India vs Pakistan, Imad Wasim: ভারতের বিরুদ্ধে মেগা ম্যাচের আগেই শক্তি বাড়িয়ে নিল পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ তো বটেই বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও প্ৰথম ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি দলের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। শনিবার পাকিস্তানের হেড কোচ গ্যারি কার্স্টেন ঘোষণা করে দিয়েছেন, ভারত ম্যাচেই খেলবেন ইমাদ।
ইমাদের অন্তর্ভুক্তি ভরসা জোগাবে পাক শিবিরকে। তাঁর অনুপস্থিতিতে পাক দলের ভারসাম্যই টলে গিয়েছিল। অফ ফর্মে থাকা আজম খানকে খেলাতে বাধ্য হয়েছিল পাকিস্তান। একমাত্র স্পিনার হিসাবে ভরসা ছিলেন শাদাব খান। আজম খান এবং শাদাব খান দুজনেই নিজেদের মেলে ধরতে পারেননি। আজম খান গোল্ডেন ডাক করেছেন। শাদাব খান বল হাতে দলকে ব্রেক থ্রু এনে দিতে পারেননি।
ইমাদ দলে ঢুকলেই বাইরে বসবেন আজম খান। গোটা কেরিয়ারে জুড়েই অজস্র চোট-আঘাতের মুখে পড়েছেন ইমাদ। বুকের পাঁজরে চোট পাওয়া থেকে হাঁটুতে দীর্ঘকালীন সমস্যা রয়েছে।
আরও পড়ুন: বৃষ্টির জোরালো সম্ভাবনা, ভারত-পাক ম্যাচ ভেস্তে গেলেই কপাল পুড়বে বাবরদের! প্রায় নিশ্চিত বিদায়
কোচ গ্যারি কার্স্টেন আশাবাদী ইমাদ ফিরলে পাকিস্তান-ও জয়ের সরণিতে ফিরবে। ভারত ম্যাচের আগেই তিনি বলে দিয়েছেন, "ভারতের বিপক্ষে খেলার জন্য ইমাদ ফিট। আশা করি আগামীকালের ম্যাচে আমরা প্রত্যাবর্তন (জয়ে) করতে পারব। আমি অতীতে থাকতে একদমই পছন্দ করি না। আমাদের ফোকাস এখন পুরোপুরি ভারত ম্যাচে দুর্ধর্ষ ক্রিকেট খেলা।"
ভারত নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে জোড়া ম্যাচ খেলে ধাতস্থ হয়ে গিয়েছে, এমনটা মানতে নারাজ পাকিস্তানের প্রোটিয়াজ কোচ। বলে দিয়েছেন, "টি২০-তে খুব দ্রুত অবস্থার পরিবর্তন হয়। একই ভেন্যুতে কোনও দল যদি ২-৩ ম্যাচ খেলে ফেলে, সেটা তাঁদের মোটেও সুবিধার বিষয় হবে বলে মনে করি না।" প্ৰথম একাদশ বাছাই নিয়ে গুরু গ্যারির সংযোজন, "দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আলোচনা করছি। এখনও প্রথম একাদশ চূড়ান্ত নয়। ম্যাচের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমরা সেরা একাদশ-ই নামাব।"