Adam Gilchrist, Michael Vaughan, ICC: ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছে, এটা যেন সহ্যই করতে পারছেন না বিদেশি তারকারা। তাঁরা কটাক্ষের সুরে অভিযোগ করছেন, 'ভারতের জন্যই টি-২০ বিশ্বকাপ তৈরি হয়েছে। কারণ, ওরা প্রচুর টাকা দিয়েছে।' এই সব তারকাদের মধ্যে আছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। আছেন, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টও। অস্ট্রেলিয়ান তারকা তো আবার ভারত বিশ্বকাপ জেতায় আইসিসিকে কটাক্ষ করে অভিযোগ করেছেন, শেষ পর্যন্ত 'ক্রিকেট আপস করেছে।' এই দুই তারকার অভিযোগ, এবারের টি-২০ বিশ্বকাপে আইসিসি ভারতকে বিশেষ সুবিধা করে দিয়েছে।
দুই তারকার মধ্যে ভন তো আবার গোটা টুর্নামেন্টেই যতরকম ভাবে পারেন ভারতের সমালোচনা করে গিয়েছেন। তাঁদের দল ইংল্যান্ডকে অবশ্য টিম ইন্ডিয়া সেমিফাইনালে রীতিমতো পর্যুদস্ত করে হারিয়েছে। তারপর ভনের সমালোচনা আরও বেড়েছে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ হওয়ার আগেই তিনি কার্যত ভবিষ্যদ্বাণীর সুরে বলে দিয়েছিলেন যে ভারতের জন্যই এবারের ট্রফি রেখেছে আইসিসি।
কেন তিনি এই ভবিষ্যদ্বাণী করছেন, তার কারণও জানিয়েছেন ভন। তিনি বলেছেন, তাঁর এই কথা বলার কারণ দুটি। তার মধ্যে প্রথমটি হল- ভারত জানত যে তাদের সেমিফাইনাল (যদি তারা যোগ্যতা অর্জন করে) সুপার-৮ পর্বে গায়ানাতেই হবে। দ্বিতীয় কারণ, টুর্নামেন্টে ভারতই একমাত্র দল যারা একই সময়ে তাদের সমস্ত ম্যাচ খেলেছে। ভারতের দর্শকদের জন্য, তাদের সমস্ত ম্যাচ ছিল দিনের বেলায়। অন্য দলগুলোকে কখনও দিনের বেলায় খেলতে হয়েছে। আবার, কখনও রাতের আলোতেও খেলতে হয়েছে।
আরও পড়ুন- ধোনির বুক কাঁপিয়ে এল রোহিতদের জয়! ভারত বিশ্বচ্যাম্পিয়ন হতেই মুখ খুললেন মাহি, টলে গেল বিশ্ব
এই ইস্যুতে ভনের কটাক্ষ, বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া দ্বিপাক্ষিক ক্ষেত্রে বোধগম্য। তবে আইসিসির উচিত ছিল একটি বিশ্বকাপে কোনও নির্দিষ্ট দলের প্রতি 'সহানুভূতি' না দেখিয়েই তাদের ম্যাচগুলো থেকে আরও কীভাবে ভালো আয় করা যায়, তার খোঁজ করা। এই প্রসঙ্গে ভন বলেছেন, 'এটা ওদের টুর্নামেন্ট তাই না? আক্ষরিক অর্থে, এটা ওদের (ভারতের) টুর্নামেন্ট। ওরা যখনই চাইছে তখনই খেলতে পারছে। জানতে পারছে যে তাদের সেমিফাইনাল কোথায় হবে। তারা প্রত্যেকটা খেলা সকালে খেলছে। যাতে দেশে লোকেরা রাতে তাদের খেলা দেখতে পারে। বিশ্বকাপে এসব পক্ষপাতিত্ব চলে না।'আর গিলক্রিস্ট বলেছেন, 'অনেক আবেগপ্রবণ ভারতীয় ভক্তও এই ব্যাপারে (পক্ষপাতিত্ব) খুব সচেতন। তারা একমত যে এই খেলায় আপস করা হয়েছে। ভারত সেরা দল হয়েছে। তারা এই ফলের ভিত্তিতে দাবি করবে যে তারাই সবথেকে সামঞ্জস্যপূর্ণ দল। কিন্তু, অনেক ভারতীয় সমর্থক আছেন, তাঁরা কিন্তু অন্ধ নন।'