Advertisment

Rohit Sharma eating pitch: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মাটি খেয়েছিলেন কেন, বার্বাডোজের পিচ-ভক্ষণের কারণ জানালেন রোহিত

Team India wins ICC t20 World Cup 2024: কেন মাটি খেয়েছিলেন রোহিত, আসল কারণ সামনে এল এবার

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Barbados Pitch, রোহিত শর্মা, বার্বাডোস পিচ,

Rohit Sharma-Barbados Pitch: রোহিত শর্মার এই ভিডিও আইসিসি শেয়ার করেছে। (ছবি- ইনস্টাগ্রাম)

Rohit Sharma eats sand from Barbados pitch: কেন তিনি টি-২০ বিশ্বকাপ ফাইনাল জেতার পর পিচ খুঁটে খেলেন, এবার তার কারণ ব্যাখ্যা করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এভাবে মাটি খুঁটে খাওয়া, টেনিস তারকা নোভাক জোকোভিচের অভ্যাস। সেই কারণে এই মাটি খুঁটে খাওয়া 'নোভাক জোকোভিচ অ্যাক্ট' বলেও পরিচিত। সেই কাজ এবার রোহিতকে করতে দেখে সকলেই স্বভাবত অবাক হয়ে গিয়েছেন। এবার, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট অফ ইন্ডিয়া (বিসিসিআই) দ্বারা পোস্ট করা একটি ভিডিওতে ওই পিচের মাটি খুঁটে খাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন ভারত অধিনায়ক।

Advertisment

রোহিত বলেছেন, 'হ্যাঁ, অনুভূতিটা একটা ঘোরের মত। আমার সেই ঘোর এখনও পুরোপুরি কাটেনি। বিশ্বকাপ জয় একটা দুর্দান্ত মুহূর্ত ছিল। খেলা শেষ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সবটাই আমার কাছে একটা স্বপ্নের মত বলে মনে হচ্ছে। আমরা দীর্ঘ সময় একসঙ্গে খেলেছি। আর, তারপর এই সাফল্য এসেছে। কেউ কোনও কিছুর জন্য কঠোর পরিশ্রম করে সেটা পেলে বিশেষ আনন্দ হয়। আমরাও সেইরকম একটা ভালো সময় উপভোগ করেছি।'

আরশদীপ সিং, জসপ্রিত বুমরাহ আর হার্দিক পান্ডিয়া- বোলার ত্রয়ীর ডেথ বোলিংয়ের দুর্দান্ত পারফরম্যান্স। বিরাট কোহলি আর অক্ষর প্যাটেলের অনবদ্য ব্যাটিং- ভারতকে আইসিসি ট্রফির খরা দূর করতে সাহায্য করেছে। প্রথমবারের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকাকে শনিবার বার্বাডোসে রোমাঞ্চকর ফাইনালে হারিয়ে ভারত দ্বিতীয় আইসিসি টি-২০ বিশ্বকাপ জিতেছে।

রোহিত জানিয়েছেন, জয়ের পর গোটা টিম ইন্ডিয়া ঘুমোতে পারেনি। সারারাত আনন্দ করেছে। ভারতের খেতাবজয়ী অধিনায়ক বলেন, 'খুব সকাল পর্যন্ত সতীর্থদের সঙ্গে আনন্দ করেছি। সারারাত ঠিকমতো ঘুমোয়নি। কিন্তু, তাতেও আমার কোনও অসুবিধা হয়নি। বেশ ভালো আছি। আমি নিজেকে বলেছিলাম, বাড়ি ফিরে ঘুমোনোর অনেক সুযোগ আছে। তার চেয়ে বরং প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডকে উপভোগ করতে চাই। যেন স্বতঃস্ফূর্তভাবে মুহূর্তগুলো চলে আসছিল।'

আরও পড়ুন- অর্থের অভাবে মৃত্যুর মুখে টিম ইন্ডিয়া কোচ! জয় শাহদের কাছে প্রাণ বাঁচানোর বেনজির আর্জি

বার্বাডোসের কেনসিংটন ওভাল মাঠকে তিনি আজীবন মনে রাখবেন বলেও জানিয়েছেন রোহিত। টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, 'আমি যখন পিচের কাছে গেলাম, মনে হল এই পিচই আমাদের সব দিয়েছে। আমরা ওই পিচে খেলেছি। ওখানে জিতেছি। আমি ওই মাঠকে চিরকাল মনে রাখব। আমার জীবনে ওই পিচের একটা অংশ রাখতে চেয়েছিলাম। সেজন্যই পিচের মাটি খেয়েছি। আমার কাছে ওই মুহূর্তগুলো খুব দামি। আমাদের সমস্ত স্বপ্ন ওখানে বাস্তব হয়েছে।'

West Indies T20 World Cup Cricket News Rohit Sharma ICC Cricket World Cup Cricket World Cup
Advertisment