Advertisment

Rohit Sharma eating pitch: বিশ্বকাপ জিতেই ধুলো চাটলেন রোহিত! মাঠেই অদ্ভুত পাগলামি চ্যাম্পিয়ন তারকার, ঝড় তুলল ভিডিও

Team India wins ICC t20 World Cup 2024: বেনজির কাণ্ড করলেন রোহিত, আসল কারণ জানলে সম্মান আরও গাঢ় হবে হিটম্যানের জন্য

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Barbados Pitch, রোহিত শর্মা, বার্বাডোস পিচ,

Rohit Sharma-Barbados Pitch: রোহিত শর্মার এই ভিডিও আইসিসি শেয়ার করেছে। (ছবি- ইনস্টাগ্রাম)

Rohit Sharma eats sand from Barbados pitch: ভারত টি-২০ বিশ্বকাপ জয়ের পর বার্বাডোসের পিচ থেকে বালি খেতে দেখা গেল ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই বার্বাডোসে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ২০২৪ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এইভাবে পিচ খুঁটে বালি খাওয়ার মধ্যেই অনেকে রোহিতের বিশ্বকাপ জয় পালনের কায়দাকে খুঁজে পেয়েছেন।

Advertisment

টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই জয় ভারতের ১১ বছরের আইসিসি শিরোপা পাওয়ার অপেক্ষার অবসান ঘটিয়েছে। এই স্নায়ুযুদ্ধ শেষে গোটা টিম ইন্ডিয়া যখন উচ্ছ্বাসে মেতে উঠেছে, সেই সময়ই রোহিত শর্মা পিচ থেকে বালি তুলে খান। যার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে। রোহিত আগেই পিচ থেকে বালি তুলে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মধ্যে আবার বার্বাডোসই অধিনায়ক হিসেবে রোহিতকে আইসিসি খেতাব দিল। যার ফলে, বার্বাডোসের পিচ থেকে তাঁর বালি তুলে খাওয়া আলাদা মাত্রা দিল।

এই ঘটনাটি আইসিসি ভিডিও আকারে শেয়ার করেছে। সেই ভিডিওতে হিটম্যানকে পিচ থেকে বালি তুলে খেতে দেখা গেছে। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে টি-২০ থেকে অবসরের ঘোষণাও করেন রোহিত। সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, 'এটাই আমার শেষ খেলা ছিল।' এর আগে সাংবাদিক বৈঠকে একই ঘোষণা করেছেন বিরাট কোহলিও। শনিবার সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, 'যখন থেকে আমি টি-২০ ফরম্যাটে খেলা শুরু করি, তখন থেকেই আমি টি-২০ ফরম্যাটকে উপভোগ করছি। এই ফরম্যাটকে বিদায় জানানোর জন্য এর চেয়ে ভালো মুহূর্ত আর হয় না। আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। আমি এমনটাই চেয়েছিলাম। আমি আসলে কাপ জিততে চেয়েছিলাম।'

এই জয়ের জন্য রোহিত ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'গত ২০, ২৫ বছর ধরে ভারতীয় ক্রিকেটের জন্য তিনি (রাহুল দ্রাবিড়) যা করেছেন, এই ট্রফি পাওয়াটাই একমাত্র বাকি ছিল। আমি গোটা দলের পক্ষ থেকে খুব খুশি যে আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি।' সাংবাদিক বৈঠকে জসপ্রিত বুমরাহ ও আরশদীপ সিং-ও রোহিত শর্মার বিশেষ প্রশংসা করেন। তিনি বলেন, 'আমি খুব ভাগ্যবান যে টিম ইন্ডিয়ার হয়ে আমার স্কোয়াডে এরকম কিছু খেলোয়াড় আছেন। আমি তাঁদের প্রতি সত্যিই কৃতজ্ঞ।'

আরও পড়ুন- ভারতের জন্য এই বিশ্বকাপ সাজানো! রোহিতরা চ্যাম্পিয়ন হতেই ICC-কে তুলোধোনা ভন-গিলক্রিস্টের, তুঙ্গে বিতর্ক

রোহিতকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটাই তাঁর কেরিয়ারের পিক পয়েন্ট বা শিখর কি না? জবাবে রোহিত জানান, 'হ্যাঁ'। তিনি বলেন, 'এটা অবশ্যই সেরা সময়। আমি তো অন্তত এমনটাই বলব। আমি এই ট্রফি জিততে ভীষণ মরিয়া ছিলাম। আর, সেই জন্যই এটা আমার সাফল্যের পিক পয়েন্ট। এত বছরে আমি যত রান করেছি, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু, সেই পরিসংখ্যানটা বড় নয়। আমি যে ভারতের হয়ে জিতেছি, ভারতের হয়ে ট্রফি জিতেছি, সেটাই সবচেয়ে বড়। আমি, এতদিন তারই অপেক্ষায় ছিলাম।'

T20 World Cup West Indies Rohit Sharma ICC Cricket World Cup South Africa Cricket Team Cricket World Cup Indian Cricket Team
Advertisment