Advertisment

Pakistan fan: ট্র্যাক্টর বেচা ২.৫ লাখ টাকায় বিশ্বকাপের টিকিট! পাকিস্তানের ভরাডুবিতে সর্বনাশ এই সমর্থকের, হলেন সর্বস্বান্ত

Pakistan fan shattered: জেতা ম্যাচ হেরে গিয়ে সমর্থকদের এভাবেই ডুবিয়ে দিল পাকিস্তান, কান্নার আওয়াজ সর্বত্র

author-image
IE Bangla Sports Desk
New Update
India, Pakistan, ভারত, পাকিস্তান,

India-Pakistan: টানটান উত্তেজনার ম্যাচে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে। (ছবি-টুইটার)

India vs Pakistan, fans shattered: রবিবার (৯ জুন) হয়ে যাওয়া ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা ছিল তুঙ্গে। তার সঙ্গে পাল্লা দিয়ে টিকিটের দাম নিয়েও উঠেছে বিস্তর অভিযোগ। এত চড়া দামের টিকিট কিনতে সাধারণ মানুষ হিমশিম খেয়েছেন। এক পাকিস্তানি ভক্ত এই টিকিট কিনতে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত খরচা করেছেন। ওই টাকা জোগাড় করতে তিনি নিজের ট্রাক্টর অবধি বিক্রি করে দিয়েছেন। কারণ, আমেরিকার মুদ্রায় ওই টিকিটের দাম ছিল ৩,০০০ মার্কিন ডলার। কিন্তু, টিকিটের পিছনে এত টাকা খরচ করলেও এই ম্যাচে ভারতের কাছে পাকিস্তান ৬ রানে পরাস্ত হওয়ায় ওই পাকিস্তানি ভক্ত হতাশ। তিনি রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছেন।

Advertisment

আইসিসি টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটা ছিল ভারতের কাছে পাকিস্তানের সপ্তম হার। ভারতীয় ভক্তদের জন্য বিষয়টা অবশ্যই আনন্দের। আর, উলটোদিকে মেন ইন গ্রিনের ভক্তদের জন্য তেমনই হৃদয়বিদারক। আর, তার মধ্যে যদি এমন ভক্ত থাকেন, যিনি নিজের ট্রাক্টর বেচেও খেলা দেখতে এসেছেন, তবে তাঁর যন্ত্রণা যে ঠিক কতটা হতে পারে, সেকথা না বললেও চলে।

এই ম্যাচে জসপ্রিত বুমরাহের অনবদ্য বোলিং রীতিমতো ধসিয়ে দিয়েছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে। ঋষভ পন্থের শেষ পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা, একটা মাঝারি মানের ইনিংস, রবিবার নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতকে যেন একটা আলাদা শক্তি জুগিয়েছিল। আর, সেই শক্তিই রবিবারের ম্যাচে ভারতকে জয় এনে দিল। গ্রুপ এ পর্ব থেকে চলতি টি-২০ বিশ্বকাপে ভারতের আরও এগিয়ে যাওযার পথ সুগম রাখল।

এই ম্যাচ নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে তীব্র আবেগ ধরা পড়েছে। উপমহাদেশের প্রতিবেশী দুই দেশে ম্যাচের পর পরিবেশই তার পরিচয় দিয়েছে। ভারতের বিভিন্ন জায়গায় ওই জয়ের পর সমর্থকরা অত রাতে আনন্দে গা ভাসিয়েছেন। আর, গোটা পাকিস্তানে নেমে এসেছিল অসীম নীরবতা। সেই আবেগ উপমহাদেশের সীমানা ছাড়িয়ে আমেরিকাতেও ছড়িয়ে পড়েছিল। প্রবাসী ভারতীয় এবং স্টেডিয়াম থেকে বাইরে বেরিয়ে আসা সমর্থকদের উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা গিয়েছে। যা দেখে মনে হয়েছে, নাসাউ কাউন্টি স্টেডিয়ামের বাইরে একটা নীল সমুদ্র। যার মধ্যে থেকে উঠছে 'ভারত ভারত' স্লোগান।

আর, তারই মধ্যে যেন বেহালার সুরে বেজে গেল ওই পাকিস্তানি ভক্তের বেদনা। যিনি ৩,০০০ মার্কিন ডলারের টিকিট কিনতে নিজের ট্রাক্টর পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। আর, তারপর স্টেডিয়ামে এসে তাঁকে প্রিয় দলের হার সহ্য করতে হয়েছে। সংবাদমাধ্যমকে ওই পাকিস্তানি ভক্ত বলেছেন, 'টিকিটের দাম ৩,০০০ মার্কিন ডলার। আমি এই টিকিট কিনতে নিজের ট্রাক্টরটা পর্যন্ত বেচে দিয়েছি। যখন ভারতের ব্যাটিং শেষ হল, আমি তখনও ভাবিনি যে পাকিস্তান হারবে। আমরা ভেবেছিলাম, পাকিস্তান সহজে ওই রান তুলে নেবে। খেলাটা এখন আমাদের হাতে। এমনকী, বাবর আজম যখন আউট হয়ে গেল, তখনও আমার আলাদা কিছুই মনে হয়নি। আমি তো পাশের ভারতীয় দর্শকদের অভিনন্দন পর্যন্ত জানালাম। কিন্তু, তারপরে এই অবস্থা!'

আরও পড়ুন- রোহিত-বাবরদের সামনেই স্টেডিয়ামের আকাশে অজানা এয়ারক্র্যাফট, পাকিস্তানের রাজনৈতিক বার্তা গোটা বিশ্বের কাছে, দেখুন চরম ভিডিও

এই জয়ের পর, মধ্যপ্রদেশের ইন্দোরের মত বিভিন্ন জায়গায় ভারতীয় ভক্তরা মাঠে নেমে পড়েছিলেন। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মেন ইন ব্লু-এর জয়ের খুশিতে অত রাতেও রাস্তাজুড়ে ছিল উল্লাস আর আতশবাজির শব্দ। সঙ্গে, রাস্তায় শত শত ভক্তের ভিড়। ম্যাচে টস জিতে পাকিস্তান ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। পাকিস্তানের স্ট্র্যাটেজি খেটে গিয়েছিল। কারণ, ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হন। তারকা ওপেনার বিরাট কোহলি ৪, রোহিত শর্মা মাত্র ১৩ রানে আউট হন। ঋষভ পন্থ তার মধ্যেই ছয়টি চার-সহ ৩১ বলে ৪২ রান করেন। অক্ষর প্যাটেল দুটি চার এবং একটি ছক্কা-সহ ১৮ বলে ২০ রান করেন। কিন্তু, অসম পিচে পাকিস্তানের চাপের মুখে, ভারতের লোয়ার মিডল অর্ডার ভেঙে পড়ে। ভারতের ইনিংস ১৯ ওভারে মাত্র ১১৯ রানে গুটিয়ে যায়। কিন্তু, শেষ পর্যন্ত বুমরাহর ম্যাচজয়ী স্পেল টিম ইন্ডিয়াকে জয় এনে দেয়। বুমরাহই 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' নির্বাচিত হয়েছেন।

Cricket World Cup ICC Cricket World Cup Indian Cricket Team T20 World Cup India vs pakistan last T20 Match Pakistan Cricket Team
Advertisment