Advertisment

Pakistan Super 8 qualification: বিশ্বকাপে পাকিস্তান 'বেঁচে' ভারতের ভরসায়! রোহিত-কোহলিদের জন্য এবার গলা ফাটাবেন বাবর-রিজওয়ানরা

Pakistan super 8s qualification scenarios: পাকিস্তানের সুপার এইট-এ ওঠার সবথেকে বড় প্রতিদ্বন্দী আপাতত ভারত এবং ইউএসএ। শেষ দুই ম্যাচে পাকিস্তান জিতলে তাঁরা সর্বোচ্চ ৪ পয়েন্ট অর্জন করবে। যা ইতিমধ্যেই ভারত এবং ইউএসএ-র কাছে রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan, Pakistan qualification

Pakistan Qualification to Super 8: ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে পাকিস্তান (টুইটার)

How can pakistan still qualify: ভারতের কাছে হেরে বিশ্বকাপের শুরুতেই বিদায়ের সুর পাকিস্তান শিবিরে। প্ৰথম ম্যাচে ইউএসএ-র কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়াই কাল হয়েছিল। তারপর ভারতের কাছে জেতা ম্যাচ হাতছাড়া হয়ে গিয়েছে।

Advertisment

গ্রুপ এ থেকে হিসেবের সমীকরণ বলছে সুপার এইট-এ পৌঁছনোর।বিষয়ে ফেভারিট ভারত এবং ইউএসএ। দুই দলই দুই ম্যাচে দুই জয় হাসিল করেছে। দুই দলের সংগ্রহে ৪ পয়েন্ট। কানাডা রয়েছে তিন নম্বরে। চারে পাকিস্তান এবং একদম শেষে আয়ারল্যান্ড। পাকিস্তানকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে শেষ দুই ম্যাচে আয়ারল্যান্ড এবং কানাডার বিপক্ষে বড়সড় ব্যবধানে জিততে হবে। সেই সঙ্গে কোনওভাবেই যেন বৃষ্টিতে তাঁদের ম্যাচ না ধুয়ে যায়, সেই বিষয়টিও থাকবে।

আর পাকিস্তানকে সুপার এইট-এ পৌঁছনোর জন্য ভারতের সাহায্য প্রয়োজন। কীভাবে দেখে নেওয়া যাক:

পাকিস্তানের সুপার এইট-এ ওঠার সবথেকে বড় প্রতিদ্বন্দী আপাতত ভারত এবং ইউএসএ। শেষ দুই ম্যাচে পাকিস্তান জিতলে তাঁরা সর্বোচ্চ ৪ পয়েন্ট অর্জন করবে। যা ইতিমধ্যেই ভারত এবং ইউএসএ-র কাছে রয়েছে। গ্রুপের শীর্ষে থাকা এই দুই দলই এখনও দুটো করে ম্যাচ খেলবে। দুই দলই একটি ম্যাচে জিতলে যে পয়েন্ট অর্জন করবে তা পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে।

যেভাবে পাকিস্তানের পক্ষে যেতে পারে সমীকরণ দেখে নেওয়া যাক:

-বর্তমানে পাকিস্তানের নেট রানরেট ০.১৫। নেট রানরেটের বিচারে ভারত এবং ইউএসএ-কে ছুঁতে শেষ দুই ম্যাচে (বনাম কানাডা এবং বনাম আয়ারল্যান্ড) বড়সড় ব্যবধানে জিততে হবে পাক বাহিনীকে।

-ভারত আগামী বুধবার পরের ম্যাচে নামবে ইউএসএ-র বিপক্ষে। পাকিস্তান চাইবে সেই ম্যাচে ভারত যেন ওলট পালট করে হারায় ইউএসএ-কে। যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেট রানরেট একদম তলানিতে এসে ঠেকে। সেই সঙ্গে পাকিস্তান চাইবে ইউএসএ যেন তাঁদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছেও হেরে বসে। এমন পরিস্থিতিতে ইউএসএ এবং পাকিস্তান দুই দলই এক পয়েন্টে থাকবে। তখন নেট রানরেটে পাকিস্তানে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ থাকছে।

-ইউএসএ-র বিপক্ষে ভারত নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার পর ফ্লোরিডায় গ্রুপের শেষ ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে। পাকিস্তানের সুপার এইট-এ যাওয়াত সম্ভাবনা ভীষণই ক্ষীণ। তবে ক্রিকেটে তো মিরাকল ঘটেই থাকে। সেই আশাতেই ভারতের দিকে তাকিয়ে থাকবে পাকিস্তান।

T20 World Cup Indian Team ICC Cricket World Cup pakistan Indian Cricket Team Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment