Nassau County stadium set to be demolished: টি২০ বিশ্বকাপে নিউ ইয়র্ক পর্ব সমাপ্ত হয়ে গিয়েছে বুধবার। ভারত বনাম ইউএসএ ম্যাচের মাধ্যমে। যে ম্যাচে ভারত ৭ উইকেটে কার্যত উড়িয়ে দিয়েছে ইউএসএ'কে। নিউ ইয়র্কের সেই বহু আলোচিত নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম ভাঙার কাজ শুরু হয়ে গেল বৃহস্পতিবারই।
১০০ দিনের মধ্যে তড়িঘড়ি করে এই ক্রিকেট স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছিল। তারপর চলমান বিশ্বকাপে বারবার আলোচনার শিরোনামে উঠে এসেছে এই স্টেডিয়ামের ড্রপ ইন পিচ। অতর্কিত বাউন্স সমস্ত দলকে বিব্রত করেছে।
নিউইয়র্ক টাইমস-এ লেখা হয়েছে, "জুনের ১২-য় শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর স্টেডিয়ামে ভেঙে ফেলা হবে। স্টেডিয়ামের ভাঙা অংশ লাস ভেগাস এবং অন্যান্য গলফ কোর্সে পাঠিয়ে দেওয়া হবে। আইজেনহাওয়ার পার্ক আবার আগের মত অবস্থায় ফিরে আসবে। তবে বিশ্বমানের এক ক্রিকেট পিচ রয়ে যাবে।"
সেই প্রতিবেদনে আরও লেখা হয়েছে, "প্লেয়িং ফিল্ডে আয়তকার অবয়ব সাজানো হয়েছিল ফ্লোরিডার বিশেষ ধরণের ঘাস দিয়ে। স্টেডিয়াম সাজানো হয়েছিল লাস ভেগাসের ফর্মুলা ওয়ান রেস এবং গলফ কোর্সের ধার করা জিনিসপত্র দিয়ে।"
এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৩৪ হাজার। ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল। সেই ম্যাচের এক টিকিটের দাম পৌঁছে গিয়েছিল ২৫০০ মার্কিন ডলার থেকে ১০০০০ মার্কিন ডলার পর্যন্ত। ভারত জুনের ১ তারিখে বাংলাদেশের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ সহ এই ভেন্যুতে মোট ৪টে ম্যাচ খেলেছে। সবমিলিয়ে এই ড্রপ ইন পিচে মোট আটটি ম্যাচ আয়োজিত হয়েছে। এবং প্রত্যেক ম্যাচেই অতর্কিত বাউন্স এবং অসমান পিচের চরিত্র আলোচনায় উঠে এসেছে। প্ৰথম দুই ম্যাচে তো দুই দল দলগতভাবে ১০০ রান-ও করতে পারেনি।
আরও পড়ুন: জীবনে কখনও সম্মান পায়নি শেওয়াগ… ইমরুল যেন ভিমরুল, বিষাক্ত হুল ফোটালেন বীরুকে
দুনিয়া জোড়া সমালোচনার পর আইসিসি শেষ পর্যন্ত বিবৃতি দিতে বাধ্য হয়েছিল। স্বীকার করতে বাধ্য হয়, পিচ ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। এই ভেন্যুতে সফলতম রান চেজ করেছে ভারত। বুধবার-ই ১১০ রান তাড়া করে ভারত জয় পেয়েছে হাতে ৭ উইকেট বাঁচিয়ে।
এই ভেন্যুতে দলগতভাবে সর্বাধিক রান করেছে কানাডা। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৭/৭ তুলেছিল তারা। ভারত এই পিচেই ১১৯ রান ডিফেন্ড করেছিল পাকিস্তানের বিপক্ষে।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১০৬ রান চেজ করে দক্ষিণ আফ্রিকা কোনওভাবে ম্যাচ জেতে হাফডজন উইকেট খুঁইয়ে। পরের প্রোটিয়াজরা এই ভেন্যুতেই ১১৩ রান সফলভাবে ডিফেন্ড করেছিল বাংলাদেশের বিপক্ষে।