Rishabh Pant, IND vs IRE T20 World Cup: দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। আন্তর্জাতিক ক্রিকেটের বৃত্তের বাইরে থাকতে হয়েছে মাসের পর মাস। দুর্ঘটনায় স্তব্ধ হতে বসেছিল ক্রিকেট কেরিয়ার-ই। সেখান থেকে ফিরে এসেছেন। অনিশ্চিত লগ্ন থেকে আইপিএলে ফর্মে ফেরার বার্তা দিয়েছিলেন।
আর বিশ্বকাপে পা রেখেই, আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখছেন ঋষভ পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে কঠিন পিচে ঝোড়ো হাফসেঞ্চুরি করে গিয়েছিলেন। তবে সেটা ছিল ওয়ার্ম আপ ম্যাচ। আর বিশ্বকাপের মূল ম্যাচে খেলতে নেমেই পন্থের ব্যাট থেকে বেরোল ভরসা করার মত ইনিংস। সতেজ অসমান বাউন্স ভরা পিচে যেখানে ব্যাটারদের কাছে টিকে থাকাই চ্যালেঞ্জ, সেখানেই ফুল ফুটিয়েছেন পন্থ।
আর দুর্দান্ত ইনিংস খেলার পাশাপাশি মন্ত্রমুগ্ধ করেছেন অবিশ্বাস্য শটে। ভারতের জয় এসেছে যে শটে সেই শট-ই আপাতত চলতি বিশ্বকাপের সেরা শটের মর্যাদা পেয়ে গিয়েছে। আইরিশ পেসার ব্যারি ম্যাককার্থির গুড লেংথের বল বাঁ হাতি ব্যাটারের আড়াআড়ি মুভ করেছিল। বিশ্বের কেউই কার্যত ভাবতে পারেনি গতিময় সেই বল-ই অনায়াসে রিভার্স স্কুপে উইকেটের পিছনে একশো আশি ডিগ্রিতে ছক্কা হাঁকিয়ে দেবেন পন্থ। সেই শটের পর ম্যাককার্থির প্রতিক্রিয়াই যেন বলে দিচ্ছিল বিস্ময়ে নতজানু হওয়ার কথা।
ফাস্ট বোলারদের রীতিমতো লাঞ্ছনা করে রিভার্স স্কুপে এভাবে ছক্কা হাঁকানো কিন্তু পন্থের নতুন কিছু নয়। এর আগেও এই অসম্মানের সাক্ষী থেকেছেন জোফ্রা আর্চার, জেমস আন্ডারসনের মত সুপারস্টার।
ধারাভাষ্য দেওয়ার সময় রিকি পন্টিং তো বলেই ফেললেন, "আমরা বিন্দুমাত্র বিস্মিত নই। আসলে এর আগেও আমরা টেস্ট ক্রিকেটে এমনটা দেখেছি। জেমস আন্ডারসনকে ও দ্বিতীয় নতুন বলে উড়িয়ে দিয়েছিল। নেটে এরকম অনুশীলন করা এক বিষয়। আর বিশ্বকাপের মত ম্যাচে সেগুলো প্রয়োগ করা সম্পূর্ণ আলাদা বিষয়। ও এদিন অনবদ্য ছিল। বিশ্বকাপের প্ৰথম ম্যাচে যেমনটা শুরু হওয়া উচিত, সেটাই হল।"
আরও পড়ুন: ICC-র ওপর ক্ষেপে লাল ভারত! রোহিত-পন্থদের দুর্দশায় বেনজির বিদ্রোহের পথে টিম ইন্ডিয়া
আইপিএলে পন্থকে সামনে থেকে দেখেছেন দিল্লি অনুশীলনে এই শট হাঁকাতে। তারপর আন্তর্জাতিক মঞ্চেও দেখলেন প্রিয় শিষ্যের কীর্তি। কীভাবে এরকম দুরূহ সমস্ত শট অবলীলায় খেলেন পন্থ। ক্রিকেট মহলের ব্যাখ্যা, দুর্দান্ত শরীরের বেস এবং পরিষ্কার মন। বোলারের হাত থেকে বল রিলিজ না হওয়া পর্যন্ত কার্যত কোনও মুভমেন্ট করেন না পন্থ। তবে শক্তিশালী শরীরের বেস এবং হাতের ফ্রি ফ্লোয়িং পন্থকে বারবার এই দুরূহ শট খেলার সুযোগ এনে দিচ্ছে।
যাইহোক, ম্যাচে ভারতের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। কঠিন পিচে বুমরা-হার্দিক এবং অর্শদীপদের সামনে মাত্র ৯৬ রানে গুটিয়ে গিয়েছিল আইরিশরা। জবাবে ব্যাট করতে নেমে অসমান বাউন্স ভরা পিচে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। হাফসেঞ্চুরিয়ন রোহিত শর্মা হাতে আঘাত লাগার পর মাঠ ছাড়েন।