Jay Shah ecstatic after Team India crowned champion: ভারত শনিবার টি-২০ বিশ্বকাপ জেতার পরই মাঠের মধ্যে হাত বাড়িয়ে ছুটে আসতে দেখা গেল বিসিসিআই সচিব জয় শাহকে। আর, যাঁর দিকে ছুটে এলেন, তিনি হলেন হার্দিক পান্ডিয়া। পান্ডিয়াকে ফাইনালে ব্যাটিং করার জন্য নামতে না হলেও সঠিক সময়ে দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়ে তিনি ভারতের জয়ের রাস্তা প্রশস্ত করেছেন। আর, তারপরই টিম ইন্ডিয়ার জয় নিশ্চিত হওয়ার পর জয় শাহকে পান্ডিয়ার দিকে দুই হাত বাড়িয়ে ছুটে আসতে দেখা যায়।
আইপিএলের পারফরম্যান্স ভালো না হওয়ার পরও এবারের টি-২০ বিশ্বকাপে হার্দিক পান্ডিয়াকে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছিল। শনিবার টি-২০ বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় অধিনায়ক পদ থেকে রোহিত শর্মা টি-২০ থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন। যার জেরে, পান্ডিয়াই যে পরবর্তী ভারত অধিনায়ক হতে চলেছেন, এটা একপ্রকার নিশ্চিত ধরা যায়।
সবচেয়ে বড় কথা রাহুলের দ্রাবিড়ের পরবর্তীতে ভারতের হেড কোচ হতে চলা গৌতম গম্ভীরও নির্দিষ্ট ফরম্যাট থেকে কোহলি এবং রোহিতের অবসর চেয়েছিলেন। তাঁর সেই চাহিদার কথা এবারের টি-২০ বিশ্বকাপের আগেই জানা হয়ে গিয়েছিল কোহলি-রোহিতদের। তাঁর সেই আকাঙ্ক্ষাও কার্যত শনিবার পূরণ করেছেন রোহিত ও কোহলি। এই সবকিছুই যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল পান্ডিয়ার দিকে জয় শাহের ছুটে আসার মধ্যে।
শুধু অবশ্য ছুটেই আসেননি। পান্ডিয়াকে জড়িয়ে ধরেছেন। তাঁকে কোলেও তুলে ধরেছেন জয় শাহ। তবে শুধু পান্ডিয়াকেই নন। ফাইনাল জয়ের পর জয় শাহকে দেখা গেল পরে অন্যান্য খেলোয়াড়দেরও আলিঙ্গন করতে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেও রীতিমতো আবেগপ্রবণ আচরণ করতে। তবে, জয় শাহ শুধু বিসিসিআই কর্তাই নন। তিনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিরও কর্তা। তিনি জয়ের পর জয়ী খেলোয়াড়দের গলায় পদক ঝুলিয়ে দেন। তাঁদের হাতে ট্রফি তুলে দেন।
আরও পড়ুন- বিশ্বকাপ জিতেই ধুলো চাটলেন রোহিত! মাঠেই অদ্ভুত পাগলামি চ্যাম্পিয়ন তারকার, ঝড় তুলল ভিডিও
এই টুর্নামেন্টে জয়ের ফলে ভারত ১৭ বছর পর তাদের দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জিতল। ১৩ বছর পর বিশ্বকাপ ট্রফি জিতল। ১১ বছর পর আইসিসি ট্রফি জয় করল। তাই এই ট্রফির জন্য গোটা ভারত যে কতটা মুখিয়ে ছিল, তা-ই প্রমাণিত হল জয় শাহর দু'হাত বাড়িয়ে ছুটে আসার মধ্যে দিয়ে। এই বিশ্বকাপ ঘরে আসায় বিজয়ী দল হিসেবে টিম ইন্ডিয়ার পকেটে ঢুকছে প্রায় ২০.৩৬ কোটি টাকা। রানার্স দল হয়ে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১০.৬৪ কোটি টাকা।