Advertisment

Siraj-Rizwan: রিজওয়ানকে আঘাত একদম ঠিক হয়েছে! পাক তারকাকে সপাটে মেরে এখন 'জাতীয় হিরো' সিরাজ

Mohammed Siraj and Mohammad Rizwan: জয়ের জন্য ১২০ রানের লক্ষ্যকে তাড়া করে পাকিস্তান ব্যাটিং শুরু করেছিল। কিন্তু, ২০ ওভারে ৭ উইকেটে তারা ১১৩ রানেই থেমে যায়। তার পিছনে বিরাট কৃতিত্ব ভারতীয় বোলারদের।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammad Rizwan, Mohammed Siraj, India vs Pakistan, t20 World Cup

Mohammed Siraj tried to hurt Mohammad Rizwan: হঠাৎই রিজওয়ানকে লক্ষ্য করে বল ছুঁড়ে দেন সিরাজ (টুইটার)

Siraj tried to hurt Rizwan: টি-২০ বিশ্বকাপে রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচে সিরাজের থ্রো-এ পাকিস্তানের মহম্মদ রিজওয়ানের আঘাত পাওয়ার ঘটনাটি সোশ্যাল মিডিয়াকে সরগরম করে তুলেছে। নেটিজেনদের একাংশের নিশানায় মহম্মদ রিজওয়ান। তাঁকে 'ড্রামা কুইন' বলে পর্যন্ত কটাক্ষ করা হয়েছে। একাংশ আবার সিরাজকেও কটাক্ষ করেছে, রিজওয়ানকে আঘাত করার জন্য। এই অনিচ্ছাকৃত আঘাতের পর সিরাজ গিয়ে রিজওয়ানের কাছে ক্ষমা চান। দু'জন পরস্পরকে জড়িয়ে ধরে স্পোর্টস স্পিরিটকে সঠিক মাত্রা দেন।

Advertisment

এবারের বিশ্বকাপে গত রবিবার, ৯ জুন ছিল হাইভোল্টেজ ম্যাচ। ওই ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়েছিল। ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ৬ রানে জয় পেয়েছে। জয়ের জন্য ১২০ রানের লক্ষ্যকে তাড়া করে পাকিস্তান ব্যাটিং শুরু করেছিল। কিন্তু, ২০ ওভারে ৭ উইকেটে তারা ১১৩ রানেই থেমে যায়। তার পিছনে বিরাট কৃতিত্ব ভারতীয় বোলারদের।

জসপ্রিত বুমরাহ ১৪ রানে তিন উইকেট নিয়েছেন। তিনিই পাকিস্তানের সর্বোচ্চ ৩১ রান করা মহম্মদ রিজওয়ানকে ফিরিয়ে দেন। পাশাপাশি ১৩ রানে ফিরিয়ে দেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও ৫ রানে ইফতিকার আহমেদকে। ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ম্যাচে দুই উইকেট নিয়েছেন। এর আগেই উদ্বোধনী ম্যাচে আমেরিকার কাছে পাকিস্তান হেরেছিল। রবিবার ছিল এবারের টি-২০ বিশ্বকাপে তাদের দ্বিতীয় পরাজয়।

এই টানটান উত্তেজনার ম্যাচেই দাগ কেটেছে সিরাজ আর রিজওয়ানের ঘটনাটি। সিরাজের বল রিজওয়ান মারতে যাওয়ার পর, সেই শট সিরাজ ধরে ফেলেন। আর, উইকেট লক্ষ্য করে বলটা ছোড়েন। সেই বল রিজওয়ানের উইকেটের বদলে রিজওয়ানের হাতে লাগে। বলটা রিজওয়ানের গায়ে লেগে ফাইন লেগের দিকে চলে গেলে যন্ত্রণায় কাতর রিজওয়ান উঠে সিঙ্গল রান নেন। সেই সময় ধারাভাষ্যকার ছিলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রম। তিনি রিজওয়ানের প্রশংসা করেন।

তবে, নেটিজেনরা রিজওয়ানকে ছাড়েননি। এক নেটিজেন লিখেছেন, 'ধন্যবাদ সিরাজ।' অন্য এক নেটিজেন লিখেছেন, 'ধন্যবাদ সিরাজ। প্রতিটি পাকিস্তানি ভক্ত এই মুহূর্তে যা করতে চায় আপনি তা-ই করেছেন #INDvsPAK।' অন্য একজন নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, 'রিজওয়ানকে একাধিকবার আঘাত করার জন্য সিরাজকে ধন্যবাদ।' অন্য একজন লিখেছেন, 'সাবাশ সিরাজ। অপ্রয়োজনীয় চিৎকার করার জন্য এটা রিজওয়ানের প্রাপ্য।' আরেকজন লিখেছেন, 'ড্রামা কুইন মহম্মদ রিজওয়ানের এজেন্ডা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার বদলে খেলায় আরও মনোনিবেশ করা উচিত। শুভকামনা সিরাজ।'

এই জয় আমেরিকাকে সরিয়ে ভারতকে গ্রুপ-এ পর্বের শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে। বুধবার ভারত-আমেরিকা গ্রুপ পর্বে মুখোমুখি হবে। রবিবার ঘটনায় হারের পর হতাশা প্রকাশ করে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, 'আমরা ভাল বোলিং করেছি। ব্যাটিংয়ে, অনেক বেশি উইকেট হারিয়েছি। অনেকগুলো ডট বল খেলেছি। টেল এন্ডাররা ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে। আমরা আমাদের ভুল নিয়ে আলোচনা করব।'

T20 World Cup Indian Team ICC Cricket World Cup Cricket World Cup Mohammed Siraj Indian Cricket Team Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment