Advertisment

USA cricket Team: ইউএসএ টিমে ভারতীয় বনাম পাকিস্তানি তারকার উত্তাল ঝামেলা! বিশ্বকাপের মধ্যেই অশান্তি তুঙ্গে

Jaskaran Malhotra vs Ali Khan Shayan Jahangir: ভারত বনাম পাকিস্তান দ্বন্দ্ব এবার ইউএসএ ক্যাম্পে, বিশ্বকাপের মধ্যেই চরম অশান্তি

author-image
IE Bangla Sports Desk
New Update
USA, T20 World Cup, আমেরিকা, টি-২০ বিশ্বকাপ,

USA-T20 World Cup: এবারের বিশ্বকাপে নজর কেড়েছে আমেরিকার ক্রিকেট। (ছবি- টুইটার)

USA cricket Team: একটু সাফল্য পেতেই বিতর্ক ধাওয়া করল ইউএসএ ক্রিকেটকে। দুই মার্কিন ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় পরস্পরের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন। যা দেখে রীতিমতো তাজ্জব ক্রিকেটদুনিয়া।

Advertisment

আমেরিকার দলের তারকারা এবারের টি-২০ বিশ্বকাপে সবচেয়ে বড় চমক। তাঁরা কার্যত বিভিন্ন দেশের বাতিল ক্রিকেটার। পুরোপুরি ক্রিকেটের ওপরও আর্থিকভাবে নির্ভরশীলও নন। আর, আমেরিকাও ক্রিকেটে বেশিদিন পা রাখেনি। তারপরও চলতি টি-২০ বিশ্বকাপে আমেরিকা গ্রুপ এ-এর দুটি ম্যাচে জিতেছে। হারিয়েছে মহাশক্তিধর পাকিস্তান দলকেও।

আপাতত তারা গ্রুপ এ-এর দ্বিতীয় স্থানে আছে। শুক্রবার ১৪ জুন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁদের ম্যাচ। এই ম্যাচে ড্র করলেও আমেরিকা চলতি টি-২০ বিশ্বকাপের সুপার ৮-এ উঠে যাবে। এই পরিস্থিতিতে বিতর্ক ঘিরে ধরল আমেরিকার ক্রিকেটকে। আর, সেই বিতর্কের সূত্রপাত হয়েছে আমেরিকার ব্যাটার জাসকরণ মালহোত্রার মাধ্যমে।

তিনি এবারের টি-২০ বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। সেই মালহোত্রা সোশ্যাল মিডিয়ায় মার্কিন ব্যাটার শায়ান জাহাঙ্গিরকে কটাক্ষ করেছেন। বুধবার ভারতের বিরুদ্ধে ম্যাচে শায়ান জাহাঙ্গির গোল্ডেন ডাকে আউট হন। বিরাট কোহলিও এই ম্যাচে গোল্ডেন ডাকে আউট হয়েছেন। সৌরভ নেত্রভালকার বিরাট কোহলি এবং রোহিত শর্মার উইকেট নিয়েছেন। এর আগে শায়ান জাহাঙ্গির মন্তব্য করেছিলেন যে তিনি ম্যাচে বিরাট কোহলিকে দেখাতে চান যে, 'কে আসল রাজা'।

সেই জাহাঙ্গির গোল্ডেন ডাকে আউট হতেই মালহোত্রা কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'কে রাজা', বিরাট কোহলিকে এটা যেন কে দেখাতে চেয়েছিল? জাহাঙ্গির জবাবে কিছু না বললেও পালটা মুখ খুলেছেন মার্কিন বোলার আলি খান। তিনি মালহোত্রাকে উদ্দেশ্য করে ম্যাচের পরে বলেছেন, 'আমার প্রাক্তন সতীর্থের থেকে এটা কখনও আশা করিনি। অন্য খেলোয়াড়ের প্রতি ঘৃণা! আপনি খুব অপেশাদার।'

আরও পড়ুন- হেরে যাওয়া ইউএসএ ক্যাপ্টেনের দিকে এগিয়ে গেলেন স্কাই, যা করলেন… চিরজীবন মনে রাখবে ক্রিকেটবিশ্ব

তাতে বিতর্ক থামেনি, বরং বেড়েছে। মালহোত্রা তাঁর আসল পোস্ট মুছে ফেলেন। তিনি আমেরিকান ক্রিকেট দলের প্রতি তাঁর আনুগত্য নিয়ে আলি খান যেন প্রশ্ন না তোলেন, সেই হুঁশিয়ারি দেন। মালহোত্রা ২০২১ সালে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন। জাহাঙ্গিরের জন্যই তিনি এবারের মার্কিন যুক্তরাষ্ট্রের স্কোয়াড থেকে বাদ পড়েছেন। যেটাকে মোটেই খোলামনে মালহোত্রা নেননি। এই বিতর্ক তা নতুন করে প্রমাণ করে দিল। বুধবারের ম্যাচে ভারতের সূর্যকুমার যাদব টুর্নামেন্টে তাঁর প্রথম হাফসেঞ্চুরি করেন। ১১১ রান তাড়া করে যাদবের সৌজন্যে ১৮.২ ওভারেই ভারত ম্যাচে জিতে নেয়।

T20 World Cup Cricket News Virat Kohli ICC Cricket World Cup Cricket World Cup USA Indian Cricket Team
Advertisment