Advertisment

IND vs PAK: রোহিত-বাবরদের সামনেই স্টেডিয়ামের আকাশে অজানা এয়ারক্র্যাফট, পাকিস্তানের রাজনৈতিক বার্তা গোটা বিশ্বের কাছে, দেখুন চরম ভিডিও

India vs Pakistan, t20 World Cup 2024: ইমরান খানের সমর্থকরা তাঁর মুক্তির দাবিতে এই প্রথমবার-ই ক্রিকেট স্টেডিয়ামে সুর চড়ালেন না। বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তান আয়ারল্যান্ড ট্যুরে গিয়েছিল। সেখানে এক ইমরান সমর্থককে দেখা গিয়েছিল মহম্মদ রিজওয়ানের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করতে।

author-image
IE Bangla Sports Desk
New Update
An aircraft carrying a Release Imran Khan banner flies across the Nassau County Stadium in New York.(AP)

একটি রিলিজ ইমরান খানের ব্যানার বহনকারী একটি বিমান নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম জুড়ে উড়ে যাচ্ছে।(এপি)

Imran Khan banner during India vs Pakistan Match: ক্রিকেটের মহাযজ্ঞের আসর বসল নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে। আর সেই ম্যাচের বিশ্বের কাছে আকর্ষণ কেড়ে নিল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবি সম্বলিত ব্যানার।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওয় দেখা গিয়েছে মাঠের ওপর দিয়ে উড়ে যাচ্ছে এক এয়ারক্র্যাফট। তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এক ব্যানার। যাতে লেখা রয়েছে, "মুক্তি দেওয়া হোক ইমরান খানকে।" সেই সময় বৃষ্টির কারণে ম্যাচ সাময়িক বন্ধ ছিল। প্ৰথম ওভারে শাহিন আফ্রিদির ওভারে রোহিত-কোহলি ৮ রান স্কোরবোর্ডে যোগ করার পর হঠাৎ করেই বৃষ্টি নামে।

ইমরান খানের সমর্থকরা তাঁর মুক্তির দাবিতে এই প্রথমবার-ই ক্রিকেট স্টেডিয়ামে সুর চড়ালেন না। বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তান আয়ারল্যান্ড ট্যুরে গিয়েছিল। সেখানে এক ইমরান সমর্থককে দেখা গিয়েছিল মহম্মদ রিজওয়ানের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করতে। সেই সময় তাঁর হাতে ছিল 'রিলিজ ইমরান খান' পোস্টার।

২০১৯-এ ইংল্যান্ড বিশ্বকাপে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচে একই ধরণের এক এয়ারক্র্যাফটকে দেখা যায় 'বিশ্বের উচিত বালোচিস্তান নিয়ে কথা বলা' সম্বলিত পোস্টার নিয়ে উড়ে বেড়াতে। সেবার হেডিংলেতে ভারত ম্যাচ চলার সময় 'জাস্টিস ফর কাশ্মীর', 'কাশ্মীরে গণহত্যা বন্ধ করুক ভারত', 'মুক্তি দেওয়া হোক কাশ্মীর'কে লেখা পোস্টারও দেখা গিয়েছিল।

https://platform.twitter.com/widgets.js

২০২৩ থেকে একাধিক অভিযোগে অভিযুক্ত হয় পাকিস্তানের প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খান জেলে বন্দি। পাকিস্তানের নির্বাচক কমিশন ইমরান খানের নামে অভিযোগ আনে তোশাখানা দুর্নীতি মামলায়। সেখানেই দোষী সাব্যস্ত হন ইমরান খান। তাঁকে প্রথমে আটক জেলে বন্দি করা হয়। তারপর আদিয়ালা জেলে স্থানান্তরিত করা হয় তাঁকে।

তাঁর নামে চার ধারায় পৃথক চার মামলা চলছে। রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করা মামলায় কয়েকদিন আগেই ইসলামাবাদ হাইকোর্ট তাঁকে মুক্তি দিয়েছে। এমনটাই রয়টার্সের রিপোর্টে বলা হয়েছিল।

pakistan Cricket World Cup ICC Cricket World Cup Pakistan Cricket T20 Indian Cricket Team Pakistan Cricket Team
Advertisment