/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/ind-pak.jpg)
Rohit Sharma injury: পাকিস্তান ম্যাচে ক্যাপ্টেন রোহিতকে পাওয়া নিয়ে সংশয় (টুইটার)
Rohit Sharma retires hurt: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয় এল সহজে। তবে ৮ উইকেটে জয়ের আনন্দে চোনা ফেলল ক্যাপ্টেন রোহিতের ইনজুরি। হাফসেঞ্চুরি করার পর রোহিত মাঠ ছাড়েন মার্ক এডেয়ারের বাউন্সার কাঁধে লাগিয়ে। পুল শট হাঁকাতে গিয়েছিলেন রোহিত। তবে টাইমিংয়ে মিস করে বসেন তিনি।
চোট লাগার পরেই রোহিত যন্ত্রণায় কাতরাতে থাকেন। তারপরেই মাঠ ছাড়েন। রোহিতের চোট কতটা গুরুতর জানা যায়নি। তবে ভারতের আশা রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মার্কি ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন তিনি।
রোহিত এদিন সাবলীল ভঙ্গিতেই ছিলেন। ৩৭ বলে ৫২ রানের ইনিংসে ৪টে বাউন্ডারি, তিনটে ওভার বাউন্ডারি হাঁকান। ভারত-ও ৪৬ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়।
Rohit Sharma 🤝 Pull shot = 🔥🤩#INDvIRE | LIVE NOW | #T20WorldCupOnStarpic.twitter.com/r1lH8VFg63
— Star Sports (@StarSportsIndia) June 5, 2024
এমনিতেই নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ নিয়ে আইসিসি যথেষ্ট চাপে রয়েছে। শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে দুই দলের স্ট্রোক প্লেয়াররা হিমশিম খেয়েছিল ক্রিজে নেমে। শ্রীলঙ্কার ৭৮ রানের টার্গেট চেজ করতে কালঘাম বেরিয়ে যায় প্রোটিয়াজ বিগ হিটারদের-ও।
ভারত সহজে জিতলেও ফের একবার আলোচনায় উঠে এল নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের পিচ এবং আউটফিল্ড। অমসৃণ বাউন্স। আউটফিল্ডে সজোরে বল হাঁকালেও বল দাঁড়িয়ে যাচ্ছে। শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মত উদ্বেগের কারণ দিয়ে গেল এই স্টেডিয়ামে। ঋষভ পন্থও আইরিশ বোলারদের বেশ কয়েকবার আঘাত সহ্য করলেন। পিচের বাউন্স আগে থেকে বোঝাই যাচ্ছে না। এই পিচে খেললে চোট-আঘাত হবেই। রোহিতের ইনজুরি যেন সেই বার্তাই দিয়ে গেল।
৯ জুন পাকিস্তানের আমের, শাহিন আফ্রিদিদের এই পিচেই খেলতে হবে ভারতকে। যা নিয়ে দুশ্চিন্তা আরও গাঢ় ভারতীয় শিবিরে।
পিচের এই কন্ডিশনের জন্য আইসিসিকে একহাত নিয়েছেন মাইকেল ভন থেকে ওয়াসিম জাফররাও। মাইকেল ভন যেমন কোনও রাখঢাক না করেই বলে দিয়েছেন, 'জঘন্য পিচ।' মিকি আর্থার লিখে দিয়েছেন, "নিউইয়র্কের এই পিচ একদমই খারাপ।" একধাপ এগিয়ে ওয়াসিম জাফর শ্লেষাত্মক ভঙ্গিতে লিখেছেন, "এই পিচ দুরন্ত। টি২০-এ ছদ্মবেশে মার্কিনীদের টেস্ট ক্রিকেটে আসক্ত করে তোলাই আসলে প্ল্যানিং রয়েছে।"
Shocking pitch … #IREvsIND
— Michael Vaughan (@MichaelVaughan) June 5, 2024
This pitch in New York is very poor! #IREvsIND
— Mickey Arthur (@Mickeyarthurcr1) June 5, 2024
This is an excellent pitch in New York. Provided the idea was to get the American audience hooked on to Test cricket disguised as T20. #INDvIRE#T20WorldCup
— Wasim Jaffer (@WasimJaffer14) June 5, 2024
রোহিত ম্যাচের পর বলেছেন, "হ্যাঁ, এখনও অল্প ব্যাথা রয়েছে। টসের সময়েই বলেছিলাম, এই পিচ চমকে দিতে পারে। মাত্র পাঁচ মাসের পুরোনো এই পিচে কীরকম খেলা হয় আগে জানতাম না। দ্বিতীয় ইনিংসে আমরা ব্যাট করার সময়ও পিচ তৈরি ছিল না। বোলারদের জন্য এই পিচে অনেক রসদ রয়েছে।" সবমিলিয়ে ভারত-আয়ারল্যান্ড ম্যাচ আইসিসির অস্বস্তি আরও বাড়িয়ে দিল।