞ্চুরি (৬২) করেন তারকা। যদিও দক্ষিণ আফ্রিকা ম্যাচে ১২-র বেশি করতে পারেননি।

আরও পড়ুন: অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন রায়না, টি২০ বিশ্বকাপের মধ্যেই বিরাট ঘোষণায় সুপারস্টার

বুধবার বাংলাদেশ ম্যাচেও কোহলি ৪৪ বলে ৬৪ রানের ঝকঝকে অপরাজিত ইনিংস উপহার দিয়ে যান। এদিন ফের মারকাটারি ইনিংস খেলার পথে কোহলি আটটা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি হাঁকিয়ে যান। কোহলির সঙ্গেই হাফসেঞ্চুরি হাঁকান কেএল রাহুল। প্ৰথম তিন ম্যাচে ব্যর্থ হওয়ার পরে দলে রাহুলের জায়গা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। শেষমেশ বাংলাদেশ ম্যাচের আগে কোহলিকে টিপস দিতে দেখা যায় সতীর্থকে। কোহলির টিপসেই শেষ পর্যন্ত বাজিমাত। রানের দেখা পেলেন রাহুল। সূর্যকুমার যাদব ১৬ বলে ৩০ রানের ঝড় তুলে আউট হয়ে যান। বাংলাদেশের সামনে ভারত ১৮৫ রানের টার্গেট রেখেছে। সবমিলিয়ে গ্রুপ পর্বে চারটে ম্যাচ খেলে তিনটিতেই কোহলি অর্ধ শতরান করে গেলেন।

ভারত বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাটিং করেছিল। ভারতীয় দলের একাদশে একটাই পরিবর্তন হয়েছে। দীপক হুডার জায়গায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে অক্ষর প্যাটেলকে। আগের ম্যাচে চোটের শিকার হওয়ার পর ভাবা হয়েছিল দীনেশ কার্তিককে বিশ্রাম দিয়ে পন্থকে খেলানো হবে। তবে পন্থ নন, বাংলাদেশের বিরুদ্ধে দল ঘোষণার পর দেখা গিয়েছে, কার্তিককেই খেলানো হচ্ছে প্ৰথম এগারোয়।

ভারতের প্ৰথম একাদশ:

রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, আর্শদীপ সিং

T20 World Cup Virat Kohli ICC Cricket World Cup Cricket World Cup
Advertisment