Advertisment

Semifinal qualification: ভারতের জয়ে আত্মহারা বাংলাদেশ! আফগান ম্যাচে ৬২ রান, ১৩ ওভারের অঙ্ক মিললেই সেমিতে টাইগাররা

India demolish Australia: শুরুতে বাংলাদেশ যদি ব্যাট করে তাহলে আফগানিস্তানকে ৬২ রানের ব্যবধানে হারাতে হবে। শুরুতে বোলিং করলে আফগানিস্তানের টার্গেট বাংলাদেশকে পেরোতে হবে ১৩ ওভারের মধ্যে। মঙ্গলবার শুরুতে ব্যাটিং করছে আফগানিস্তান। অর্থাৎ আফগানরা যা স্কোর খাড়া করবে, সেই টার্গেট বাংলাদেশকে পেরোতে হবে ১৩ ওভারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
t20 World Cup, Bangladesh, India vs Australia

Bangladesh, Australia, Afghanistan Qualification scenarios: গ্রুপ-এ তে সেমির লড়াই উত্তেজক জায়গায় (টুইটার)

Semifinal qualification scenarios after India vs Australia: ভারতের কাছে ২৪ রানে হার হজম করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। আর টানা দুই ম্যাচে হার হজম করে সুপার-৮ থেকে অজিদের বিদায়ের মঞ্চ তৈরি হয়ে গিয়েছে।

Advertisment

অস্ট্রেলিয়ার সেমিতে পৌঁছনোর অঙ্ক কী

তবে আফগানিস্তান এবং তারপর ভারতের কাছে হারলেও এখনও অস্ট্রেলিয়ার সেমিতে পৌঁছনোর সুযোগ রয়েছে। মঙ্গলবার সকাল ৬ টা থেকেই শুরু হয়েছে আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ।

সেই ম্যাচে আফগানিস্তানের হারের প্রত্যাশায় থাকবে অজি শিবির। কোনওভাবে আফগানিস্তান জিতলেই ছুটি হয়ে যাবে অস্ট্রেলিয়ার। বাংলাদেশের পক্ষে বাজি ধরবে ক্যাঙ্গারু বাহিনী। আফগানিস্তান হারলে গ্রুপের তিন দলের পয়েন্ট একই জায়গায় থাকবে। তখন নেট রানরেট উন্নত থাকার কারণে অজিরা শেষ চারে কোয়ালিফাই করতে পারে।

আরও পড়ুন: পক্ষপাতদুষ্ট ICC, ভারতকে অন্যায্য অনুশীলনের সুবিধা কেন! বিস্ফোরক অভিযোগ এবার বাংলাদেশি মিডিয়ায়

বাংলাদেশের সেমিতে পৌঁছনোর অঙ্ক কী?

জয় ছাড়া গতি নেই বাংলাদেশের। হারলেই গল্প শেষ। শুধু জিতলেই হবে না। আফগানিস্তানে এবং অস্ট্রেলিয়াকে রান রেটে টক্কর দিতে হবে। ভারতের ২৪ রানে জয়ের পর বাংলাদেশের সামনে রয়েছে ৬২ রান এবং ১৩ ওভারের অঙ্ক। অর্থাৎ শুরুতে বাংলাদেশ যদি ব্যাট করে তাহলে আফগানিস্তানকে ৬২ রানের ব্যবধানে হারাতে হবে। শুরুতে বোলিং করলে আফগানিস্তানের টার্গেট বাংলাদেশকে পেরোতে হবে ১৩ ওভারের মধ্যে। মঙ্গলবার শুরুতে ব্যাটিং করছে আফগানিস্তান। অর্থাৎ আফগানরা যা স্কোর খাড়া করবে, সেই টার্গেট বাংলাদেশকে পেরোতে হবে ১৩ ওভারে। তাহলেই অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে নেট রানরেটে পেরিয়ে সেমিতে যাবে বাংলাদেশ।

আফগানিস্তানের সেমিতে পৌঁছনোর অঙ্ক কী?

আফগানিস্তানের হিসেব খুব সহজ। বাংলাদেশ ম্যাচ স্রেফ জিতলেই ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সেমিতে খেলবেন রশিদ খানরা। জিতলে কোনও সমীকরণ ছাড়াই সোজাসুজি শেষ চারে পৌঁছবে আফগানরা। আফগানিস্তান হারলেও পৌঁছতে পারে সেমিতে। তবে যদি রানরেট বাকি দুই দলের থেকে উন্নত হয়।

Cricket Australia Indian Team Bangladesh Cricket Afghanistan Cricket Team Indian Cricket Team Bangladesh Cricket Team Australia Cricket Team
Advertisment