Advertisment

Pakistan Surgery: বড় অপারেশনের প্রয়োজন পাকিস্তানের! বাবরদের ছেঁটে ফেলার বার্তা দিয়ে বিস্ফোরক পিসিবি প্রধান

PCB chairman Mohsin Naqvi: ১২০ রানের টার্গেট চেজ করে পাকিস্তান শেষ পর্যন্ত নিউ ইয়র্কে থামে ১১৩/৭-এ। "যেভাবে আমরা প্রথমে ইউএসএ এবং তারপর এদিন ভারতের কাছে হারলাম, তাতে আমাদের এখন দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে ভাবতে হবে।"

author-image
IE Bangla Sports Desk
New Update
India vs Pakistan, T20 World Cup 2024

PCB chief Mohsin Naqvi: ভারতের কাছে লজ্জার হার পাকিস্তানের (টুইটার)

PCB Chairman Mohsin Naqvi on India vs Pakistan: লো স্কোরিং ম্যাচে পাকিস্তান পরাজয় বরণ করেছে। তারপর পাক দল কে খুল্লামখুল্লা আক্রমণ করে বসলেন পিসিবি প্রধান মহসিন নকভি। বিস্ফোরকভাবে বলে দিলেন, ছোটখাটো অস্ত্রোপচারে আর কাজ হবে না। বড় সার্জারির প্রয়োজন।

Advertisment

পাকিস্তানের একাধিক মিডিয়া আউটলেটে নকভি বলে দিয়েছেন, "প্রথমে মনে হয়েছিল ছোটখাটো অস্ত্রোপচারেই হয়ত কাজ মিটে যাবে। তবে ভারতের বিপক্ষে শোচনীয় পারফরম্যান্সের পর এটা স্পষ্ট যে বড়সড় অস্ত্রোপচারের দরকার রয়েছে। আমাদের পাটফরম্যান্স তলানিতে ঠেকেছে। দলের পারফরম্যান্সের মান বাড়ানোই এখন আমাদের কাছে চ্যালেঞ্জ।"

১২০ রানের টার্গেট চেজ করে পাকিস্তান শেষ পর্যন্ত নিউ ইয়র্কে থামে ১১৩/৭-এ। "যেভাবে আমরা প্রথমে ইউএসএ এবং তারপর এদিন ভারতের কাছে হারলাম, তাতে আমাদের এখন দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে ভাবতে হবে।"

আরও পড়ুন: বুমরা নন, ম্যাচের মাঝে রোহিতের এই কাণ্ডই আসল জিতিয়েছে ভারতকে! ঐতিহাসিক জয়ের পরেই আসল রহস্য ফাঁস

জানুয়ারিতে পিসিবির চেয়ারম্যান হন নকভি। পরবর্তীতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি। তাঁর সাফ বক্তব্য, ক্রিকেটারদের যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। "সকলেই জিজ্ঞাসা করছেন কেন দল পারফর্ম করতে পারছে না। এখনও ওয়ার্ল্ড কাপে সুযোগ রয়েছে। তবে আমরা অবশ্যই বসব এবং সমস্ত বিষয় পর্যালোচনা করব।" বলে দিয়েছেন তিনি।

নকভি আরও বলেছেন, আপাতত ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শক্তিশালী স্কোয়াড গড়াই তাঁদের একমাত্র লক্ষ্য। "চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমাদের প্রস্তুত হতে হবে। দলের বাইরে যাঁরা রয়েছে তাঁদের সুযোগ দিয়ে দেখা হবে।" তাঁর সংযোজন।

পাকিস্তানের এখনও দুটো ম্যাচ বাকি রয়েছে। কানাডা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের সঙ্গেই গ্রুপের বাকি ম্যাচের ফলাফল-ও পাকিস্তানের অনুকূলে হতে হবে।

T20 World Cup ICC Cricket World Cup Cricket World Cup pakistan Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment