Advertisment

Afghanistan Cricket: বিশ্বকাপে খেলতে গিয়ে পাওয়া যাচ্ছে না গোরুর মাংস! ক্যারিবিয়ানে তীব্র সমস্যায় আফগানিস্তান টিম

Afghanistan in t20 World Cup 2024: ভারতে ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে গিয়ে আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলেন আফগানরা। ডায়েট নিয়েও কোনও সমস্যায় পড়তে হয়নি। ক্যারিবিয়ান মুলুকে এসে এই সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে হল তাঁদের।

author-image
IE Bangla Sports Desk
New Update
Afghanistan Cricket Team, Afghanistan in world Cup

Afghanistan Cricket Team: বিশ্বের যে কোনও দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সামর্থ্য রাখে আফগানিস্তান ক্রিকেট দল (টুইটার)

Afghanistan Cricket Team and Halal Beef: বড় সমস্যায় পড়ল আফগানিস্তান ক্রিকেট টিম। রবিবারই সেমিতে ওঠার জন্য 'ডু অর ডাই' ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে আফগানিস্তান। তার আগেই খাবারের মেনু নিয়ে সমস্যায় পড়ল আফগানিস্তান ক্রিকেট। ব্রিজটাউনের যে হোটেলে আফগান দল রয়েছে সেই হোটেলে হালাল গো-মাংস নেই। বাধ্য হয়ে নিজেরাই শেফ হয়ে গেলেন রশিদ খানরা।

Advertisment

ভারতে ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে গিয়ে আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলেন আফগানরা। ডায়েট নিয়েও কোনও সমস্যায় পড়তে হয়নি। ক্যারিবিয়ান মুলুকে এসে এই সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে হল তাঁদের।

আরও পড়ুন: বাংলাদেশকে হারাতে আফগানিস্তানকে বড় সাহায্য ভারতের! দুই দেশের বন্ধুত্ব আরও জমে ক্ষীর

ক্যারিবিয়ান মুলুকে যে হালাল মাংস পাওয়া যায় না, এমনটা নয়। তবে সমস্ত হোটেলেই যে এই মাংস রাখা হবে, সেই বিষয়ে নিশ্চয়তা নেই। আফগানিস্তান ক্রিকেট দলের এক সদস্য সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "আমাদের হোটেলে হালাল মাংস নেই। কখনও কখনও আমরা নিজেরাই রান্না করি। কখনও আবার বাইরে খেতে যেতে হয়। ভারতে সবকিছুই একদম ঠিকঠাক ছিল। তবে এখানে হালাল গোমাংসের অপর্যাপ্ততা রয়েছে।

ভারতের কাছে আফগানিস্তান সুপার-৮'এ প্ৰথম ম্যাচে হেরে গেলেও গ্রুপের বাকি দুই ম্যাচে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিতে পৌঁছনোর সুযোগ রয়েছে রশিদ খানদের সামনে। তবে টুর্নামেন্টের সূচি নিয়ে খুশি নন আফগানরা।

সংবাদমাধ্যমে আফগান দলের এক সদস্য বলে দিয়েছেন, "ফ্লাইটের টাইম এবং অনুশীলনের সূচি নিয়ে বারবার সংশয়ের পরিবেশ তৈরি হচ্ছে। কোনও বদল হলে একদম শেষ মুহূর্তে আমাদের জানানো হচ্ছে। ক্যারিবিয়ান মুলুকে এত বড় একটা ক্রিকেট যজ্ঞের আয়োজনের জন্য আইসিসি সর্বাত্মক চেষ্টা করছে, এই বিষয়ে অবশ্য আমাদের কোনও সন্দেহ নেই।"

T20 World Cup Afghanistan ICC Cricket World Cup Afghanistan Cricket Team Cricket World Cup
Advertisment