India vs Ireland t20 world cup tickets: গায়ানায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাছি তাড়িয়েছিল গ্যালারি। আইসিসির রোষানলে পড়েছিল ক্রিকেট ভক্তদের। সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল এবার ভারতের বিশ্বকাপের প্ৰথম ম্যাচেও। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত খেলল কার্যত ফাঁকা গ্যালরিকে সাক্ষী রেখে। গোটা বিশ্বে জনপ্রিয়তম দল ভারত। বিশ্বের যে স্টেডিয়ামেই খেলেন কোহলি-রোহিতরা, সেখানেই তিল ধারণের জায়গা থাকে না।
আর ভারতীয় ভর্তি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেই কিনা টিম ইন্ডিয়ার খেলা দেখতে হাজির মাত্র হাতে গোনা দর্শক। বুধবারের ম্যাচের পর ফের একপ্রস্থ ক্ষোভের মুখে পড়েছে আইসিসি। সমর্থকদের দাবি, ভারতের ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে লাগামছাড়া। তাই ইচ্ছা থাকলেও অনেক দর্শক স্টেডিয়ামে হাজির থাকতে পারেননি।
আরও পড়ুন: পাকিস্তান ম্যাচের আগেই ছন্নছাড়া টিম ইন্ডিয়া! রোহিতদের দুরবস্থায় আইসিসিকে দুমড়ে মুচড়ে আক্রমণ প্রাক্তনীদের
ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচের টিকিটের মূল্য ১৫০ মার্কিন ডলার থেকে (ভারতীয় মুদ্রায় সাড়ে ১২ হাজার টাকা)। প্রিমিয়াম ভিআইপি টিকিটের মুল্য ধরা হয়েছে ১০০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৪ হাজার টাকা)।
তবে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম আরও চড়া। মার্কি ম্যাচে সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ মার্কিন ডলার। সেই ম্যাচের সবথেকে দামি টিকিটের দাম ঘোরাফেরা করছে ২৫০০-১০০০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এক-একটি টিকিটের মূল্য ২ লক্ষ থেকে ৮.৩৪ লক্ষ টাকা। ঘটনাচক্রে ভারতেই কয়েকমাস আগে আয়োজিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের টিকিটের মূল্য ছিল সর্বনিম্ন ৫০০ টাকা।
একেই নাসাউ স্টেডিয়ামের পিচ, আউটফিল্ড নিয়ে প্রচন্ড চাপে রয়েছে আইসিসি। এর মধ্যেই ভারত ম্যাচে দর্ষকশূন্য গ্যালারি ঘুম উড়িয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার।