Bangladesh semifinal qualification scenario: ভারতের কাছে ব্যাটে বলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস, নেপাল, শ্রীলঙ্কার মত দলকে হারিয়ে সুপার-৮ পর্বে কোয়ালিফাই করেছিল টাইগার শিবির। তবে সুপার-৮ যে কত কঠিন ঠাঁই, এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে নাজমুল শান্ত-র দল।
প্ৰথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। বৃষ্টি এসেও বাঁচাতে পারেনি বাংলাদেশকে। ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে জয় ছিনিয়ে নেন ম্যাক্সওয়েলরা।
অজিদের কাছে চূর্ণ হওয়ার পর বাংলাদেশকে সেমিফাইনালে পৌঁছনোর জন্য ভারত এবং আফগানিস্তানকে হারাতেই হত। তবে ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পর বাংলাদেশের সেমিফাইনাল আশা কার্যত শেষ।
'কার্যত', এই শব্দবন্ধনী এখনও ব্যবহার করতে হচ্ছে। কারণ অঙ্কের বিচারে এখনও শেষ চারে পৌঁছনোর সামান্য হলেও সুযোগ রয়েছে টাইগারদের। কীভাবে জেনে নেওয়া যাক:
আরও পড়ুন: যা ভাগ এখান থেকে… বাংলাদেশি ব্যাটারকে আউট করে ফুঁসলেন রোহিত, দিলেন গালিও! আগুন ভিডিও ঝড় তুলল, দেখুন
প্ৰথম অঙ্ক: বাংলাদেশকে সেমিফাইনালে পৌঁছতে হলে সোজা হিসেবে অস্ট্রেলিয়াকে শেষ দুই ম্যাচে হারতে হবে আফগানিস্তান এবং ভারতের কাছে। অস্ট্রেলিয়া এই দুই ম্যাচের একটিতে জিতলেই পৌঁছে যাবে সেমিতে। ভারত দুই ম্যাচ জিতে সম্ভবত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে খেলার দাবিদার।
দ্বিতীয় অঙ্ক: ওপরের অঙ্ক মেলার পর বাংলাদেশকে গ্রুপের শেষ ম্যাচে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে।
তৃতীয় অঙ্ক: ওপরের দুই অঙ্ক মিললেই আফগানিস্তান, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া- তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে একই জায়গায়। তখন নেট রানরেট বিবেচ্য হবে। অর্থাৎ সেই হিসাবে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোর টার্গেট করতে হবে বাংলাদেশ শিবিরের।
তবে খাতায় কলমে এমন অঙ্ক কষলেও বাস্তবে তা মেলার সম্ভবনা অনেক কম। বাংলাদেশ এই মুহূর্তে আফগানিস্তান (-২.৩৫০)-অস্ট্রেলিয়া (+২.৪৭১) ম্যাচের আগে নেট রানরেটে গ্রুপের সমস্ত দলের নীচে (-২.৪৮৯)।
রবিবার সকালে অস্ট্রেলিয়া জিতলেই সরকারিভাবে বাংলাদেশের বিদায় হয়ে যাবে। অসম্ভব কোনও অঘটন না ঘটলে বাংলাদেশকে ঢাকার বিমানে উঠতে হচ্ছে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই।