/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/imrul-sehwag.jpg)
Imrul Kayes on Sehwag: শেওয়াগকে আক্রমণ ইমরুলের (টুইটার)
Imrul Kayes on Virender Sehwag vs Shakib Al Hasan: সাকিব আল হাসানকে বেশ বড়সড় আক্রমণ শানিয়ে ঝড় তুলে দিয়েছিলেন বীরেন্দ্র শেওয়াগ। বলে দিয়েছিলেন, অবসরের সময় পেরিয়ে গিয়েছে বাংলাদেশি তারকার। বীরুকে যোগ্য জবাব দেওয়ার জন্যই বোধহয় সাকিব বেছে নিয়েছিলেন নেদারল্যান্ডস ম্যাচ। দলকে ২৫ রানে ম্যাচ জিতিয়ে সাকিব এবার পাল্টা দিলেন।
নিজের সামর্থ্য অনুযায়ী মোটেও খেলতে পারছিলেন না টাইগার সুপারস্টার। শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটাও উইকেট দখল করতে পারেননি। ব্যাট হাতে দুই ম্যাচে রান ছিল যথাক্রমে ৮ এবং ৩। নেদারল্যান্ডস ম্যাচে অবশ্য স্বমহিমায় সাকিব। ৪৬ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেললেন। দলকে ১৫৯ স্কোরে পৌঁছে দিতে সাহায্য করেছিলেন।
সাকিব বিশ্বকাপের স্কোয়াডে থাকায় বাংলাদেশের স্কোয়াড মজবুত হবে বলে ভাবা হয়েছিল। তবে নিজের সেরা ছন্দে ছিলেন না তারকা। বারবার ব্যর্থ হওয়ার পর মুখ খুলেছিলেন শেওয়াগ। সাকিব আল হাসানকে নিয়ে বিস্ফোরকভাবে বলে দেন সাকিবকে তুলোধোনা করে। সংবাদমাধ্যমকে সেওয়াগ বলে দিয়েছিলেন, "গত বিশ্বকাপের সময়ই, আমি ভেবেছিলাম ওকে (সাকিব) টি-২০ ফরম্যাটে সময় ফুরিয়ে এসেছে। অবসরের সময় তো অনেক আগেই পেরিয়ে গেছে। পরিসংখ্যান ও তেমন আহামরি নয়। তারপরও ও অবসর নিচ্ছে না, খেলেই যাচ্ছে। ও একজন সিনিয়র খেলোয়াড়। ও এই দলের অধিনায়ক ছিল। ওর (সাকিব) তো লজ্জিত হওয়া উচিত। সাকিবের সাম্প্রতিক পারফরম্যান্সের হিসেবগুলো সামনে তুলে ধরা উচিত। ওর তো নিজের থেকেই বলা উচিত, অনেক হয়েছে। এবার আমি টি-২০ ফরম্যাট থেকে অবসর নেব।"
আরও পড়ুন: শেওয়াগ, সে আবার কে? ভারতীয় কিংবদন্তিকে জ্বালাময়ী তাচ্ছিল্য সাকিবের! তুঙ্গে ভারত-বাংলাদেশ সংঘাত
একইসঙ্গে সেওয়াগের আরও সংযোজন ছিল, "সাকিব তো আর অ্যাডাম গিলক্রিস্ট বা ম্যাথু হেডেন নয় যে, যখন তখন পুল শট মারতে পারবে। ও যেমনভাবে খেলে, সেই নিজের খেলাটাই খেলা উচিত। ওর এখন যেটা সবার আগে দরকার, ক্রিজে বেশ কিছুটা সময় কাটানো।"
শেওয়াগের এই গনগনে প্রতিক্রিয়ায় এবার পাল্টা দিলেন এবার সাকিবের প্রাক্তন সতীর্থ ইমরুল কায়েস। ক্রিকফ্রেনজি-কে ইমরুল বেশ রাগতভাবে বলে দিয়েছেন, শচীন-দ্রাবিড় কখনও অন্য কোনও ক্রিকেটারদের সম্পর্কে হেয় করে কথা বলেন না। "জানি না ওঁর (শেওয়াগ) মত কিংবদন্তি যখন এরকম কথা বলেন, কী ভাবনাচিন্তা করেন। দ্রাবিড়-শচীন কখনও এরকম কথা বলেন না। কারণ ওঁরা ক্রিকেটারদের সম্মান দিতে পারেন। নিজের কেরিয়ারে সেরকম সম্মান পায়নি শেওয়াগ। সেই জন্যই কীভাবে বাকিদের সম্মান জানাতে হয়, সেটা উনি জানেন না।"
Bangladeshi Cricketer Imrul Kayes 🗣️ “Virender Sehwag didn't get that respect in his career, he doesn't know how to give that respect to other players” pic.twitter.com/JZW8HJI0RD
— Vipin Tiwari (@Vipintiwari952_) June 14, 2024
ইমরুল আরও আক্রমণ শানিয়ে শেওয়াগকে বলেছেন, "বিভিন্ন দেশের ক্রিকেটারদের অন্য দেশের ক্রিকেটারদের মূল্যায়নের মান ভিন্ন হয়। শেওয়াগ নিজের গোটা কেরিয়ার জুড়েই এরকম মন্তব্য করে এসেছেন। আমাদের দেশ নিয়ে এর আগেও উনি এরকম মন্তব্য করেছেন। বলছিলেন, আমাদের দেশের নাকি ক্রিকেট খেলার মত পরিবেশই নেই। আমাদের টেস্টে ২০ উইকেট তোলার মত সামর্থ্য নেই।"
শেওয়াগকে ছাড়েননি সাকিব-ও। নেদারল্যান্ডস ম্যাচের পর সাকিব বলে দিয়েছেন, "মাঠে কোনও প্লেয়ার কাউকে জবাব দেওয়ার জন্য নামে না। একজন প্লেয়ারের কাজ হল ব্যাটার হলে ভালো ব্যাটিং করে দলগত পারফরম্যান্সে অবদান রাখা। বোলার হলে উইকেট নিয়ে দলকে।সাহায্য করা। যদিও উইকেট পাওয়া অনেকক্ষেত্রে ভাগ্যের ওপর নির্ভর করে। ফিল্ডার হলে তাঁর সামনে আসা বল বাঁচিয়ে অথবা ক্যাচ ধরে।"
🗣️A lot of questions were raised and criticisms were made based on your previous performances. Specially Virender Shehwag.
Shakib : WHO?😭 pic.twitter.com/GwfJxZIqo8— Sujoy (@sujoyxx) June 13, 2024
সেই সঙ্গে সাকিব জানান, খারাপ ফর্ম থাকলে বাইরের সমালোচনা মোটেও অযৌক্তিক নয়। "কাউকে জবাব দেওয়ার কিছু নেই। কোনও ক্রিকেটার যদি প্রত্যাশিত পারফর্ম করতে না পারে, দলে অবদান রাখতে না পারে, তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এটা ভুল নয়।"
টি২০ ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ৮০০ প্লাস রান, ৪৯ উইকেট নিয়ে এই ইভেন্টের ইতিহাসে নিজেকে সেরা অলরাউন্ডার হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। ২০০০ থেকেই বাংলাদেশের স্কোয়াডের সঙ্গে যুক্ত। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর আন্তর্জাতিক রান সংখ্যা ১৪ হাজারেরও বেশি। উইকেটও রয়েছে ৬০০ প্লাস।