Advertisment

Virat Kohli: বাংলাদেশ ম্যাচ যেন গলি ক্রিকেটের সমান! তাচ্ছিল্য করে অদ্ভুত কাণ্ড বিরাটের, ভিডিও সামনে আসতেই হৈচৈ

IND vs BAN, Super 8: বাংলাদেশ ম্যাচ যেন গলি ক্রিকেটের লড়াই! কোহলির অদ্ভুত কাণ্ডে হঠাৎই ঝড়, দেখুন চমকানো ভিডিও

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs BNG, Virat, ভারত বনাম বাংলাদেশ, বিরাট কোহলি,

IND vs BNG-Virat: মাঠে এভাবেই বল খোঁজার চেষ্টা চালান বিরাট। (ছবি- টুইটার)

Virat Kohli attempts retrieving ball: যেন গলির ক্রিকেট চলছে। গলি ক্রিকেটে আকছার বল হারিয়ে যায় বা বল এমন জায়গায় চলে যায়, যে খেলোয়াড়দের তা খুঁজে নিয়ে আসতে হয়। শনিবার সেই দৃশ্যই দেখা গেল এবারের টি-২০ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচে। কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলিকে দেখা গেল বল খুঁজতে গিয়ে নিজের শরীরের অর্ধেকের বেশি অংশ বিজ্ঞাপনের প্ল্যাটফর্মের নীচে ঢুকিয়ে দিতে। শনিবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সুপার এইটের ম্যাচে এই দৃশ্য দেখে দর্শকদের অনেকের মধ্যেই জেগে উঠল শৈশবের স্মৃতি।

Advertisment

২০২৪ টি-২০ বিশ্বকাপের সুপার ৮-এর রাউন্ডে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচ ঘিরে ছিল তীব্র উত্তেজনা। কারণ, ভারত ইতিমধ্যেই আফগানিস্তানকে হারিয়েছে। বাংলাদেশকে হারাতে পারলেই সেমিফাইনালের অনেকটা কাছে চলে যাবে। আর, সেই উত্তেজনার ম্যাচেই দর্শকদের মন কাড়ল বিরাটের কাণ্ড। ধারাভাষ্যকারকেও শোনা গেল গোটা দৃশ্যটা বর্ণনা করতে। আর, সেই সময় ধারাভাষ্যকারের থেমে থেমে দৃশ্যপট বর্ণনা যেন, তাঁর নিজেরও ছেলেবেলার স্মৃতিতে ডুব দেওয়ার মতই শোনাচ্ছিল। ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় ঘটনাটি ঘটেছে। ভারত এই ম্যাচ ৫০ রানে জিতে রীতিমতো লজ্জায় ফেলেছে বাংলাদেশকে।

শনিবার অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে যখন এই বিরাট-কাণ্ড ঘটছে, তখন বাংলাদেশের ইনিংসের ১৭ ওভার। লক্ষ্য, ভারতের ১৯৭ রান। চার উইকেট হাতে রেখে মাত্র ১৮ বলে ৭৪ রানের এক অসম্ভব লক্ষ্যের সামনে দাঁড়িয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বাহিনী। সেই সময় রিশাদ হোসেন আরশদীপ সিংয়ের বলে ছক্কা হাঁকান। বল ডিপ-মিড-উইকেট দিয়ে ওভার বাউন্ডারি হয়ে এলইডি বিজ্ঞাপনের হোর্ডিংয়ের প্ল্যাটফর্মের নীচে গিয়ে পড়ে।

বিরাট কোহলি সেই সময় বাউন্ডারির দড়ির কাছে ফিল্ডিং করেছিলেন। তিনি বিজ্ঞাপনের ফেন্সিং পেরিয়ে হোর্ডিংয়ের প্ল্যাটফর্মের নীচ থেকে বল বের করে আনার চেষ্টা চালান।। বল প্ল্যাটফর্মের নীচে বেশ খানিকটা ঢুকে যাওয়ায়, বিরাটও প্ল্যাটফর্মের বেশ কিছুটা ভিতরে নিজের শরীরকে ঢুকিয়ে দেন। যা ধারাভাষ্যকারেরও নজর টানে।

শনিবারের এই ম্যাচে ভারতের জয়ে বিরাট ভূমিকা অবশ্য কোহলি নন, পালন করেছেন ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি ২৭ বলে অপরাজিত ৫০ রান তোলেন। যার মধ্যে ছিল চারটে বাউন্ডারি এবং তিনটে ছক্কা। ম্যাচে ভারত মোট ১৯৬ রান করে। যা এখনও পর্যন্ত এবারের টি-২০ বিশ্বকাপে রোহিত-বাহিনীর সর্বোচ্চ স্কোর। হার্দিক বোলিংয়ে ৩২ রান দিয়ে এক উইকেট নেন। কুলদীপ যাদব ৮ উইকেটে ১৪৬ রান করেন।

আরও পড়ুন- এই তো ক্রিজে এলো, কায়দা করতে দে ওঁকে! মাহমুদুল্লাহকে ক্রিজেই চরম খিল্লি রোহিতের, দেখুন ভিডিও

বাংলাদেশের বিরুদ্ধে এই জয়ের ফলে ভারত এবারে টি-২০ বিশ্বকাপের সুপার ৮ পর্বের গ্রুপ ১-এ টেবিলের শীর্ষস্থানে চলে গেল। সোমবার গ্রোস আইলেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার ৮-এর শেষ ম্যাচ খেলবে ভারত।

T20 World Cup Virat Kohli ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment