/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/IND-vs-BNG-Rohit-Virat.jpg)
IND vs BNG-Rohit-Virat: ফিল্ডিং করতে মাঠে নেমেই প্রতিক্রিয়া দেখানো শুরু করে ভারত। (ছবি-টুইটার)
Rohit Sharma send off: ধারে-ভারে সমতুল্য নয়। তবুও এবারের টি-২০ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে ছিল তীব্র উত্তেজনা। কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে ৩৭ রানে আউট করার পর বাংলাদেশের তানজিম হাসান সাকিব আক্রমণাত্মকভাবে বিরাট কোহলির দিকে আগ্রাসী উদযাপন করেছিলেন। যা এই ম্যাচে ভয়ঙ্কর উত্তেজনার আমদানি করে। মুহূর্তে তানজিমের প্রতিক্রিয়া ভাইরাল হয়ে যায়। ফিল্ডিংয়ের সময় মাঠে নেমে এর পালটা দিতে শুরু করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
হার্দিক পান্ডিয়া বাংলাদেশের ওপেনার লিটন দাসকে ফিরিয়ে দিয়ে টাইগারদের ওপর প্রথম আঘাত হানেন। তার আগে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সুপার ৮-এর এই দ্বিতীয় ম্যাচে হার্দিক পান্ডিয়ার অপরাজিত অর্ধশতক ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে ১৯৬ তুলতে বিরাট সাহায্য করে। বাংলাদেশ ব্যাট করার সময় রোহিত শর্মাকে সারাক্ষণ দেখা যায়, কখনও আক্রমণাত্মক আচরণ দেখিয়ে ক্রিজের দিকে এগিয়ে যাচ্ছেন। কখনও আবার, বাংলাদেশি ক্রিকেটারদের কটাক্ষ করছেন।
পান্ডিয়া আক্রমণে এসেই অফস্ট্যাম্পের বাইরে স্লো অফ কাটার দিয়েছিলেন। লিটন দাস ক্রিজের মধ্যে শাফল করে অফসাইডে সরে গিয়ে লেগ স্ট্যাম্পে বল উড়িয়ে দেন। তবে স্লো বল পড়তে না পারায় ব্যাটে বলে ঠিকমত সংযোগ করতে পারেননি লিটন দাস।
ডিপ স্কোয়ার লেগ থেকে দৌড়ে এসে সামনে ঝাঁপিয়ে ক্যাচ নেন সূর্যকুমার যাদব। দারুণ এই ব্রেক থ্রু পেয়ে যাওয়ায় রোহিত নিজেকে সংবরণ করতে পারেননি। ঘুঁষি ছুড়ে উদযাপন করতে দেখা যায় তাঁকে। এমনকি প্যাভিলিয়নে ফিরতে থাকা লিটনকে আগুনে সেন্ড অফ-ও দেন রোহিত। ক্যাপ্টেন হিটম্যানের মুখ থেকে গালিগালাজ-ও বেরোয়। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় এরপরেই বলাবলি শুরু হয়ে যায় কোহলির অপমানের পাল্টা ফিরিয়ে দিলেন ক্যাপ্টেন রোহিত।
ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত। টস জিতে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চলতি টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সুপার ৮-এর ম্যাচে ভারতের বিরুদ্ধে ফিল্ডিং নিয়েছিলেন। ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলি মেন ইন ব্লু-এর হয়ে ইনিংস শুরু করেছিলেন। তাঁরা ২২ বলে ৩৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। রোহিত শর্মা ১১ বলে তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ২৩ রান করে আউট হন।
The Rohit Sharma 👑 celebration 🥶#rohitsharma#t20cw24#IndvsBan#INDvsBAN#indvsban#cricketlovers#IndianCricketTeampic.twitter.com/wwZSOnnSaA
— Devoteeofsharma45 (@devoteofrohit45) June 22, 2024
এরপরই ভারত উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থকে নামিয়ে দেয়। বাঁহাতি সিমার মুস্তাফিজুর রহমানের বোলিংয়ে কোহলি ছয় মেরে ষষ্ঠ ওভারে টিম ইন্ডিয়াকে ৫০-এ পৌঁছে দেন। নবম ওভারে দুই উইকেট হারায় ভারত। ডানহাতি পেসার তানজিম হাসান সাকিব প্রাক্তন ভারতীয় অধিনায়ক কোহলিকে ফিরিয়ে দেন। কোহলি ২৮ বলে ৩৭ রান করেছেন। মেরেছেন একটা চার, তিনটে ছক্কা। সূর্যকুমার যাদব ২ বলে ৬ রান করে ফিরে যান। সূর্যকুমারও একটা ছক্কা হাঁকান। এই দুই উইকেট হারানোর পর, টিম ইন্ডিয়ার স্কোর ৮.৩ ওভারে হয়ে যায় ৭৭/৩।
Tanzim Hasan shows aggression to Virat Kohli after cleaning his stumps. pic.twitter.com/QrcMmD2uMF
— Himanshu Pareek (@Sports_Himanshu) June 22, 2024
শেষ পর্যন্ত রোহিত-বাহিনী ১১.২ ওভারে ১০০ পূর্ণ করে। লেগ-স্পিনার রিশাদ হোসেনের বোলিংয়ে পন্থ ছক্কা মেরে ভারতকে ১০০ রানে পৌঁছে দেন। ২৪ বলে ৩৬ রানের ইনিংস খেলার পর ১২তম ওভারে প্যাভিলিয়নে ফিরে যান পন্থ। এরপর ১৭তম ওভারে ভারত ১৫০ রানে পৌঁছয়। শিবম দুবে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার আগে তিনটি ছয় মেরে ২৪ বলে ৩৪ রান তোলেন। তিনি অপরাজিত থেকে যান।
আরও পড়ুন- বাংলাদেশ ম্যাচ যেন গলি ক্রিকেটের সমান! তাচ্ছিল্য করে অদ্ভুত কাণ্ড বিরাটের, ভিডিও সামনে আসতেই হৈচৈ
হার্দিক পান্ডিয়া চারটি চার ও তিনটি ছক্কার সাহায্যে মাত্র ২৭ বলে ৫০ রান করেন। তিনিও অপরাজিত থেকে যান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। একটি উইকেট নেন সাকিব আল হাসান।