Pakistan Super 8 qualification scenarios: পাকিস্তান প্রথম ম্যাচেই ইউএসএ-র কাছে হেরে গিয়ে নিজেদের সুপার-৮'এ ওঠার রাস্তায় কাঁটা ছড়িয়ে দিয়েছে। এরপরে দ্বিতীয় ম্যাচে হেভিওয়েট ইন্ডিয়াকে বাগে পেয়েও হারাতে পারেননি বাবর আজমরা। মাত্র ১১৯ রানে ভারতকে আটকে রেখেছিল পাকিস্তান। তবে সেই রান চেজ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান।
কানাডাকে শেষ ম্যাচে হারিয়ে কোনওরকমে পরের রাউন্ডে পৌঁছনোর সুযোগ বাঁচিয়ে রেখেছে পাক দল। তবে শেষ আটে পৌঁছতে এখনও পাহাড় টপকাতে হবে। বিশেষ করে ফ্লোরিডার যা আবহাওয়া তাতে পাকিস্তানের বুকে কাঁপুনি ধরানোর জন্য যথেষ্ট।
ফ্লোরিডার লডারহিলে তিনটে মেগা ম্যাচ হবে-
ইউএসএ vs আয়ারল্যান্ড: জুন ১৪ (শুক্রবার)
ভারত vs কানাডা: ১৫ জুন (শনিবার)
পাকিস্তান vs আয়ারল্যান্ড: ১৬ জুন (রবিবার)
এই ভেন্যুতেই সম্প্রতি নেপাল বনাম শ্রীলঙ্কা ম্যাচ ভেস্তে গিয়েছিল। যাতে শ্রীলঙ্কা কার্যত সুপার-৮ লড়াইয়ের বাইরে চলে।গিয়েছে। এখন দেখতে হবে, পাকিস্তানের ভাগ্যেও একই জিনিস রয়েছে কিনা।
ফ্লোরিডার আবহাওয়ার পূর্বাভাস
লডারহিলের সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'গতকাল এবং আজ দক্ষিণ ফ্লোরিডায় অতিরিক্ত বৃষ্টি ভাসিয়ে দিয়েছে। আগামী শুক্রবারও এই অবস্থা বজায় থাকবে। লডারহিলের দুর্যোগ মোকাবিলা বাহিনীর তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে।'
ফ্লোরিডার ফোর্ট লডারডেলের পরেই লডারহিল। ইউএসএ-র প্রচার মাধ্যমে বলা হচ্ছে, ফ্লোরিডার দক্ষিণে বিরল ফ্ল্যাশ ফ্লাড আপদকালীন পরিস্থিতি তৈরি করেছে।
এপি-র প্রতিবেদনে লেখা হচ্ছে, বুধবারের বৃষ্টি এবং তাঁর পরবর্তী বন্যা রাস্তাঘাট অবরুদ্ধ করে ফেলেছে। যানবাহন চলাচলে বিঘ্ন তৈরি করেছে। কানাডায় স্ট্যানলি কাপ গেমসে ফ্লোরিডা প্যান্থার্স বনাম এডম্যান্টন অয়েলার্স ম্যাচে বিলম্ব ঘটিয়েছে। একাধিক রাস্তা ভেসে গিয়েছে। যান চলাচল প্রায় বন্ধ। শহরের অন্যতম প্রাণকেন্দ্র ব্রডওয়ে কাউন্টির ইন্টারস্টেট ৯৫-এ যান চলাচল ঘুরিয়ে দেওয়া হচ্ছে। জল নিষ্কাশনের কাজ করে চলেছেন কন্ট্র্যাক্টররা।
জাতীয় আবহাওয়া দফতরের তরফে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বন্যা পরিস্থিতির ওপর নজর রাখার কথা ঘোষণা করা হয়েছে। ফ্লোরিডার গভর্নর রন দে স্যান্টিস লডারহিল সহ পাঁচটি কাউন্টিতে ইমার্জেন্সি ঘোষণা করেছেন।
ফ্লোরিডার বৃষ্টি কীভাবে পাকিস্তানের সুযোগ নষ্ট করতে পারে
ইউএসএ ১০ বল বাকি থাকতেই ভারতের কাছে হেরে বসেছে। এখন দ্বিতীয় স্থানে থাকা দলের ভাগ্য নির্ধারণ মোটেও নেট রানরেটের মাধ্যমে বিবেচিত হবে না। ভারত ইতিমধ্যেই সুপার-৮'এ পৌঁছে গিয়েছে। নেট রানরেটে পাকিস্তান (০.১৯১) এগিয়ে ইউএসএ-র (০.১২৭) থেকে।
পাকিস্তানকে সুপার-৮'এ উঠতে হলে আয়ারল্যান্ডকে হারাতে হবে এবং একই সঙ্গে ইউএসএ-কে হারতে হবে আইরিশদের কাছে। প্রাপ্ত পয়েন্টের থেকে আর এক পয়েন্ট ইউএসএ বেশি অর্জন করলেই বিদায় হবে পাকিস্তানের। কোয়ালিফাই করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এর অর্থ বৃষ্টিতে আয়ারল্যান্ড-ইউএসএ ম্যাচ কিংবা পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে গেলেই কপাল পুড়বে বাবর আজমদের।