Rohit Sharma hilarious stamp mic chat with Kuldeep Yadav: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে মাঠে টাইগার বাহিনীকে রীতিমতো কটাক্ষ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অ্যান্টিগায় টি-২০ বিশ্বকাপের সুপার ৮-এর ম্যাচে ভারতের ১৯৭ রান তাড়া করে লজ্জাজনক হারের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ৫০ রানে হেরেছে। তারই মধ্যে ম্যাচ চলাকালীন স্ট্যাম্প মাইকে রোহিত শর্মার কটাক্ষ ধরা পড়েছে।
টি-২০ বিশ্বকাপের সুপার ৮-এ টানা দুটি ম্যাচে এই জয়ের ফলে ভারত সেমিফাইনালে পৌঁছে গেল। ম্যাচে বাংলাদেশের ১৪তম ওভারে কুলদীপ যাদবকে সাকিব আল হাসান ছক্কা মারার পর আউট হন। তারপরই রোহিতের এই কটাক্ষ শুনতে পাওয়া যায়। সেই সময় বাঁহাতি লেগস্পিনার কুলদীপের গুগলিতে পর্যুদস্ত হন ক্রিজে আসা মাহমুদউল্লাহ।
এরপরই কুলদীপ রোহিতকে ফিল্ড প্লেসমেন্টে ইঙ্গিত দেন। জবাবে, অধিনায়ক রোহিত উইকেটরক্ষক ঋষভ পন্থের কাছে গিয়ে কুলদীপের উদ্দেশ্যে বলেন: 'কেয়া হ্যায়, খেলনে দে না ইয়ার, অভি অভি আয়া হ্যায় আদা মারানে দে না, এক আউট হুয়া হ্যায় আদা মারানে দে। (এটা কী! খেলতে দে না, এখনই এল, আড়া দে, একটা আউট হয়েছে, একটু আড়া মারুক)।'
চলতি টি-২০ বিশ্বকাপে এই নিয়ে কুলদীপ দ্বিতীয়বার খেলছেন। বাংলাদেশের বিরুদ্ধে জয়ে এই লেগস্পিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯ রানে তিন উইকেট নিয়েছেন। পরপর দুটো ম্যাচে জয়ের জেরে ভারত বর্তমানে টি-২০ বিশ্বকাপের সুপার ৮-এর গ্রুপ ১-এ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ম্যাচে কুলদীপের পাশাপাশি, হার্দিক পান্ডিয়া রীতিমতো নজর কেড়েছেন। ভারতের সহ-অধিনায়কের অলরাউন্ড পারফরম্যান্সকে রীতিমতো তারিফ করেছেন বিসিসিআই সচিব জয় শাহও।
দুর্দান্ত ব্যাটিং করে হার্দিক ২৭ বলে অপরাজিত ৫০ করেন। যার মধ্যে আছে চারটি বাউন্ডারি এবং তিনটি ছক্কা। সঙ্গে, বোলিংয়েও হার্দিক দাগ কেটেছেন। তিন ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। আর, এর ফলেই ভারত পাঁচ উইকেটে টি-২০ র জন্য বেশ বড়, ১৯৬ রান তুলতে পেরেছে। যাতে রীতিমতো চাপে পড়ে যায় বাংলাদেশ।
আরও পড়ুন- ভারতকে আমার-ই ‘ফিনিশ’ করে আসা উচিত ছিল! হেরে হতাশায় ভেঙে পড়ছেন ক্যাপ্টেন শান্ত
হার্দিককে এবারের টি-২০ বিশ্বকাপে সহ-অধিনায়ক করা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। স্বয়ং অধিনায়ক রোহিত শর্মাও নাকি তাঁকে দলে চাননি। কেবল নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার ও কোচ রাহুল দ্রাবিড় নাকি হার্দিকের দল বাছাইয়ের সময় বলেছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত হার্দিককে দলে নিয়ে যে ভারত লাভবানই হয়েছে, এবারের টি-২০ বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সই সেটা বলে দিচ্ছে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।