/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/dravid-kohli.jpg)
IND vs ENG, Virat Kohli dejected: হতাশ কোহলিকে সান্ত্বনা দিলেন কোচ দ্রাবিড় (স্ক্রিনগ্র্যাব)
Virat Kohli dejected: টি২০ বিশ্বকাপের মত মঞ্চে আবার-ও ব্যর্থ হলেন কিং কোহলি। নিজের কেরিয়ারের পরিসংখ্যান নিয়ে গেলেন নতুন তলানিতে। নকআউট পর্বে কোহলির ব্যর্থতা বিরল দৃশ্য। সেই দৃশ্যই এবার দেখা গেল গায়ানায় প্রভিডেন্স স্টেডিয়ামে।
ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই রিস টপলির বলে বোল্ড হয়ে যান তিনি। সেই ওভারেই হাঁকিয়েছিলেন ফ্লিক করে ট্রেডমার্ক ছক্কা। তবে নয় বলে মাত্র ৯ রান করেই কোহলিকে ফিরতে হয় ড্রেসিংরুমে। তারপর ভারতীয় ব্যাটিংয়ে নির্ভরতা দিয়ে যাবেন রোহিত শর্মা। টি২০ ওয়ার্ল্ড কাপের শেষ দুই নকআউট ইনিংসেই কোহলির হাফসেঞ্চুরি ছিল। ২০১৪-য় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৪ বলে ৭২ করেছিলেন। ২০১৬-য় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৭ বলে ৮৯ করেছিলেন। এই ইংল্যান্ডের বিপক্ষেই ২০২২-এর সেমিফাইনালে ৪০ বলে ৫০ করে গিয়েছিলেন।
এবার বিশ্বকাপে ৭ ইনিংসে তাঁর ব্যাট থেকে বেরিয়েছে মাত্র ৭৫ রান। ১০.৭১ গড়ে। বিশ্বকাপে ওপেন করার মত গুরুদায়িত্ব নিয়েছেন তিনি। তবে নতুন ভূমিকায় তিনি একদমই মানিয়ে নিতে পারছেন না। আগ্রাসী এবং রক্ষণাত্মক খেলায় ভারসাম্য বজায় রাখতে পারছেন না তিনি। আর গায়ানায় স্লো স্কিডিং সারফেস আবার-ও কোহলিকে চরমতম পরীক্ষার মুখে ফেলে ব্যর্থতার স্বাদ দিল।
আর ড্রেসিংরুমে আউট হয়ে ফিরেই কোহলি হতাশ হয়ে বসেছিলেন। মুখে ছিল বিষণ্নতার চাদর। হতাশ কোহলিকে সান্ত্বনা দিতে দেখা যায় স্বয়ং কোচ রাহুল দ্রাবিড়কে।
Rahul dravid went to Virat as he was looking broken after that dismissal, can't see him like this man 💔 #INDvsENGpic.twitter.com/X0nPoSdF5s
— a v i (@973Kohli) June 27, 2024
যাইহোক, কোহলি আউট হয়ে ফেরার পর ভারতীয় দলের স্কোর ১৭১-এ পৌঁছে দেন রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। শেষদিকে হার্দিক, জাদেজা এবং অক্ষরের ক্যামিওয় ভারতকে ভদ্রস্থ স্কোরে পৌঁছয়।