Advertisment

T20 World Cup Prize Money: চ্যাম্পিয়ন হয়ে কোটি কোটি টাকায় ভাসলেন রোহিতরা, দক্ষিণ আফ্রিকার-ও ঝুলি ভরিয়ে দিল ICC

Indian Cricket Team t20 World Cup champion: আফগানিস্তান সুপার ৮-এ অস্ট্রেলিয়াকে পর্যন্ত হারিয়ে দিয়েছে। ইতিহাস সৃষ্টি করে সেমিফাইনালে পর্যন্ত উঠেছে। আর ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ৫ জুন। অপরাজিত থেকে ফাইনালে উঠেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team, t20 World Cup 2024 Champion

Team India: বার্বাডোজে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)

Team India to get whopping Prize Money: এবারের আইসিসি টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) পুরস্কারের ছড়াছড়ি। রেকর্ড পুরস্কার মূল্যের কথা আগেই ঘোষণা করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। এবারের টি২০ বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নিয়েছে। টুর্নামেন্টের প্রথম দিকগুলো হয়েছে আমেরিকায়। শেষভাগটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এমন ব্যবস্থা করেছে, যে ২০ নম্বর দলটাও বিরাট অর্থ পাবে।

Advertisment

২ জুন শুরু হয়েছে এবারের টি-২০ বিশ্বকাপ। নবাগত আমেরিকা পাকিস্তানের মত দলকে হারিয়ে সুপার-৮ এ উঠেছে। আর, আফগানিস্তান সুপার ৮-এ অস্ট্রেলিয়াকে পর্যন্ত হারিয়ে দিয়েছে। ইতিহাস সৃষ্টি করে সেমিফাইনালে পর্যন্ত উঠেছে। আর ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ৫ জুন। অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে।

টি-২০ বিশ্বকাপের পুরস্কার মূল্যের কথা বললে বলতে হয়- বিজয়ী দল হিসাবে ভারতের পকেটে ঢুকছে প্রায় ২০.৩৬ কোটি টাকা। রানার্স দল হয়ে দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ১০.৬৪ কোটি টাকা। সেমিফাইনালে ওঠা দুই দল আফগানিস্তান এবং ইংল্যান্ড পেল ৬.৫৪ কোটি টাকা। দ্বিতীয় রাউন্ড থেকে বাইরে চলে যাওয়া দলগুলো (বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ) পাবে ৩.১৭ কোটি টাকা। নবম থেকে ১২তম স্থানে থাকা দলগুলো পাবে ২.০৫ কোটি টাকা। ১৩তম থেকে ২০তম স্থানে থাকা দলগুলো পাবে ১.৮৭ কোটি টাকা। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে জয়ী দলগুলো পাবে: ২৫.৮৯ লক্ষ টাকা। সব মিলিয়ে টি-২০ বিশ্বকাপে মোট ৯৩.৫১ কোটি টাকার পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে।

এই হিসেবে আফগানিস্তান এবং ইংল্যান্ড এবারের টি-২০ বিশ্বকাপ থেকে ৭ লক্ষ ৮৭ হাজার ৫০০ ডলার করে পাবে। ভারতীয় মুদ্রায় এর মূল্য ৬ কোটি ৫৬ লক্ষ টাকা।

ICC Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team Indian Team T20 World Cup South Africa Cricket Team
Advertisment