Major pitch controversy ahead of India vs Ireland match: একী পিচ! পিচ নাকি খোঁয়াড়! আইসিসিকে উদ্দেশ্য করে এভাবেই ক্ষোভ উগরে দিচ্ছেন ক্রিকেট সমর্থকরা। নিউ ইয়র্কের শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরেই ক্রিকেট মহলের কাঠগড়ায় আইসিসি। সরাসরি বলে দেওয়া হচ্ছে, এই পিচ টি২০ তো বটেই ক্রিকেটের পক্ষেই উপযুক্ত নয়।
শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে কোনওরকমে স্কোরবোর্ডে ৭৭ রান জড়ো করেছিল। দক্ষিণ আফ্রিকান বোলারদের মধ্যে আনরিখ নর্জে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং ধূলিসাৎ করে দেন। লঙ্কানদের সবথেকে মারকুটে তারকা কুশল মেন্ডিস ৩০ বলে করেন ১৯ রান।
দক্ষিণ আফ্রিকার জয় নিয়ে কখনই কোনও সংশয় ছিল না। তবে প্রোটিয়াজদের জয়-ও এসেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। স্ট্রোক প্লে কার্যত সম্ভব-ই নয় এই পিচে। কিছুদিন আগেই দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে ঝড় তোলা ট্রিস্টান স্টাবস করলেন ২৮ বলে ১৩।
এরপরেই গোটা ক্রিকেট মহল পিচের সমালোচনায় মেতে ওঠে। ফাফ দু প্লেসিস বলে দেন, এই পিচ 'স্পাইসি'। ইরফান পাঠানের বক্তব্য, এই পিচ মোটেই টি২০ ক্রিকেটের উপযুক্ত নয়। এমনকি হর্ষ ভোগলে চাঁচাছোলা ভাষায় বলে দিয়েছেন, "নতুন দেশে ক্রিকেটের পরিচিতি প্রসারের জন্য এমন পিচ আদর্শ কিনা, নিশ্চিত নই।"
নিউইয়র্কের এই নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে পিচ তৈরির দায়িত্বে ছিলেন ডামিয়েন হাউ। যিনি এডিলেড ওভালের নামজাদা পিচ কিউরেটর। তবে ঘটনা হল, এই পিচেই বুধবার ভারত গ্রুপের প্ৰথম ম্যাচ খেলতে নামছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। স্ট্রোক প্লেয়ারে বোঝাই ভারতীয় দলের এই পিচের কন্ডিশন দেখেই আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাওয়ার জোগাড়। যদিও আইসিসির আশা, টুর্নামেন্ট যত গড়াবে, পিচ স্বাভাবিক হয়ে উঠবে। ভারত-পাকিস্তান ম্যাচে এই পিচ সহজ হয়ে আসবে, জানাচ্ছে আইসিসি।
এমনিতেই এই ভেন্যুর আউটফিল্ড প্রশ্নবিদ্ধ। মনোজ তিওয়ারি যেমন বলে দিয়েছেন, বল মাঠে ড্রপ করার পর গতি হারিয়ে ফেলছে। "কোনও ব্যাটার সজোরে হাঁকালেও বল কষ্ট করে বাউন্ডারি পেরোচ্ছে। কারণ আউটফিল্ড প্রস্তুত করার সময় প্রচুর পরিমাণে বালি ব্যবহার করা হয়েছে। এখানে ধারাবাহিক ছক্কা হাঁকানো যাবে না। মাটি ঘেঁষা শট খেলতেই হবে। আর দুই রানের থেকে বেশি সিঙ্গলস দেখা যাবে। আইসিসির কাছে এটা প্রত্যাশা করা যায়নি। কারণ বিশ্বকাপের আগে মাঠ, আউটফিল্ড তৈরির পর্যাপ্ত সময় ছিল আইসিসির হাতে।"
এই ভেন্যুতেই বিশ্বকাপের সাত-সাতটা ম্যাচ হবে। এর মধ্যে ভারত-ই খেলবে তিনটি ম্যাচ। প্ৰথম ম্যাচের পর টিম ইন্ডিয়ার বুকে ধুকপুকানি শুরু হয়ে গিয়েছে, বলার অপেক্ষা রাখে না।