Advertisment

Saurabh Netravalkar: ১১ সাংবাদিকের সরাসরি 'অবজ্ঞা' অর্শদীপকে, ছুটলেন হিরো নেত্রভালকারের দিকে

USA star Saurabh Netravalkar: মার্কিন ক্রিকেটে সৌরভ ইতিমধ্যেই তারকার মর্যাদা পেতে শুরু করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Saurabh Netravalkar, Arshdeep Singh, সৌরভ নেত্রভালকার, অর্শদীপ সিং,

Saurabh Netravalkar-Arshdeep Singh: বামদিকে সৌরভ নেত্রভালকার, ডানদিকে অর্শদীপ সিং। (ছবি- টুইটার)

Saurabh Netravalkar and Arshdeep Singh: মার্কিন ক্রিকেটের নায়ক সৌরভ নেত্রভালকারের সাক্ষাৎকারের জন্য ভারতের জয়ের অন্যতম কারিগর অর্শদীপ সিংয়ের ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্স পর্যন্ত এড়িয়ে গেলেন ১১ জন সাংবাদিক। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের ৭ উইকেটের জয়ে ৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন অর্শদীপ। কিন্তু, তাঁর ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠক ছেড়ে ওই সাংবাদিকরা ছোটেন সৌরভ নেত্রভালকারের সাক্ষাৎকারের জন্য। কারণ, মার্কিন ক্রিকেটে সৌরভ ইতিমধ্যেই তারকার মর্যাদা পেতে শুরু করেছেন।

Advertisment

আর, পাবেন না-ই বা কেন? পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১৮ রানে ২ উইকেট পেয়েছিলেন। ওই ম্যাচেই সুপার ওভারে দুর্দান্ত বোলিং করেছিলেন। আর, পরের ম্যাচেই বিরাট কোহলিকে ০ রানে ফিরিয়ে দিয়েছেন। রোহিত শর্মাকে আউট করেছেন। একসময় ভারতে ঘরোয়া ক্রিকেট খেলা সৌরভ বুঝিয়ে দিয়েছেন, তিনি এখন বিশ্বের যে কোনও সেরা ব্যাটারকে আউট করতে পারেন। ক্রিকেট দুনিয়ায় কয়েক বছর আগে ক্রিজখড়ি হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যা বিরাট সাফল্য।

বহুমুখী প্রতিভার সৌরভ কিন্তু, শুধু পেশাদার ক্রিকেটারই নন। তিনি বিশ্বখ্যাত ওরাকল সংস্থার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভালো ইউকেলে বাজান। অসাধারণ গান করেন। এমন একজনের সাক্ষাৎকার তো যে কোনও সাংবাদিকই পেতে চাইবেন। আর, সৌরভের ক্রেজ ঠিক কোন জায়গায় পৌঁছেছে, তাঁর জন্য ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠক বিসর্জন দিয়ে, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ওই ১১ সাংবাদিক। একজন ব্যাপারটা করলে না হয়, ভুল বলে ধরে নেওয়া যেত। কিন্ত, সেই কাজটাই যখন পোড়খাওয়া ১১ সাংবাদিক করেছেন, তখন নেত্রভালকারের জনপ্রিয়তা যে এই টি-২০ বিশ্বকাপ তুঙ্গে তুলে দিয়েছে, তা বলাই যায়।

এমনিতে, নিয়মিত প্রাক-ম্যাচ এবং ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠক ছাড়াও, আইসিসি মাঝে মাঝে মিক্সড-মিডিয়া জোনে খেলোয়াড়দের প্রবেশের অনুমতি দেয়। বুধবার নেত্রভালকার সেভাবেই অনুমতি পেয়েছিলেন। আর, তখনই তাঁর সাক্ষাৎকার নেওয়ার সুযোগ সাংবাদিকরা হাতছাড়া করতে চাননি। শুধু এই কাণ্ডই নয়। আমেরিকায় ক্রিকেটের জনপ্রিয়তা যে ক্রমেই বাড়ছে, তার আরেকটি প্রমাণও মিলেছে বুধবার। ইউএসএর প্রধান কোচ স্টুয়ার্ট ল ১১ মিনিট ধরে ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠক করেছেন। আর, সেখানে ম্যাচ জেতানো অর্শদীপের প্রেস মিটের সময়কাল ছিল মাত্র চার মিনিট। যার অর্থ, মার্কিন কোচকে সাংবাদিকদের অনেক বেশি প্রশ্নের জবাব দিতে হয়েছে।

বুধবারের ম্যাচে ভারতের কাছে হারলেও এবারের টি-২০ বিশ্বকাপে আমেরিকার সুপার ৮-এ ওঠার রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়নি। গ্রুপ এ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারালেই তারা দ্বিতীয় দল হিসেবে সুপার ৮-এ উঠে যাবে। কারণ, এর আগে দুটো ম্যাচ আমেরিকা জিতেছে। শুধু তাই নয়, ইউএসএ বনাম আয়ারল্যান্ড ম্যাচ ড্র হলেও আমেরিকা সুপার ৮-এ উঠে যাবে।

আরও পড়ুন- ভেঙে ফেলা হচ্ছে ভারত-পাক ম্যাচের সেই স্টেডিয়াম! বিশ্বকাপ চলার সময়েই চালু ধ্বংসলীলা

ওই ম্যাচ ফ্লোরিডায় হওয়ার কথা। ফ্লোরিডায় গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। আগামী সপ্তাহেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির জন্য যদি ম্যাচটি বাতিল বা পরিত্যক্ত হয়, তবে আয়ারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমান ভাগে পয়েন্ট পাবে। আর, তাতেই আমেরিকার সুপার ৮-এ ওঠা নিশ্চিত হয়ে যাবে। কারণ, কানাডার বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলেও পাকিস্তানের পয়েন্ট থাকবে চার। সেখানে আমেরিকার পয়েন্ট থাকবে বেশি। আর, তাতেই আমেরিকার সুপার ৮-এ ওঠা নিশ্চিত হয়ে যাবে।

cricket T20 World Cup Press Meet ICC Cricket World Cup Cricket World Cup USA Indian Cricket Team
Advertisment