Advertisment

Pakistan Cricket Team: পাকিস্তানে অপেক্ষায় মারমুখী জনতা, হাঙ্গামা এড়াতে বিরাট প্ল্যানিং বাবরদের, করলেন এই কাণ্ড

Pakistan captain Babar Azam: পাকিস্তান এবারের বিশ্বকাপে অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্স করেছে। তার জেরে গ্রুপ পর্ব থেকে পাকিস্তানকে বিদায় নিতে হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Babar Azam, Pakistan, বাবর আজম, পাকিস্তান

Babar Azam-Pakistan: বাবর আজমের সঙ্গে আরও পাঁচ খেলোয়াড় যাচ্ছেন ছুটি কাটাতে। (ছবি- টুইটার)

Babar Azam holidays in UK: এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের চূড়ান্ত ব্যর্থতার পর ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন প্রতিবেশী দেশের বেশ কয়েকজন ক্রিকেটার। অবশ্য খেলতে নয়, তাঁরা ইংল্যান্ডে ছুটি কাটাতে যাচ্ছেন। এই তালিকায় আছেন খোদ পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম।

Advertisment

এছাড়াও আছেন আজম খান। যে আজম খানকে রাত দেড়টার সময় নিউইয়র্কের ফুড কোর্টে গিয়ে খেতে দেখা গিয়েছিল। যা দেখে অনেকেই নিন্দায় সরব হয়েছিলেন। তাঁরা অভিযোগ করেছিলেন যে, আজম খান টি-২০ বিশ্বকাপে সম্ভবত ছুটি কাটাতে এসেছেন। এবার বিশ্বকাপ ব্যর্থতার পর আজম খান ইংল্যান্ডে ঘুরতে যাওয়ায় সেই অভিযোগে কার্যত সিলমোহর পড়ল। সূত্রের খবর, বাবর আজম ও আজম খানের পাশাপাশি, আরও চার পাকিস্তানি খেলোয়াড় ইংল্যান্ডে বেড়াতে গিয়েছেন।

আগামী ১৯ জুন পাকিস্তান দল আমেরিকা থেকে পাকিস্তানে ফিরবে। ওই দিনই শুরু হচ্ছে এবারের টি-২০ বিশ্বকাপের সুপার ৮ পর্ব। আর, সেদিনই আজম খান, বাবর আজমরা দলের সঙ্গে দুবাই হয়ে পাকিস্তানে না ফিরে ব্রিটেনে উড়ে যাবেন। সূত্রের খবর, পাকিস্তানের ক্রিকেট বোর্ডও ব্যাপারটা জানে। আর, বাবর আজম-সহ ওই পাঁচ ক্রিকেটারকে পাকিস্তানকে পরিবার-সহ ছুটি কাটাতে যাওয়ার অনুমতি দিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডগামী ফ্লাইটে পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজমের সঙ্গে থাকবেন আজম খান, হারিস রউফ, শাদাব খান, মহম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। সূত্রের খবর, ২০২৪ টি-২০ বিশ্বকাপের বিপর্যয়ের পর নতুন করে ঝাঁপানোর আগে একটু তরতাজা হতেই ছয় ক্রিকেটার ইংল্যান্ড যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান এবারের বিশ্বকাপে অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্স করেছে। তার জেরে গ্রুপ পর্ব থেকে পাকিস্তানকে বিদায় নিতে হয়েছে।

আরও পড়ুন-  গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন অস্ট্রেলিয়া B2! সুপার ৮-এ নামার আগেই আইসিসিকে ঝাঁঝরা করলেন স্টার্ক

এবার গ্রুপ পর্বে পাকিস্তানের সঙ্গে ছিল ভারত, আমেরিকা, কানাডা, আয়ারল্যান্ড। তার মধ্যে পাকিস্তান আমেরিকা এবং ভারতের কাছে হেরেই নিজের সর্বনাশ ডেকে আনে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা উদ্বোধনী ম্যাচ খেলেছে। আর, ভারতের কাছে হেরেছে ছয় রানে। সূত্রের খবর, ইংল্যান্ডে ছুটি কাটানোর ফাঁকে সেখানকার স্থানীয় ক্রিকেট লিগেও খেলে নেওয়ার চেষ্টা করবেন পাকিস্তানের ক্রিকেটাররা। এই মুহূর্তে পাকিস্তান দলের হাতে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই। দুই টেস্ট-এর সিরিজ আছে বাংলাদেশের বিরুদ্ধে। তারও এখনও দুই মাস বাকি। আর, এই সুযোগটাই কাজে লাগাতে চাইছেন বাবর আজম-সহ ওই ছয় পাকিস্তানি ক্রিকেটার।

T20 World Cup Babar Azam ICC Cricket World Cup Cricket World Cup Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment