Imad Wasim accused of wasting balls: ইচ্ছা করেই নাকি পাকিস্তানকে হারিয়েছেন ইমাদ ওয়াসিম। এমনই গুরুতর অভিযোগ উঠে গেল এবার তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে। পাকিস্তানি টিভি চ্যানেলে খুল্লামখুল্লা আক্রমণ করে বসলেন এবার সেলিম মালিক।
লো স্কোরিং থ্রিলার। ম্যাচের ১৪ তম ওভার পর্যন্ত-ও ৮০ শতাংশ জয়ের সম্ভাবনা নিয়ে এগোচ্ছিল পাকিস্তান। সেই সময় পাকিস্তানের স্কোর ছিল ৮০ রান। হাতে ৭ টা উইকেট। ক্রিজে ছিলেন শাদাব খান, ইমাদ ওয়াসিমরা। ৩৬ বলে তখন দরকার ৪০ রান। তবে বুমরার একটা ম্যাজিক ওভার-ই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
১৫, ১৬ এবং ১৭- এই তিন ওভারে ভারত খরচ করার মাত্র ১০ রান। এই তিন ওভারে বুমরা-হার্দিক-অক্ষররা ম্যাচের গতি নির্ধারণ করে দেয়। শেষ তিন ওভারে জয়ের জন্য তাই কঠিন পিচে টার্গেট নেমে দাঁড়ায় ৩০-এ। তবে সেটা কার্যত অসাধ্য সাধন করার মতই ব্যাপার। সেটাই হয় শেষমেশ।
আর ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে টানা ডট বল খেলার জন্য এবার পাকিস্তানি ক্রিকেটে ক্ষোভের মুখে পড়লেন ইমাদ। ২৪ নিউজ চ্যানেলে সেলিম মালিক বলে দিয়েছেন, "ইমাদের ইনিংস দেখলেই বোঝা যায়। ও ইচ্ছা করে বল নষ্ট করছিল। রান নিচ্ছিল না। যাতে রান চেজ আরও কঠিন হয়ে পড়ে।"
আরও পড়ুন: জেতা ম্যাচ হেরে কান্নায় লুটোপুটি নাসিম শাহের! রোহিত যা করলেন তাতে কুর্নিশ বিশ্বের, দেখুন ভিডিও
১২০ রানের ছোটখাটো টার্গেট ছিল। কিন্তু ম্যাচের পরিসংখ্যান বলছে পাক ব্যাটাররা মোট ৫৯টি ডট বল খেলেন। ইমাদ ওয়াসিম নিজে ১৫ করেন ২৩ বল খেলে।
আফ্রিদি আবার বলে দিয়েছেন, পাকিস্তানি ড্রেসিংরুমে সবকিছু হয়ত ঠিকঠাক নেই। বাবর আজমকে তিনি আক্রমণ করে বলে দিয়েছেন, "একজন অধিনায়ক দলের সকলকে কাছাকাছি নিয়ে আসেন। হয় দলের সংহতি বাড়িয়ে তোলে নাহয় দলের পরিবেশ নষ্ট করে দেয়। শাহিনের সঙ্গে আমার এমন সম্পর্ক যে আমি যদি ওঁকে নিয়ে বলি, তাহলে সবাই বলবেন ও আমার জামাই বলে এমন বলছি।"
টানা দুই হারে পাকিস্তানের বিদায় কার্যত নিশ্চিত। গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। শেষ দুই ম্যাচে কানাডা, আয়ারল্যান্ডকে হারানোর পাশাপাশি ভারত এবং ইউএসএ-র খেলার ওপরেও নজর রাখতে হবে পাকিস্তানকে। বড় কোনও অলৌকিক কাণ্ড না ঘটলে পাকিস্তানের সুপার এইটে কোয়ালিফাই না করা কার্যত নিশ্চিত।