Advertisment

Indian Born USA cricketers: ভারত ম্যাচের আগেই 'মিনি ভারতের' কাছে হার! পাকিস্তানের ভরাডুবি এই চার ভারতীয় সুপারস্টারেই

USA stun Pakistan: লজ্জার হার পাকিস্তানের, এতে অবদান ভারতীয়দেরই

author-image
IE Bangla Sports Desk
New Update
Gujarat-born captain, T20 World Cup, গুজরাট-জাত অধিনায়ক, টি-২০ বিশ্বকাপ

Gujarat-born captain-T20 World Cup: বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর আমেরিকার অধিনায়ক সৌরভ নেত্রভালকার (বামদিকে)। (ছবি- এক্সপ্রেস)

Indian born USA cricketers: গুজরাটে জন্মানো অধিনায়ক। প্রাক্তন মুম্বই পেসার। পাকিস্তানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের টি-২০ বিশ্বকাপ ম্যাচ জয়ের পিছনে বড় ভূমিকা নিলেন এই তারকারাই। এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের রোমাঞ্চকর সুপার ওভার জয় গোটা উপমহাদেশেরই নজর টেনেছে।

Advertisment

২০১৯-এর ১ জানুয়ারি, টি-২০ বিশ্বকাপে টি-২০ টুর্নামেন্ট খেলার ছাড়পত্র পেয়েছে আমেরিকা। তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ৩০টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। আর, তার মধ্যে ১৯টিতে জিতেছে। অর্থাৎ, অর্ধেকের বেশি। নতুন দলের কাছে যা মোটেও খারাপ নয়। তারই মধ্যে এবারের টি-২০ বিশ্বকাপে তারা শক্তিশালী পাকিস্তানকেও হারিয়ে দিল।

গত মাসে তাদের প্রথম টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিতে স্মরণীয় জয় পেয়েছিল আমেরিকা। ঘরের মাঠে সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল। বিশ্বকাপের মঞ্চে অভিজ্ঞতা ছাড়াই খেলতে নেমে নবম টি-২০ বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি ডালাসে কানাডার বিরুদ্ধে ১৯৪ রান করে তাদের বিশ্বকাপ দৌড়ের সূচনা করেছিল। এই রান টি-২০ বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান।

বৃহস্পতিবার সেই আমেরিকাই এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছে। ২০০৯ সালের চ্যাম্পিয়ন এবং গত টি-২০ বিশ্বকাপের ফাইনালিস্ট পাকিস্তান। তাদের বিরুদ্ধে সুপার ওভারে জয় পেয়েছে। এবারের টি-২০ বিশ্বকাপের এটাই দ্বিতীয় সুপার ওভার। আর টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম টাই। পাকিস্তান ২০০৭ সালে এভাবেই ভারতের কাছেও হেরেছিল।

বৃহস্পতিবারের পরাজয় অবশ্য ভারত এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ এ-তে খেলার আগে পাকিস্তানকে পরবর্তী পর্যায়ে ওঠার ক্ষেত্রে বেশ অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্র আপাতত দুটি ম্যাচ জিতে এ গ্রুপে শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে। বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ আমেরিকা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তার মধ্যেই ঐক্য তুলে ধরেছে।

আরও পড়ুন- ওঁরা হারে বেশি, জেতে কম! পাকিস্তানের হারে কেঁদেকেটে একশা পাক সুন্দরী, ভিডিও না দেখলে চরম মিস

মনঙ্ক প্যাটেল
'ভারতের দুধের রাজধানী' বলে পরিচিত গুজরাটের আনন্দ-এ জন্ম নেওয়া মোনাঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিলেন। বিভিন্ন স্তরে গুজরাটের প্রতিনিধিত্ব করার পরে তিনি আমেরিকায় চলে যান। ৩১ বছর বয়সি এই ক্রিকেটার গত তিন বছর দলকে নেতৃত্বও দিয়েছেন। ২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে তিনি ওয়ানডে এবং টি-২০ ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন। মোনাঙ্ক একজন উইকেটরক্ষক-ব্যাটার। বৃহস্পতিবার তিনি পাকিস্তানের বিরুদ্ধে ৩৮ বলে হাফসেঞ্চুরি করেন। ইনিংসে ছিল সাতটি চার ও একটি ছয়।

সৌরভ নেত্রাভালকার
সৌরভ নেত্রভালকারের ক্রিকেট জার্নির শুরু ভারতে। কেএল রাহুল, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক আগারওয়ালদের মত তারকাদের সঙ্গেই ভারতের জার্সিতে যুব বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। শেষ পর্যন্ত উচ্চশিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। কার্নেল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ডিগ্রি কোর্সে ভর্তি হন। এরপরে সফটওয়ার ইঞ্জিনিয়ার আর ক্রিকেটার, দ্বৈত জীবন শুরু হয় নেত্রাভালকারের। কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করার পর বিশ্বখ্যাত সফটওয়ার ফার্ম ওরাকল-এ তিনি যোগ দেন। ২০১৯-এ মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে সৌরভের ক্রিকেটে অভিষেক। এরপর ক্যাপ্টেন হয়েছেন। দলের প্রধান বোলার। ডেথ ওভারেও সমান কার্যকরী। মার্কিন মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডম-এর হয়ে খেলেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাঁর নেতৃত্বেই আমেরিকা জিতেছে।

নস্টুশ কেনজিগে
টি-২০ বিশ্বকাপে তাঁর প্রথম খেলায় বাঁহাতি স্পিনার কেনজিগে বৃহস্পতিবার ৩০ রানে তিন উইকেট নিয়েছেন। ৩৩ বছর বয়সি বোলার দক্ষিণ-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্মেছেন। ১৯৯২ সালে তাঁর পরিবারের সঙ্গে ভারতে ফিরেছিলেন। স্কুল এবং কলেজের লেখাপড়া কর্ণাটকেই শেষ করেন। কর্ণাটকে বিশ্ববিদ্যালয়স্তরে ক্রিকেট খেলেছেন। ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার তিন বছর পরে সেদেশের জাতীয় দলে স্থান পান।

নীতীশ কুমার
কানাডার অন্টারিওতে জন্ম। ভারতীয় বংশোদ্ভূত পিতামাতার সন্তান। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের সময় টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ (১৬ বছর, ২৮৩ দিন) হিসেবে শিরোনামে স্থান পেয়েছিলেন। ২০১২ সালে টি-২০ তে আত্মপ্রকাশ। ২০১৯ সাল পর্যন্ত ১৮টি টি-২০ ম্যাচ খেলেছেন। কানাডার কঠোর কোভিড পরিস্থিতি দেখে নীতীশ আমেরিকায় চলে যান। লোয়ার-অর্ডার ব্যাটার তথা অফ-স্পিনার নীতীশ পাকিস্তানের বিরুদ্ধে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

T20 World Cup India ICC Cricket World Cup Cricket World Cup USA Pakistan Cricket Team
Advertisment