Adam Gilchrist on Nepal and Netherlands: বাংলাদেশ, শ্রীলঙ্কার মত দলকে এবার টি২০ বিশ্বকাপে ভুগতে হতে পারে। নেপাল, নেদারল্যান্ডস অঘটন ঘটিয়ে দিতে পারে। এমনই ভবিষ্যৎবাণী করলেন স্বয়ং এডাম গিলক্রিস্ট।
গ্রুপ-ডিতে বাংলাদেশ, শ্রীলঙ্কার সঙ্গেই রয়েছে নেপাল, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা। অজি কিংবদন্তির ধারণা, রোহিত প্রুডেলের নেতৃত্বাধীন নেপাল এবার বিশ্বকাপে মত বড় মঞ্চে যথেষ্ট লড়াকু দল। নেদারল্যান্ডস আবার আইসিসি ইভেন্টে বড় দলের বিরুদ্ধে খেলার সুযোগ হাতছাড়া করতে চায় না। নিজেদের চেনাতে উজাড় করে দেয় ডাচ শিবির। তাই ওঁরা এত বিপজ্জনক। বলছেন গিলক্রিস্ট।
সেন-রেডিও'য় কিংবদন্তি উইকেটকিপার বলেছেন, "যথেষ্ট গোলাবারুদ ছুঁড়তে পারে নেপাল। সেই সক্ষমতা ওঁদের রয়েছে। ওঁদের স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ তারকা রয়েছে, যাঁরা গত কয়েক বছর ধরেই বড় বড় লিগে খেলে।"
আরও পড়ুন: IPL-এ শোচনীয় ফলাফল! টিম ইন্ডিয়ার ‘বুড়ো’ সুপারস্টারকে ফেরাতে বিরাট বড় পদক্ষেপ CSK-র
"ডাচ দল বরাবর কঠিন ঠাঁই। সবসময় ওঁরা বড় বড় প্রতিপক্ষকে লড়াই দেয়। এবারেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই গ্রুপে।রয়েছে ওঁরা। গত বার অস্ট্রেলিয়ার এডিলেডে টি২০ বিশ্বকাপে নেদারল্যান্ডস হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। তাই এবারও নেদারল্যান্ডস বিপজ্জনক।"
নেপাল অবশ্য বিশ্বকাপের আগেই ধাক্কা খেয়েছে ধর্ষণ মামলায় জেল খেটে আসা দলের তারকা সন্দীপ লামিছানের ভিসা নাকচ হয়ে যাওয়ায়। মার্কিন যুক্তরাষ্ট্র নেপাল তারকাকে ভিসা দেয়নি।
কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র টি২০ সিরিজে পর্যুদস্ত করেছিল বাংলাদেশকে। সেই দৃষ্টান্ত তুলে ধরে গিলক্রিস্টের বিশ্লেষণ, অনামি দলগুলো বরাবর বড় দলগুলোকে হারানোর জন্য মুখিয়ে থাকে। "সকল দলই আর্থিক সুবিধা পেতে উন্মুখ থাকে। এই টি২০ ফরম্যাটে এই দলগুলোর কাছে সুযোগ আসে বড় দলগুলোকে হারিয়ে দেওয়ার। এবং সেই সঙ্গে নিজেদের দেশের ক্রিকেটীয় কর্মকান্ড আরও সম্প্রসারিত করার। গত কয়েক সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সিরিজই যেমন। ইউএসএ তো বাংলাদেশকে বেশ কয়েকবার হারাল। পুরোটাই আসলে সুযোগ পাওয়ার মঞ্চ। আশা করি ক্রিকেটের মূল স্রোতে আরও বহু দেশ যুক্ত হবে।"