Advertisment

USA vs PAK: ওঁরা হারে বেশি, জেতে কম! পাকিস্তানের হারে কেঁদেকেটে একশা পাক সুন্দরী, ভিডিও না দেখলে চরম মিস

USA beat PAK: সুপার ওভারে মহম্মদ আমের নিজেদের অভিজ্ঞতার দাম দিতে পারেননি। অনভিজ্ঞ ইউএসএ ব্যাটাররা ১৮ তুলে দেন। এরপরে পাকিস্তানের ফখর জামান, ইফতিকার আহমেদ, শাদাব খানদের মত তারকারা চমকে যান সৌরভ নেত্রভালকারের দুর্ধর্ষ সুপার ওভারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Fans reaction, USA vs Pakistan

Fans reaction, USA vs Pakistan পাকিস্তানের হারে সমর্থকদের ক্ষোভ তুঙ্গে (ভিডিও স্ক্রিনগ্র্যাব এবং টুইটার)

Pakistan vs USA, T20 World Cup 2024: সামনে মার্কিন যুক্তরাষ্ট্র। ভাবা হয়েছিল নিশ্চিন্ত জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। তবে বিধি বাম! অভাবনীয় হারে বিশ্বকাপের প্ৰথম ম্যাচেই মুখ পুড়েছে পাকিস্তানের। ১৬০ রানের টার্গেট চেজ করে ইউএসএ ম্যাচ টাই এবং সেখান থেকে জিতে যায় সুপার ওভারে।

Advertisment

সুপার ওভারে মহম্মদ আমের নিজেদের অভিজ্ঞতার দাম দিতে পারেননি। অনভিজ্ঞ ইউএসএ ব্যাটাররা ১৮ তুলে দেন। এরপরে পাকিস্তানের ফখর জামান, ইফতিকার আহমেদ, শাদাব খানদের মত তারকারা চমকে যান সৌরভ নেত্রভালকারের দুর্ধর্ষ সুপার ওভারে।

আরও পড়ুন: বলে নখ ঘষে ঘষে ‘চুরির’ চেষ্টা, হ্যারিস রউফের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, বিশ্বকাপে কলঙ্কিত পাকিস্তান

পাকিস্তানের লজ্জার এই হারে ভেঙে পড়েছেন পাকিস্তানি সমর্থকরা। এর মধ্যেই এক সমর্থকের হতাশায় ভেঙে পড়া বক্তব্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক টিভি চ্যানেলকে সেই সমর্থক সটান বলে দিয়েছেন, "কীভাবে হৃদয় সামলাব? একটাই তো হৃদয়। কতবার ভাঙবে? এতবার হৃদয় হেরে এখন আর কিছু অবশিষ্ট নেই। ওঁরা (পাকিস্তান) কম জেতে, হারে বেশি। আমরা তো দলকে সমর্থন করতে সবসময় হাজির থাকি। কিন্তু ভালো পারফরম্যান্স কবে দেখতে পাবো? আমার সত্যি মনে হয়, ওঁরা এখানে ঘুরতে এসেছে। আমাদের কথা, আমাদের আবেগ, অনুভূতি ওঁরা ভাবেই না। জানি না, তবে এই পাকিস্তান দলকে নিয়ে আমরা ক্লান্ত।"

ম্যাচে হারের জন্য দলের মনোভাবকেই দায়ী করেছেন ক্যাপ্টেন বাবর আজম। ক্যাপ্টেন বাবর আজম সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছেন, "যে কোনও টুর্নামেন্টে সেরা প্রস্তুতি নিয়ে আসতে হয়। এমনই মনোভান থাকা উচিত। এরকম কোনও দেশের (আইসিসির এসোসিয়েট) বিরুদ্ধে হালকা ছলে খেলে ফেলা স্বাভাবিক। অনেকটা রিল্যাক্সড মেজাজে।"

"যে কোনও দলের বিরুদ্ধে প্ল্যানিং ঠিকমত কার্যকর করতে না পারলে, সেই দল হারাবেই। আমরা পরিকল্পনা বাস্তবায়নে উত্তীর্ণ হতে পারিনি। প্রস্তুতি আমাদের ঠিকঠাক হচ্ছে। তবে আমরা মাঠে তা কাজে লাগাতে পারছি না। আমি ভীষণ হতাশ। তিন বিভাগেই আমরা ভালো খেলতে পারিনি।"

pakistan Cricket World Cup USA ICC Cricket World Cup Pakistan Cricket T20 World Cup Pakistan Cricket Team
Advertisment