Advertisment

Anand Mahindra-Pakistan: পাকিস্তানের হারে 'হাততালি' মাহিন্দ্রার! বাবরদের খাটো করে বিস্ফোরক পোস্ট ভারতীয় শিল্পপতির

usa defeats Pakistan: পাকিস্তানের হারে বেজায় খুশি মাহিন্দ্রা, করলেন বড়সড় মন্তব্য

author-image
IE Bangla Sports Desk
New Update
T20 WORLD CUP, ANAND MAHINDRA, টি২০ বিশ্বকাপ, আনন্দ মাহিন্দ্রা

T20 WORLD CUP-ANAND MAHINDRA: বামদিকে আমেরিকা-পাকিস্তান ম্যাচের একটি মুহূর্তের ছবি। ডানদিকে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। (ছবি- টুইটার)

Anand Mahindra social media post after Pakistan defeat: পাকিস্তান বৃহস্পতিবার টি-২০ বিশ্বকাপে আমেরিকার কাছে হারের পর ভাইরাল হল শিল্পপতি আনন্দ মহিন্দ্রার পোস্ট। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রর ডালাসে চলতি টি-২০ বিশ্বকাপে গ্রুপ এ পর্বের ম্যাচে পাকিস্তানকে অকল্পনীয়ভাবে হারিয়ে ইতিহাস তৈরি করেছে আমেরিকা। ম্যাচটি এতই উত্তেজনার পর্যায়ে চলে গিয়েছিল যে বিশ্বজুড়ে দর্শকরা এর তারিফ করেছেন।

Advertisment

ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৬০ রান তুলেছিল। কিন্তু, ম্যাচটি সুপার ওভারে পৌঁছয়। আর, সেখানেই ইউএসএ বাবর আজম এবং তাঁর সতীর্থদের অবাক করে দিয়ে ম্যাচটা জিতে নেয়। জায়ান্ট কিলার ইউএসএর এই জয়ের পরই গোটা বিশ্ব আমেরিকাকে অভিনন্দন জানাতে শুরু করেছে। প্রখ্যাত শিল্পপতি মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান, আনন্দ মাহিন্দ্রাও আমেরিকার খেলোয়াড় মোনাঙ্ক প্যাটেল ও তাঁর সতীর্থদের পঞ্চমুখে প্রশংসা করেছেন। মাহিন্দ্রা টুইট করেছেন, 'পাকিস্তান তাদের ট্র্যাফিক লাইটকে সবুজ রেখেছিল। আর, সেখান দিয়েই প্যাটেল ও তাঁর সতীর্থরা লাল, সাদা এবং নীল জিপ নিয়ে বেরিয়ে গিয়েছেন। আমি একটু বিনোদন চাইছিলাম। কিন্তু, যা পেলাম, সেটা ইতিহাসের অংশ।'

মহম্মদ আমিরের বোল্ড সুপার ওভারে, মার্কিন যুক্তরাষ্ট্র ১৮ রান করে। যার মধ্যে আটটি রানই ছিল অতিরিক্ত। উলটোদিকে সৌরভ নেত্রাভালকর শান্তভাবে দুর্দান্ত বোলিং করেন। আর, মাত্র ১৩ রান দিয়ে জয় ছিনিয়ে নেন। জয়ের পরে ইউএসএর মোনাঙ্ক প্রতিক্রিয়ায় বলেছেন, 'এটা একটা বিরাট সাফল্য। পাকিস্তানকে হারানো এবং সেটাও তাদের প্রথম ম্যাচেই। যা সম্ভব হয়েছে সম্পূর্ণ দলীয় চেষ্টার পর। আমরা টস জিতেছি। এখানকার পরিবেশকে ভালোভাবে কাজে লাগিয়েছি। ১৬০ রান ধাওয়া করে আমরা ম্যাচ জিতেছি। আমি দলের সাফল্যে খুশি।'

মোনাঙ্ক বলেন, 'আমরা ঠিকঠাক খেলার জন্য পরিকল্পনা করেই মাঠে নেমেছিলাম। সেই পরিকল্পনা ছিল সঠিক শট খেলা। আমরা শেষ পর্যন্ত দুই পয়েন্ট পেয়েছি, এতে খুশি। একজন ব্যাটসম্যান এবং খেলোয়াড় হিসেবে নিজেকে বড় ম্যাচে সফল দেখে প্রত্যেকেই খুশি হয়। আমিও খুশি। তবে, সবচেয়ে বড় আনন্দের ব্যাপার যে আমরা শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছি।'

আরও পড়ুন- কোটি নয়, লক্ষ টাকা বেতনেই বাজিমাত! ইউএসএ ক্রিকেটারদের কত টাকা ইনকাম, জানলে চমকে যাবেন

মার্কিন যুক্তরাষ্ট্র এবারের টি-২০ বিশ্বকাপে তাদের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে সাত উইকেটে জিতেছে। টানা দুটো ম্যাচ জিতে ইউএসএ এখন গ্রুপ এ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। নিউ ইয়র্কে ১২ জুন তারা গ্রুপপর্বের পরবর্তী ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবে।

Cricket World Cup USA ICC Cricket World Cup Pakistan Cricket Anand Mahindra T20 World Cup Pakistan Cricket Team
Advertisment