Taskin Ahmed overslept in hotel: বাংলাদেশের সহ-অধিনায়ক তাসকিন আহমেদ দেরিতে পৌঁছনোর জন্য ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকে বাদ পড়ার অভিযোগ অস্বীকার করেছেন। প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসান যদিও জানিয়েছেন, তাসকিন দেরিতে আসায় তাঁকে ম্যাচে নেওয়া যায়নি।
সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে অ্যান্টিগায় ভারতের বিপক্ষে সুপার ৮-এর প্রতিযোগিতায় বাংলাদেশ তাদের পেসার এবং সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়ায় জল্পনা তৈরি হয়েছিল। ডানহাতি পেসার তাঁর বাদ পড়ার ব্যাপারে মুখ খুলেছেন। স্বীকার করেছেন যে তিনি ম্যাচের দিন টিমবাস মিস করেছিলেন। একইসঙ্গে অবশ্য তিনি দাবি করেছেন, টস হওয়ার আগেই স্টেডিয়ামে পৌঁছে গেছিলেন।
বাংলাদেশের আজকার পত্রিকাকে তাসকিন বলেছেন, 'আমার একটু দেরি হয়েছিল। কিন্তু, টসের আগেই মাঠে পৌঁছে গেছিলাম। আমি টসের প্রায় ৩০-৪০ মিনিট আগে মাঠে পৌঁছেছি। আমি টিমবাস মিস করি। সকাল ৮টা ৩৫-এ বাস হোটেল ছেড়েছিল। সকাল ৮টা ৪৩-এ মাঠের দিকে রওনা দিই।'
তাসকিনের বদলে ওই ম্যাচে বাংলাদেশ তাদের লাইন আপে ব্যাটিং গভীরতা বাড়িয়ে জাকের আলিকে নামানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু, সেই সিদ্ধান্ত কাজে লাগেনি। কারণ, আলি ১৯৭ রান তাড়া করতে নেমে মাত্র এক রানেই আউট হন। তবে, তাসকিনের দাবি যে দলে ভারসাম্য পরিবর্তন এবং অতিরিক্ত ব্যাটার নেওয়ার কোনও সিদ্ধান্ত তাঁর অনুপস্থিতির জন্য হয়নি। তিনি বলেন, 'আমি দেরিতে পৌঁছেছি বলে দল আমাকে নামায়নি এমনটা হয়নি। আমি তো আগেই পৌঁছে গিয়েছিলাম। দল আগে থেকে সিদ্ধান্ত নিয়েই নামায়নি।'
প্রাক্তন অধিনায়ক সাকিব আল-হাসান যদিও তাসকিনের বক্তব্যের উলটো কথাই বলেছেন। সাকিব অভিযোগ করেছেন, 'তাসকিন টসের ৫-১০ মিনিট আগে পৌঁছেছিল। তাই স্বাভাবিকভাবেই টিম ম্যানেজমেন্ট ওঁকে নামাতে পারেনি। এটা ওঁর জন্যও একটা কঠিন পরিস্থিতি তৈরি করেছিল। তাসকিন এজন্য দলের কাছে ক্ষমা চেয়েছে। সবাই ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। ও ইচ্ছা করে এটা করেনি। ব্যাপারটা ওখানেই মিটমাট হয়ে গিয়েছে।'
আরও পড়ুন- বিদেশের মাটিতে ফের ভারত-পাক! ক্রিকেটের দেশেই কোহলি-বাবরদের নয়া সিরিজের সম্ভাবনা
বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি নাজমুল হাসান এই বিতর্কে বলেছেন, 'যখন দেখলাম তাসকিন প্রথম একাদশে নেই, তখনই আমি (টিম ম্যানেজার) রাবেদকে (ইমাম) ফোন করি। ও আমাকে জানিয়েছিল, তাসকিন টিম বাস মিস করেছে। আমি এবার যে রিপোর্ট পাব, সেই অনুযায়ী ব্যবস্থা নেব।'