Advertisment

India vs Bangladesh Weather Report: বৃষ্টি হলেই পোয়াবারো বাংলাদেশের, সেমির দৌড়ে হোঁচট খাবে ভারত! বড় আপডেট ম্যাচের আগেই

India vs Bangladesh weather forecast: বাংলাদেশ সুপার ৮ পর্বে ওঠার পথে গ্রুপ পর্বে তিনটে ম্যাচ জিতেছে। শ্রীলঙ্কার মত দলকে গ্রুপ পর্বে ছিটকে যেতে হয়েছে বাংলাদেশের বিক্রমে। তবে সুপার-৮ পর্বে প্ৰথম ম্যাচেই বাংলাদেশ ২৮ রানে ডিএলএস-এ হার হজম করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবার তাঁদের বিপক্ষে হেভিওয়েট ভারত।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs BAN, t20 World Cup 2024, Weather Updates

India vs Bangladesh weather update: বৃষ্টিতে পন্ড হতে পারে ভারত-বাংলাদেশ ম্যাচ (টুইটার)

T20 World Cup, India vs Bangladesh Weather Today: টি২০ বিশ্বকাপে সেমি ফাইনালে পৌঁছনোর লড়াইয়েও নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে বৃষ্টি। শনিবার সুপার-৮'এর গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত-বাংলাদেশ মুখোমুখি হচ্ছে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে। সেই ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

Advertisment

নিউ ইয়র্কের কঠিন পিচে খেলে আসার পর বার্বাডোজে শেষ পর্যন্ত নিজেদের স্বাভাবিক খেলা খেলতে সমর্থ হয়েছে টিম ইন্ডিয়া। প্রায় পছন্দের পরিবেশে ভারত সুপার ৮ অভিযান শুরু করেছে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে। শনিবার ভারত নামছে বাংলাদেশের বিরুদ্ধে।

বাংলাদেশের বিপক্ষে ভারতের পরিসংখ্যান বরাবর রোহিতদের পক্ষে। তবে বাংলাদেশ কঠিন গাঁট হয়ে ধরা দিতে পারে। বাংলাদেশ সুপার ৮ পর্বে ওঠার পথে গ্রুপ পর্বে তিনটে ম্যাচ জিতেছে। শ্রীলঙ্কার মত দলকে গ্রুপ পর্বে ছিটকে যেতে হয়েছে বাংলাদেশের বিক্রমে। তবে সুপার-৮ পর্বে প্ৰথম ম্যাচেই বাংলাদেশ ২৮ রানে ডিএলএস-এ হার হজম করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এবার তাঁদের বিপক্ষে হেভিওয়েট ভারত।

ভারত বনাম বাংলাদেশ ম্যাচে কি বৃষ্টির সম্ভবনা রয়েছে?

তবে এই ম্যাচে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার যাবতীয় উপকরণ রয়েছে। Accuweather.com-এর রিপোর্ট অনুযায়ী, সকালের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সকাল ১০ টা থেকে ১১.৩০ এর মধ্যে (ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০ থেকে রাত ৯টা) যে কোনও সময়ে বৃষ্টি নামতে পারে। বিকালের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।

ভারত বনাম বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে?

সুপার-৮'এর এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। তাই দুই দলের মধ্যেই পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হবে। বৃষ্টিতে ম্যাচ পন্ড হলে সেমিফাইনালে পৌঁছনোর লড়াই আরও তীব্র হবে। কারণ সেক্ষেত্রে ভারতকে শেষ ম্যাচে মোকাবিলা করতে হবে অস্ট্রেলিয়ার। অন্যদিকে, বাংলাদেশ শেষ ম্যাচে খেলবে আফগানিস্তানের বিপক্ষে। দুই দলের কাছেই সুপার-৮'এর শেষ ম্যাচ হয়ে দাঁড়াবে মাস্ট উইন। সেক্ষেত্রে সেমিতে ওঠার ব্যাপারে সুবিধাজনক জায়গায় থাকবে বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানদের হারালেই সেক্ষেত্রে কেল্লাফতে হবে।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে সেমিতে উঠব, শনিবারে রোহিতদের শনি হয়ে ওঠার হুঙ্কার বাংলাদেশ ক্যাপ্টেনের

ভারত বনাম বাংলাদেশ সম্ভাব্য একাদশ

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (সি), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ড্য, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান

ভারত বনাম বাংলাদেশ স্কোয়াড

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ড্য (ভিসি), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ , মোহাম্মদ সিরাজ।

বাংলাদেশ স্কোয়াড: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, জাকের আলী, তানভীর ইসলাম, শোরিফুল ইসলাম, জাকের আলী। সৌম্য সরকার।

T20 World Cup Indian Team Bangladesh Cricket ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment