Tanzim Hasan and Virat Kohli: দুরন্ত ছন্দে ছিলেন। তবে ভালো শুরু আবার-ও মাঠে মারা গেল। বাংলাদেশের বিরুদ্ধে নিজের সেরা ফর্মের ঝলক দেখাচ্ছিলেন। দ্রুত গতিতে সিঙ্গলস, ডাবলস নেওয়ার সঙ্গেই ছক্কা হাকাচ্ছিলেন অবলীলায়।
গোটা টুর্নামেন্ট জুড়েই ফর্মে নেই কোহলি। চার ম্যাচে দুই অঙ্কের রানে পৌঁছেছেন মাত্র একবার। আফগানিস্তানের বিরুদ্ধে রশিদ খানের শিকার হওয়ার আগে ২৪ বলে ২৪ করে যান কিং কোহলি।
বাংলাদেশ ম্যাচই তাঁর কাছে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে হবে। তারপর শেষ চার পর্বে ওয়েস্ট ইন্ডিজ/ দক্ষিণ আফ্রিকা অথবা ইংল্যান্ডের বোলারদের সামলাতে হবে। তার আগে বাংলাদেশ ম্যাচই ছিল ফর্মে ফেরার শেষ সুযোগ। ফর্মে ফেরার বার্তাও দিয়ে রাখলেন কোহলি। কোহলিকে শনিবার ফেরালেন চলতি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম আবিষ্কার তানজিম হাসানের বলে বোল্ড হয়ে।
ভারতীয় ইনিংসের নবম ওভারের ঘটনা। তানজিমের সেই ওভারেই ক্রিজ ছেড়ে এক্সট্রা কভারের ওপর দিয়ে হাঁকাতে চেয়েছিলেন। তবে বলের লাইন মিস করে বোল্ড হতে হয় তাঁকে।
আরও পড়ুন: বিশ্বকাপে মিয়াও ডাক দিয়ে বিদায় টাইগারদের! ব্যাটে-বলে ঝাঁঝরা করে ভারত সেমিফাইনালে
তবে এরপরেই বিতর্কের সূত্রপাত। কোহলিকে আউট করে উদযাপনের সময় আগ্রাসী ভঙ্গি করতে দেখা যায় বাংলাদেশি তরুণকে। কোহলির দিকে ক্রুদ্ধভাবে তাকিয়ে বিড়বিড় করে শাপ-শাপান্ত করতে দেখা যায় তাঁকে। কোহলি অবশ্য তানজিমের এই ব্যবহারে পাল্টা কিছু বলেননি।
তানজিম বিশ্বকাপে পারফর্ম করার পাশাপাশি অতি আগ্রাসী ভঙ্গিতে একাধিকবার উদযাপন করে শিরোনামে উঠে এসেছেন। নেপাল ম্যাচে প্রতিপক্ষ দলের অধিনায়ক রোহিত প্রুডেলের দিকে আগ্রাসী ভঙ্গিতে তেড়ে গিয়েছিলেন। মাঠেই একপ্রস্থ উত্তপ্ত পরিস্থিতির উদ্ভব হয়েছিল। ম্যাচ রেফারির কাছে এরপরে অনফিল্ড আম্পায়াররা অভিযোগ করার পর তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা হয়।
একইভাবে এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে কুশল মেন্ডিসের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন তানজিম সাকিব। বারবার একই কাণ্ড ঘটাচ্ছেন তিনি।
আইসিসির কাছ থেকে শাস্তি পেয়েও যে তানজিম শুধরোননি, কোহলি-কান্ডেই তা স্পষ্ট।