India vs South Africa final: ভারতের টি-২০ বিশ্বকাপ জয় নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আর, এই বিতর্কের মূলে সূর্যকুমার যাদবের একটি ক্যাচ। শনিবারই ভারত ১৭ বছর পর তাদের দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জিতেছে। ১৩ বছর পর বিশ্বকাপ জিতেছে। ১১ বছর পর আইসিসি ট্রফি জিতেছে। কিন্তু, ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত দুর্দান্ত লড়াই করেছে প্রোটিয়ারাও। যাতে যে কোনও সময় ভারত জয় ছিনিয়ে নিতে পারত। আর, সেই ম্যাচেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। তা প্রশ্ন তুলে দিয়েছে ভারতের জয় নিয়েই।
তবে, অনেকেই অবশ্য ভারতের এই জয়কে ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ জয়কে তুলনা করেছেন। তবে, ভিডিওটি দেখিয়ে অনেকের দাবি, সূর্যকুমার যাদব যে ক্যাচটি ধরেছেন, তা প্রকৃতপক্ষে বাউন্ডারি লাইনের বাইরে ছিল। আর, সেই সংকটজনক মু়হূর্তে ডেভিড মিলার আউট না হলে ভারতের জয় পাওয়া নিয়ে প্রশ্ন উঠে যেত। আর, সেই ক্যাচেই সূর্যকুমার যাদবের জুতো বাউন্ডারি লাইনের দড়িকেই কিছুটা সরিয়ে দিয়েছিল।
ইয়ান স্মিথ শনিবার বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে সূর্যকুমারের ওই ক্যাচকে অবশ্য 'ক্রিকেট ইতিহাস'-এর অন্যতম সেরা ক্যাচ বলেছেন। তখনও অবশ্য এক দক্ষিণ আফ্রিকান দর্শক ভিডিওটি প্রকাশ করেননি। শেষ ওভারে ওই ক্যাচটি নেওয়া হয়েছিল। সেই সময় ডেভিড মিলার বোলারের ওপর দিয়ে বলটি মেরেছিলেন। তখন দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য ১৬ রান দরকার ছিল। বলটি সীমানার দড়ির ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। সেই সময় সূর্যকুমার ধরে ফেলেন। তারপর শরীরের ভার সামলাতে দড়ির ওপর দিয়েই একটু গিয়ে মাঠের মধ্যে সরে আসেন। সেই সময়ই প্রকৃত বাউন্ডারি থেকে সীমানার দড়ি কয়েক মিলিমিটার দূরে সরে গিয়েছিল। ভিডিও প্রকাশ করে এমনটাই দাবি, ওই ভক্তের। আর, তা প্রকাশ হওয়ার পর রব তুলেছেন অনেকেই।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন হয়ে কোটি কোটি টাকায় ভাসলেন রোহিতরা, দক্ষিণ আফ্রিকার-ও ঝুলি ভরিয়ে দিল ICC
ওই ক্যাচের পর থার্ড আম্পায়ার রিচার্ড কেটলবরো অবশ্য ব্যাপারটাকে দেখেছিলেন। আর, তাকে আইনি ক্যাচ বলেই মনে করেছেন। তার জেরে মিলারের ২১ রানে বিদায়, দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের শেষ আশায় জল ঢেলে দেয়। কিন্তু, ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে ওই দক্ষিণ আফ্রিকান ভক্ত লিখেছেন, 'শুধু এটুকুই বলব, সীমানার দড়ি দেখে মনে হচ্ছে যে, তা স্পষ্টই সরে গিয়েছিল।' এখন আইসিসির ধারা ১৯.৩ অনুযায়ী, 'সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনও কঠিন বস্তু যদি কোনও কারণে স্থানচ্যুত হয়, তাহলেও সীমানাটি একই থাকবে। অথবা, তার আগের অবস্থানেই রয়েছে বলে বিবেচিত হবে।' আর, এই বিধিই সূর্যকুমারের সাফল্য এবং ভারতের সাফল্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।